কলকাতা, 15 জুন : চিকিৎসকদের সঙ্গে দেখা করে উপযুক্ত নিরাপত্তার আশ্বাস দিন । এই মর্মে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । পাশাপাশি, চেষ্টা করেও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেছেন রাজ্যপাল ।
10 জুন NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে । এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামেন । তাঁদের দাবি, হাসপাতাল চত্বরে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে ।
এই সংক্রান্ত আরও খবর : দয়া করে চিকিৎসা শুরু করুন : মুখ্যমন্ত্রী
এনিয়ে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান রাজ্যপাল । লেখেন, নিরাপত্তার বিষয়ে চিকিৎসকদের পর্যাপ্ত আশ্বাস দিতে হবে । আর যথাযথ ব্যবস্থা নিতে হবে । আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে দেখা করে তাঁদের কথা শোনার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল । এছাড়াও, হামলার ঘটনার তদন্ত করতে হবে যাতে চিকিৎসকরা দ্রুত কাজে যোগ দেওয়ার পরিবেশ বজায় থাকে ।
এই সংক্রান্ত আরও খবর : "সাধারণ মানুষ কষ্ট পাক চাই না, চিকিৎসা করতে চাই"
অপরদিকে গতকাল রাজ্যপাল জানান, NRS-এর ঘটনা নিয়ে কথা বলতে তিনি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন । কিন্তু, ফোনে পাওয়া যায়নি । এনিয়ে চিঠিতে দুঃখপ্রকাশ করেছেন রাজ্যপাল । যদিও আজ মুখ্যমন্ত্রী জানান, তিনি বীজপুরে বৈঠকে ব্যস্ত ছিলেন । তাই, ফোন তুলতে পারেননি ।
এই সংক্রান্ত আরও খবর : "হুমকি ফোন আসেনি", জানালেন পরিবহর দাদা