কলম্বো, 28 এপ্রিল : কলম্বো ধারাবাহিক বিস্ফোরণের সন্দেহভাজন মূলচক্রীর আব্বা ও দুই ভাইকে খতম করল নিরাপত্তাবাহিনী । গোপন ডেরায় ঢুকে শুক্রবার তাদের নিকেশ করা হয় । পুলিশ সূত্রে এই খবর পাওয়া গেছে ।
21 এপ্রিল গির্জায় ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কলম্বো । উত্তর অংশের কোচ্চিকাড়ে, কাটুওয়াপিটিয়া ও বাট্টিকালোর চার্চে বিস্ফোরণ হয় । শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেলও বিস্ফোরণে কেঁপে ওঠে । তার ঘণ্টাখানেক পরই আরও দুটি বিস্ফোরণ হয়। ঘটনায় 253 জনের মৃত্যু হয়েছে । প্রাথমিকভাবে কোনও সংগঠন ঘটনার দায় স্বীকার না করলেও পরে ISIS বিস্ফোরণের দায় নেয় । পরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা জানান, বিস্ফোরণের দিন শাংরি লা হোটেলেই সন্দেহভাজন মূলচক্রী মৌলবি জ়াহরান হাশিমের মৃত্যু হয়েছে ।
সেনা ও পুলিশকে নিয়ে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয় । শুক্রবার রাতে গোয়ন্দারা খবর পান , শ্রীলঙ্কার পূর্ব উপকূলের একটি বাড়িতে জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে । নিরাপত্তাবাহিনী সেই বাড়িটিকে ঘিরে ফেলেন । পালানোর পথ নেই বুঝতে পেরে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । পালটা জবাব দেয় বাহিনী । দু’পক্ষের গুলির লড়াইয়ে 15 জনের মৃত্যু হয় ।
পুলিশ সূত্রে খবর, নিহতদের মধ্যে জ়াহরান হাশিমের আব্বা মহম্মদ হাশিম, দুই ভাই জাইনি ও রিলওয়ান রয়েছে । সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল । সেখানে এই তিনজন অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেয় ।