ETV Bharat / briefs

প্রতিশ্রুতি ভঙ্গ: PSC-র বন্ধ গেটের সামনে বসে বিক্ষোভ WBCS চাকরিপ্রার্থীদের

প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় PSC-এর সামনে বিক্ষোভ দেখাল চাকরিপ্রার্থীরা । উত্তরপত্র দেখানোর আবেদনপত্র গ্রহণ করা হবে, দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি । কিন্তু সেই আবেদনপত্র গ্রহণ করা হয়নি। এই অভিযোগেই PSC-এর সামনে বিক্ষোভ দেখায় আবেদনকারীরা ।

বিক্ষোভ দেথাচ্ছেন আবেদনকারীরা
author img

By

Published : May 31, 2019, 7:35 PM IST

Updated : May 31, 2019, 8:25 PM IST

কলকাতা, 31 মে : WBCS 2019-এর কোনও পরীক্ষার্থী যদি উত্তরপত্র দেখার আবেদন করেন তবে তাঁকে সেই উত্তরপত্র দেখানো হবে । 29 মে বিক্ষোভকারীদের এই প্রতিশ্রুতি দিয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপার্সন । কিন্তু, সেই প্রতিশ্রুতি পানল করেনি পাবলিক সার্ভিস কমিশন । এই অভিযোগে কমিশন অফিসের সামনে আবেদনপত্র ফেলে অবস্থান বিক্ষোভ করলেন চাকরিপ্রার্থীরা । তাঁদের অভিযোগ, গতকাল ও আজ সকাল পর্যন্ত তাঁদের উত্তরপত্র দেখানোর আবেদন গ্রহণ করা হয়েছে । তবে বেলা বাড়তেই আবেদনকারীদের লম্বা লাইন দেখে PSC-র দুটি প্রধান গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ ।

প্রতিটি পরীক্ষা শেষের সাতদিনের মধ্যে কোনও পরীক্ষার্থী যদি উত্তরপত্র দেখতে চান তবে সেই উত্তরপত্র প্রকাশ করতে হবে । পরীক্ষার্থীদের দাবি ছিল এটাই । উত্তরপত্র প্রকাশের দাবিতে গত 29 মে পাবলিক সার্ভিস কমিশনের সামনে বিক্ষোভ দেখায় PSC দুর্নীতিমুক্ত মঞ্চ । ওইদিন বিক্ষোভকারীদের পক্ষ থেকে প্রতিনিধি দল PSC-এর চেয়ারম্যানের সঙ্গে দেখা করে । নিজেদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি জমা করতে যায় তারা । প্রতিনিধি দল জানায়, সেই সময় তাঁদের চেয়ারপার্সনের পক্ষ থেকে জানানো হয়, এই মুহূর্তে তাঁরা উত্তরপত্র প্রকাশ করতে পারছে না । তবে, আগামী দু'দিন যদি কোনও WBCS-2019 পরীক্ষার্থী তাঁর "অ্যানসার কি" দেখার আবেদন করেন তাহলে তা দেখানো হবে । এ বিষয়ে PSC দুর্নীতিমুক্ত মঞ্চের এক সদস্য বলেন, "29 তারিখে চেয়ারম্যান আমাদের জানিয়েছিলেন, যারা অ্যাপ্লিকেশন দেবেন তাঁদের চেক করা হবে। অনেক পরীক্ষার্থীরই মনে হয় তিনি ভালো পরীক্ষা দিয়েছেন । অনেকেরই মনে হতে পারে যা কাট অফ লিখেছেন তার থেকে মার্কস অনেক বেশি আছে । সেই বিষয়গুলোও আমরা জানিয়েছিলাম চেয়ারম্যানকে । কারণ আমরা বিষয়গুলো দেখতে পাই না । যেহেতু এতদিন "অ্যানসার কি" পাবলিশ করত না PSC সেকারণে চেয়ারম্যান আমাদের জানিয়েছিলেন 30 ও 31 তারিখ এই দু'দিন আবেদন করতে পারবেন প্রার্থীরা । আবেদন করলে সেই আবেদনপত্র জমা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি । 15 জুন থেকে রেজ়াল্ট জানানোর কথা ছিল ।"

