ETV Bharat / briefs

সমস্যা সমাধানে বৈঠকের জন্য মোদিকে চিঠি ইমরানের - Pakistan Prime Minister

আলোচনায় বসতে চেয়ে নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন ইমরান খান । যদিও বিষয়টি নিয়ে ভারতের তরফে এখনও মুখ খোলা হয়নি ।

নরেন্দ্র মোদি ও ইমরান খান
author img

By

Published : Jun 8, 2019, 2:03 AM IST

দিল্লি, 8 জুন : কাশ্মীর সহ সব সমস্যার সমাধানের জন্য আলোচনায় বসতে চেয়ে নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । সেদেশের একটি সংবাদমাধ্যম এই দাবি করেছে । বিষয়টি নিয়ে ভারতের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ।

দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী । দক্ষিণ এশিয়ায় শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠা ও অগ্রগতির লক্ষ্যে আগামী দিনে একসঙ্গে কাজ করার আশাও প্রকাশ করেন । পরে ইমরান বলেন, "দু'দেশের দারিদ্র্যতা দূরীকরণের একমাত্র পথ হল আলোচনা ।" অপরদিকে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সমর্থনের কথাও বলেন মোদি । এরপরই দুই রাষ্ট্রনেতার বৈঠক নিয়ে জল্পনা শুরু হয়েছিল । কিরঘিজ়স্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকেও তাঁদের বৈঠক নিয়ে গুঞ্জন শুরু হয় । পরে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, এই ধরনের কোনও বৈঠক হচ্ছে না ।

2014 সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন । প্রথমে নওয়াজ শরিফ, পরবর্তী সময়ে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মোদি । কিন্তু, পুলওয়ামায় জঙ্গি হামলার পর সেই সম্পর্কে ফের ভাটা পড়তে শুরু করে । ইসলামাবাদ সন্ত্রাসে মদত জোগাচ্ছে বলে অভিযোগ তোলে দিল্লি । বলা হয়, সন্ত্রাসবাদে ইন্ধন জোগানো বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসা সম্ভব নয় । যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী একাধিকবার আলোচনার পক্ষে সওয়াল করেছেন । লোকসভা ভোটের আগে বলেছিলেন, "যদি ভোটে BJP জয়লাভ করে তাহলে ভারতের সঙ্গে শান্তি প্রসঙ্গে আরও একবার বৈঠক করতে আগ্রহী । " আর এবার আলোচনা করতে চেয়ে চিঠি লিখলেন ইমরান ।

দিল্লি, 8 জুন : কাশ্মীর সহ সব সমস্যার সমাধানের জন্য আলোচনায় বসতে চেয়ে নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । সেদেশের একটি সংবাদমাধ্যম এই দাবি করেছে । বিষয়টি নিয়ে ভারতের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ।

দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী । দক্ষিণ এশিয়ায় শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠা ও অগ্রগতির লক্ষ্যে আগামী দিনে একসঙ্গে কাজ করার আশাও প্রকাশ করেন । পরে ইমরান বলেন, "দু'দেশের দারিদ্র্যতা দূরীকরণের একমাত্র পথ হল আলোচনা ।" অপরদিকে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সমর্থনের কথাও বলেন মোদি । এরপরই দুই রাষ্ট্রনেতার বৈঠক নিয়ে জল্পনা শুরু হয়েছিল । কিরঘিজ়স্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকেও তাঁদের বৈঠক নিয়ে গুঞ্জন শুরু হয় । পরে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, এই ধরনের কোনও বৈঠক হচ্ছে না ।

2014 সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন । প্রথমে নওয়াজ শরিফ, পরবর্তী সময়ে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মোদি । কিন্তু, পুলওয়ামায় জঙ্গি হামলার পর সেই সম্পর্কে ফের ভাটা পড়তে শুরু করে । ইসলামাবাদ সন্ত্রাসে মদত জোগাচ্ছে বলে অভিযোগ তোলে দিল্লি । বলা হয়, সন্ত্রাসবাদে ইন্ধন জোগানো বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসা সম্ভব নয় । যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী একাধিকবার আলোচনার পক্ষে সওয়াল করেছেন । লোকসভা ভোটের আগে বলেছিলেন, "যদি ভোটে BJP জয়লাভ করে তাহলে ভারতের সঙ্গে শান্তি প্রসঙ্গে আরও একবার বৈঠক করতে আগ্রহী । " আর এবার আলোচনা করতে চেয়ে চিঠি লিখলেন ইমরান ।

Umaria (MP), June 07 (ANI): In Madhya Pradesh's Umaria, District Collector sets an example of humanity as he removes air conditioners from his office and installed it in Nutrition Rehabilitation Centres (NRC) to save children from heat wave. There are 4 NRCs in the block and district administration has installed ACs in all of them from their office. District Collector of Umaria, Swarochish Somavanshi said, "It was a spontaneous decision. It was really hot inside Nutrition Rehabilitation Centres' (NRC) building. We were arranging air conditioners but we felt it needed to be installed immediately as there were children."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.