এগরা, 8 অগাস্ট : যা অসুবিধা হবে, যা দরকার জানান সাংসদকে । এর জন্য মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আজ থেকে শুরু হল জনতার দরবারে । যার সূচনা করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ । "ভোটে যারা আমাকে জিতিয়েছেন তাঁদের সুবিধা-অসুবিধা দেখার জন্য এবং সাধারণ মানুষের জন্য এই দরবার", বললেন দিলীপ । জনতার দরবার নিয়ে আজ তিনি ছিলেন এগরা বিধানসভা এলাকায় । এবিষয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি । বলেন, "পশ্চিমবাংলায় কেউ আনন্দ করতে পারবে না । সবসময় শোকসভা চলে । কারণ, তৃণমূল হেরেছে ।"
জনতার দরবারের সূচনায় আয়োজন করা হয়েছিল সাংবাদিক বৈঠকের । জনতার দরবার কেন, সেই প্রসঙ্গে বৈঠকে তিনি বলেন, "আমাদের যারা ভোট দিয়েছেন বা এখানকার যারা নাগরিক তাঁদের সুবিধা-অসুবিধা শোনার জন্য এই কর্মসূচি । ভোটের পর সংসদে ব্যস্ত ছিলাম তাই এখানে খুব একটা আসার সুযোগ পাইনি । যারা আমাদের ক্ষমতায় এনেছে তাঁদের এবং সাধারণ নাগরিকদের দেখা আমাদের কর্তব্য । "
তৃণমূল বলছে, BJP সন্ত্রাস চালাচ্ছে রাজ্যে ৷ বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, "সন্ত্রাস কে চালাচ্ছে তা তো বলতে হবে না । সবাই সেটা দেখছে । আমাদের প্রায় 28 হাজারের উপর কর্মীর নামে কেস চলছে । যা আদতে তৃণমূলই করছে । সেটা শুধু আমরা বলছি না । অন্যান্য দলও বলছে । আসলে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশই নষ্ট হয়ে গেছে । গণতন্ত্রের মাধ্যমেই সেই পরিবেশ রাজ্যে ফিরিয়ে আনা হবে । আর যারা গুণ্ডামি করছে । তাদের সেভাবেই উত্তর দেওয়া হবে ।"
তৃণমূল প্রসঙ্গে বলতে দিয়ে তিনি আরও বলেন, "আমাদের কর্মী সমর্থকরা আনন্দ করলে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরছে । নির্বাচনের পর আমাদের কোথাও বিজয় মিছিল করতে দেওয়া হয়নি । কারণ ১৪৪ ধারা । আমার নামে সেজন্য কেসও দেওয়া হয়েছে । আগামীকাল আমি যাচ্ছি জামিন নিতে । অপরাধ কী ছিল? আমরা শুধু বিজয় মিছিল করতে চেয়েছিলাম ।"
সবশেষে ফের তিনি জনতার দরবার প্রসঙ্গে ফেরেন । জানান, প্রতি মাসে দু'বার করে এই জনতার দরবার করবেন তিনি । আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP-র কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তীসহ এলাকার অন্যান্য BJP নেতা-কর্মীরা ।