candidate agitation
বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা

প্রতিশ্রুতি মতো চাকরিপ্রার্থীরা গতকাল ও আজ PSC দপ্তরে পৌঁছান WBCS preliminary 2019-এর আবেদনপত্র জমা দিতে । গতকাল কিছু সমস্যার পর আবেদনপত্র জমা নেওয়া হয় । কিন্তু আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবেদনপত্র জমা দেওয়ার জন্য চাকরিপ্রার্থীদের লম্বা লাইন পড়ে যায় । অভিযোগ, লাইন নিয়ন্ত্রণ করতে পারেনি PSC কর্তৃপক্ষ । অত্যধিক সংখ্যায় আবেদনকারীরা উপস্থিত হওয়াতেই PSC কর্তৃপক্ষ অমানবিকভাবে গেট আটকে দেয় বলে অভিযোগ । PSC দুর্নীতিমুক্ত মঞ্চের ওই সদস্য বলেন, "কালও কমিশনে এসেছিলাম আবেদনপত্র জমা দিতে । কিন্তু আমাদের অফিসের কর্মচারীরা জানান, চেয়ারম্যান তাঁদের কোনও লিখিত নির্দেশ দেননি । তাই তাঁরা আবেদনপত্র নিতে পারবেন না । এরপরই কিছু আবেদনকারীরা ঝামেলা করে । এরপর চেয়ারম্যান তাঁদের ডেকে পাঠান । চেয়ারম্যান আবারও প্রতিশ্রুতি দেন আমাদের খাতা রি-চেক করার ব্যাপারে । আমাদের সকলের আবেদনপত্র জলদি জমা নেওয়া অর্ডার দেবেন তিনি, এই প্রতিশ্রুতিও দেন পুনরায় । সেই মতো আলাদা একটা রিসিভ কাউন্টার খোলা হয় । কাল প্রায় 700 জনের মতো প্রার্থী এসেছিল । তাঁরা সবাই আবেদনপত্র জমা দিয়েছেন । তাঁদের প্রত্যেকে রিসিভ কপিও পেয়েছেন । আজকে আবেদনপত্র দেওয়ার শেষ তারিখ । তাই প্রার্থীদের সংখ্যাটা আরও বেড়েছে । সকালে প্রায় 50-100 জন এসেছিলেন । তাঁদের রিসিভ কপি দেওয়া হয় । এরপর লাইন বাড়তে থাকলেই PSC দু'টো গেটই লক করে দেয় ।"

আবেদনপত্র জমা দিতে না পারায় ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা বন্ধ গেটের সামনে বসে বিক্ষোভ শুরু করে দেন । ওই সদস্য বলেন, "প্রায় 350 জন চাকরিপ্রার্থী তখন গেটের সামনেই জটলা করে । এরপরে জয়েন্ট সেক্রেটারি আসেন । তিনি আমাদের জানান, চেয়ারম্যান এই মুহূর্তে কিছু বলতে পারছেন না। আমাদের জন্য আজ আর আলাদাভাবে আবেদন রিসিভ করা হবে না । কারণ, এত প্রার্থীদের আবেদনপত্র আলাদাভাবে রিসিভ করার মতো তাঁদের স্টাফ নেই । আমাদের আবেদনপত্র একটা ড্রপবক্সে ফেলে দিয়ে যাওয়ার জন্য বলেন তিনি । প্রার্থীরা এরপরে দাবি জানান, আবেদনপত্র ড্রপবক্সে ফেলার পর প্রমাণস্বরূপ একটা অফিসিয়াল কাউন্টারপার্ট তাঁদের দিতে হবে । আমাদের সেই দাবি PSC কর্তৃপক্ষ মানতে চাননি । সেই নিয়ে ঝামেলা চলছিল । এরপরেই প্রার্থীরা আবেদনপত্রের কাগজ রাস্তায় ফেলে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । প্রার্থীদের বক্তব্য, 29 তারিখ PSC-র চেয়ারম্যান একরকম কথা বললেন, আর আজ সেই কথা থেকে 180 ডিগ্রি ঘুরে গেছেন।"

বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ । বিক্ষোভকারীদের উঠে যেতে বলা হয় । ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয় PSC-র গেট । অবশেষে ড্রপবক্সেই আবেদনপত্র ফেলে চলে যান বিক্ষোভকারীরা। PSC-র তরফে একটি ই-মেইল আইডি দেওয়া হয় । ওই ই-মেইল আইডিতেই আবেদন করতে বলা হয়েছে তাঁদের ।

কলকাতা, 31 মে : WBCS 2019-এর কোনও পরীক্ষার্থী যদি উত্তরপত্র দেখার আবেদন করেন তবে তাঁকে সেই উত্তরপত্র দেখানো হবে । 29 মে বিক্ষোভকারীদের এই প্রতিশ্রুতি দিয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপার্সন । কিন্তু, সেই প্রতিশ্রুতি পানল করেনি পাবলিক সার্ভিস কমিশন । এই অভিযোগে কমিশন অফিসের সামনে আবেদনপত্র ফেলে অবস্থান বিক্ষোভ করলেন চাকরিপ্রার্থীরা । তাঁদের অভিযোগ, গতকাল ও আজ সকাল পর্যন্ত তাঁদের উত্তরপত্র দেখানোর আবেদন গ্রহণ করা হয়েছে । তবে বেলা বাড়তেই আবেদনকারীদের লম্বা লাইন দেখে PSC-র দুটি প্রধান গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ ।

প্রতিটি পরীক্ষা শেষের সাতদিনের মধ্যে কোনও পরীক্ষার্থী যদি উত্তরপত্র দেখতে চান তবে সেই উত্তরপত্র প্রকাশ করতে হবে । পরীক্ষার্থীদের দাবি ছিল এটাই । উত্তরপত্র প্রকাশের দাবিতে গত 29 মে পাবলিক সার্ভিস কমিশনের সামনে বিক্ষোভ দেখায় PSC দুর্নীতিমুক্ত মঞ্চ । ওইদিন বিক্ষোভকারীদের পক্ষ থেকে প্রতিনিধি দল PSC-এর চেয়ারম্যানের সঙ্গে দেখা করে । নিজেদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি জমা করতে যায় তারা । প্রতিনিধি দল জানায়, সেই সময় তাঁদের চেয়ারপার্সনের পক্ষ থেকে জানানো হয়, এই মুহূর্তে তাঁরা উত্তরপত্র প্রকাশ করতে পারছে না । তবে, আগামী দু'দিন যদি কোনও WBCS-2019 পরীক্ষার্থী তাঁর "অ্যানসার কি" দেখার আবেদন করেন তাহলে তা দেখানো হবে । এ বিষয়ে PSC দুর্নীতিমুক্ত মঞ্চের এক সদস্য বলেন, "29 তারিখে চেয়ারম্যান আমাদের জানিয়েছিলেন, যারা অ্যাপ্লিকেশন দেবেন তাঁদের চেক করা হবে। অনেক পরীক্ষার্থীরই মনে হয় তিনি ভালো পরীক্ষা দিয়েছেন । অনেকেরই মনে হতে পারে যা কাট অফ লিখেছেন তার থেকে মার্কস অনেক বেশি আছে । সেই বিষয়গুলোও আমরা জানিয়েছিলাম চেয়ারম্যানকে । কারণ আমরা বিষয়গুলো দেখতে পাই না । যেহেতু এতদিন "অ্যানসার কি" পাবলিশ করত না PSC সেকারণে চেয়ারম্যান আমাদের জানিয়েছিলেন 30 ও 31 তারিখ এই দু'দিন আবেদন করতে পারবেন প্রার্থীরা । আবেদন করলে সেই আবেদনপত্র জমা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি । 15 জুন থেকে রেজ়াল্ট জানানোর কথা ছিল ।"

