মালদা, 29 সেপ্টেম্বর : শিয়ালের হামলায় একই রাতে জখম 30 জন । বিষয়টি জানাজানি হতেই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের লাহারিরডার গ্রামে ৷
জানা গিয়েছে, লাহারিরডার গ্রামে প্রায়শই শিয়ালের উপদ্রব চলতে থাকে ৷ এর আগেও ওই এলাকায় শিয়ালের হামলায় জখম হয়েছেন অনেকে ৷ গতকাল সন্ধেয় ফের একটি শিয়াল হামলা চালায় ৷ গ্রামের প্রায় 30 জন জখম হয়েছেন শিয়ালের হামলায় ৷ রাতে স্থানীয়দের সহযোগিতায় জখমদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগকে ছেড়ে দেওয়া হলেও এখনও কয়েকজন হাসপাতালে ভরতি রয়েছেন ৷ এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ ওই এলাকা থেকে শিয়াল তাড়ানোর পাশাপাশি এলাকায় পথবাতির দাবি উঠতে শুরু করেছে ৷
আক্রান্ত এক গ্রামবাসী মাজারুল ইসলাম বলেন, “সন্ধেয় হঠাৎ একটি শিয়াল গ্রামে হামলা চালায় ৷ গ্রামের প্রায় 30 জন মানুষ শিয়ালের হামলায় জখম হন ৷ এই এলাকায় মাঝেমধ্যেই শিয়ালের উপদ্রব চলে ৷ এলাকা অন্ধকার থাকায় এ ধরণের ঘটনা আরও বেশি করে ঘটছে ৷ আমরা এই এলাকা থেকে শেয়ালকে তাড়ানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি ৷ পাশাপাশি এলাকায় পথবাতির আবেদন করছি ৷”
একই বক্তব্য আরও এক আক্রান্ত মোজম বিবির ৷ তিনি বলেন, “আমি টিউবওয়লের পাশে কাজ করছিলাম ৷ হঠাৎ একটি শিয়াল হামলা চালায় ৷ আমাকে কামড়ে শিয়াল প্রথমে পালিয়ে যায় ৷ পরে ফের আমাকে আক্রমণ করতে আসে ৷ এলাকার আরও মানুষের ওপর হামলা চালায় ৷ এলাকায় প্রায়শই এ রকম শিয়ালের উপদ্রব চলতে থাকে ৷”