candidate agitation
বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা

প্রতিশ্রুতি মতো চাকরিপ্রার্থীরা গতকাল ও আজ PSC দপ্তরে পৌঁছান WBCS preliminary 2019-এর আবেদনপত্র জমা দিতে । গতকাল কিছু সমস্যার পর আবেদনপত্র জমা নেওয়া হয় । কিন্তু আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবেদনপত্র জমা দেওয়ার জন্য চাকরিপ্রার্থীদের লম্বা লাইন পড়ে যায় । অভিযোগ, লাইন নিয়ন্ত্রণ করতে পারেনি PSC কর্তৃপক্ষ । অত্যধিক সংখ্যায় আবেদনকারীরা উপস্থিত হওয়াতেই PSC কর্তৃপক্ষ অমানবিকভাবে গেট আটকে দেয় বলে অভিযোগ । PSC দুর্নীতিমুক্ত মঞ্চের ওই সদস্য বলেন, "কালও কমিশনে এসেছিলাম আবেদনপত্র জমা দিতে । কিন্তু আমাদের অফিসের কর্মচারীরা জানান, চেয়ারম্যান তাঁদের কোনও লিখিত নির্দেশ দেননি । তাই তাঁরা আবেদনপত্র নিতে পারবেন না । এরপরই কিছু আবেদনকারীরা ঝামেলা করে । এরপর চেয়ারম্যান তাঁদের ডেকে পাঠান । চেয়ারম্যান আবারও প্রতিশ্রুতি দেন আমাদের খাতা রি-চেক করার ব্যাপারে । আমাদের সকলের আবেদনপত্র জলদি জমা নেওয়া অর্ডার দেবেন তিনি, এই প্রতিশ্রুতিও দেন পুনরায় । সেই মতো আলাদা একটা রিসিভ কাউন্টার খোলা হয় । কাল প্রায় 700 জনের মতো প্রার্থী এসেছিল । তাঁরা সবাই আবেদনপত্র জমা দিয়েছেন । তাঁদের প্রত্যেকে রিসিভ কপিও পেয়েছেন । আজকে আবেদনপত্র দেওয়ার শেষ তারিখ । তাই প্রার্থীদের সংখ্যাটা আরও বেড়েছে । সকালে প্রায় 50-100 জন এসেছিলেন । তাঁদের রিসিভ কপি দেওয়া হয় । এরপর লাইন বাড়তে থাকলেই PSC দু'টো গেটই লক করে দেয় ।"

আবেদনপত্র জমা দিতে না পারায় ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা বন্ধ গেটের সামনে বসে বিক্ষোভ শুরু করে দেন । ওই সদস্য বলেন, "প্রায় 350 জন চাকরিপ্রার্থী তখন গেটের সামনেই জটলা করে । এরপরে জয়েন্ট সেক্রেটারি আসেন । তিনি আমাদের জানান, চেয়ারম্যান এই মুহূর্তে কিছু বলতে পারছেন না। আমাদের জন্য আজ আর আলাদাভাবে আবেদন রিসিভ করা হবে না । কারণ, এত প্রার্থীদের আবেদনপত্র আলাদাভাবে রিসিভ করার মতো তাঁদের স্টাফ নেই । আমাদের আবেদনপত্র একটা ড্রপবক্সে ফেলে দিয়ে যাওয়ার জন্য বলেন তিনি । প্রার্থীরা এরপরে দাবি জানান, আবেদনপত্র ড্রপবক্সে ফেলার পর প্রমাণস্বরূপ একটা অফিসিয়াল কাউন্টারপার্ট তাঁদের দিতে হবে । আমাদের সেই দাবি PSC কর্তৃপক্ষ মানতে চাননি । সেই নিয়ে ঝামেলা চলছিল । এরপরেই প্রার্থীরা আবেদনপত্রের কাগজ রাস্তায় ফেলে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । প্রার্থীদের বক্তব্য, 29 তারিখ PSC-র চেয়ারম্যান একরকম কথা বললেন, আর আজ সেই কথা থেকে 180 ডিগ্রি ঘুরে গেছেন।"

বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ । বিক্ষোভকারীদের উঠে যেতে বলা হয় । ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয় PSC-র গেট । অবশেষে ড্রপবক্সেই আবেদনপত্র ফেলে চলে যান বিক্ষোভকারীরা। PSC-র তরফে একটি ই-মেইল আইডি দেওয়া হয় । ওই ই-মেইল আইডিতেই আবেদন করতে বলা হয়েছে তাঁদের ।

Intro:কলকাতা, ৩১ মে: উত্তরপত্র দেখার আবেদন করলে WBCS ২০১৯-এর প্রার্থীদের দেখানো হবে তাঁদের উত্তরপত্র। ২৯ মে বিক্ষোভকারীদের এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপার্সন। কিন্তু, দু'দিন যেতে না যেতেই সেই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে পাবলিক সার্ভিস কমিশনের সামনে আবেদনপত্র ফেলে অবস্থান বিক্ষোভ করলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, গতকাল ও আজ সকাল পর্যন্ত তাঁদের উত্তরপত্র দেখানোর আবেদন গ্রহণ করলেও আজ বেলা বাড়তেই আবেদনকারীদের লম্বা লাইন দেখে PSC-র দুটি প্রধান গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

Body:প্রতিটি পরীক্ষা শেষের 7 দিনের মধ্যে অ্যানসার কী প্রকাশের দাবিতে গত ২৯ মে পাবলিক সার্ভিস কমিশনের সামনে বিক্ষোভ দেখায় PSC দুর্নীতিমুক্ত মঞ্চ। ওইদিন বিক্ষোভকারীদের পক্ষ থেকে প্রতিনিধি দল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে নিজেদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি জমা করতে। প্রতিনিধি দল জানান, সেই সময় তাঁদের চেয়ারপার্সনের পক্ষ থেকে জানানো হয় যে, এই মুহূর্তে তাঁরা অ্যানসার কী প্রকাশ করতে পারছেন না। তবে, আগামী দু'দিন যদি কোনও WBCS ২০১৯ পরীক্ষার্থী তাঁর উত্তরপত্র দেখার আবেদন করেন তাহলে তা দেখানো হবে। এ বিষয়ে PSC দুর্নীতিমুক্ত মঞ্চের এক সদস্য বলেন, "২৯ তারিখে চেয়ারম্যান বলেছিলেন, যাঁরা অ্যাপ্লিকেশন দেবেন তাঁদেরটা ইন্ডিভিজুয়ালভাবে চেক করা হবে। তিনি বলেছিলেন, যদি কারোর মনে হয় আমি ভালো পরীক্ষা দিয়েছি, যেহেতু আমরা অ্যানসার কী পাবলিশ করি না, সেহেতু অনেকের মনে হতেই পারে যা কাট অফ লিখেছে তার থেকে প্রার্থীর মার্কস অনেক বেশি আছে। সেক্ষেত্রে চেয়ারম্যান বলেছিলেন, ৩০ ও ৩১ তারিখ এই দু'দিন যাঁরা ইন্ডিভিজুয়ালভাবে আবেদন করবেন তাঁদেরটা জমা নেওয়া হবে। তারপর ১৫ জুন থেকে রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে।"

জানা গেছে, সেই মতো চাকরিপ্রার্থীরা গতকাল ও আজ PSC দপ্তরে পৌঁছান WBCS preliminary 2019-এর আবেদনপত্র জমা দিতে। গতকাল কিছু সমস্যার পর আবেদনপত্র জমা নেওয়া হলেও, আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবেদনপত্র জমাদেওয়ার জন্য চাকরিপ্রার্থীদের বিশাল লম্বা লাইন পড়ে যায়। লাইন নিয়ন্ত্রণ করতে না পেরে এবং অত্যধিক সংখ্যায় উপস্থিত থাকা আবেদনকারীদের বাইরে দূরে ঠেকিয়ে রাখতে PSC কর্তৃপক্ষ অমানবিকভাবে গেট আটকে দেয় বলে অভিযোগ। PSC দুর্নীতিমুক্ত মঞ্চের ওই সদস্য বলেন, "কাল যখন যায় তখন প্রার্থীদের অফিসের কর্মচারীরা বলেন যে, চেয়ারম্যান আমাদের কোনও লিখিত নির্দেশ দেননি। তাই আমরা নিতে পারব না। ছেলেরা তখন ঝামেলা করে। তারপরে চেয়ারম্যান তাঁদের ডেকে পাঠিয়ে কথা বলেন। তিনি বলেন, আমি যখন বলেছি তোমাদের খাতা রি-চেক করব তাই আমি এক্ষুনি অর্ডার দিচ্ছি তোমাদের সব আবেদন জমা নেওয়া হবে। সেই মতো ওদের জন্য আলাদা একটা রিসিভ কাউন্টার খোলা হয়। কাল প্রায় ৭০০ জনের মতো গেছিল। তাঁরা সবাই জমা দিয়েছেন এবং তাঁদের প্রত্যেকেকে রিসিভ কপি দিয়েছে। আজকে যেহেতু শেষ তারিখ তাই সংখ্যাটা আরও বেড়েছিল। সকালে প্রায় ৫০-১০০ জনের মতো গেছিল। তাঁদেরকে রিসিভ কপি দিয়ে দেয়। তারপরে যখন লাইনটা বাড়তে থাকে তখন PSC দু'টো গেটই লক করে দেয়।"

আবেদনপত্র জমা দিতে না পারায় ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা বন্ধ গেটের সামনে বসে বিক্ষোভ শুরু করে দেন। ওই সদস্য বলেন, "প্রায় ৩৫০ জন চাকরিপ্রার্থী তখন গেটের সামনেই জটলা করে। তখন জয়েন্ট সেক্রেটারি আসেন সেখানে। তিনি বলেন, চেয়ারম্যান এই মুহূর্তে কোনো কিছু বলতে পারছেন না। তোমাদের জন্য আজকে আলাদাভাবে আবেদন রিসিভ করা হবে না। কারণ, এত জনেরটা আমরা আলাদাভাবে রিসিভ করে দেওয়ার মতো স্টাফ নেই। তোমরা একটা ড্রপবক্সে ফেলে দিয়ে যাও। প্রার্থীরা তখন দাবি জানান যে, আমরা যদি ড্রপবক্সে ফেলে দিয়ে যায় তাহলে আপনাকে তো একটা অফিসিয়াল কাউন্টারপার্ট দিতে হবে যে অফিস আমরটা গ্রহণ করেছে। সেটা ওনারা মানতে চাননি। সেই নিয়ে ঝামেলা চলছিল। তারপরে ওরা সবাই অ্যাপ্লিকেশনের কাগজ রাস্তায় ফেলে দিয়ে বিক্ষোভ করে। তাঁদের বক্তব্য, ২৯ তারিখ PSC-র চেয়ারম্যান একরকম কথা বললেন, আর আজ সেই কথা থেকে 180 ডিগ্রি ঘুরে গেছেন।"

বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সামাল দিতে আসে প্রচুর পুলিশ। তাঁরা উঠে যাওয়ার জন্য বলেন বিক্ষোভকারীদের। ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয় PSC-র গেট। অবশেষে ড্রপবক্সেই আবেদনপত্র ফেলে চলে যান বিক্ষোভকারীরা। আর PSC-র তরফ থেকে তাঁদের দেওয়া হয় একটি ই-মেল আইডি। এবার থেকে ওখানেই ই-মেল করে আবেদন করতে বলা হয়েছে তাঁদের।
Conclusion:
Last Updated : May 31, 2019, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.