ETV Bharat / briefs

"ওরা কি কুকুর ? শুঁকে বলে দিল কী হয়েছে", আক্রমণ সেলিমের - chairperson of the state's child rights and protection commission

রাজ্যে আইনের শাসন আর নেই বলে অভিযোগ করেন মহম্মদ সেলিম । তাঁর দাবি, রাজ্যে নারীদের নিরাপত্তা নেই । অপরাধ বাড়ছে । আগেও মেয়েদের সম্মান এখানে সুরক্ষিত ছিল । দুর্ভাগ্যক্রমে গত দশ বছরে কামদুনি, পার্কস্ট্রিট সহ একাধিক ঘটনা ঘটেছে ।

CPI(M) নেতা মহম্মদ সেলিম
CPI(M) নেতা মহম্মদ সেলিম
author img

By

Published : Sep 17, 2020, 4:09 PM IST

জলপাইগুড়ি, 17 সেপ্টেম্বর : রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সনকে স্নিফার ডগের সঙ্গে তুলনা করলেন CPI(M) নেতা মহম্মদ সেলিম। রাজগঞ্জের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ নিয়ে রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী জলপাইগুড়িতে বলেছিলেন, মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তদন্তের আগেই কীভাবে চেয়ারপার্সন এমন মন্তব্য করলেন তা নিয়ে রাজগঞ্জে এসে কটাক্ষ করেন মহম্মদ সেলিম। তিনি বলেন, " ওরা কি কুকুর ? দূর থেকে শুঁকে বলে দিল কী হয়েছে, কী হয়নি ?"


আজ রাজগঞ্জের দুই নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করেন মহম্মদ সেলিম এবং অশোক ভট্টাচার্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম কটাক্ষ করে বলেন, " এটা আমাদের রাজ্যের দুর্ভাগ্য । শিশু অধিকার রক্ষা, নারী অধিকার রক্ষা, সংখ্যালঘু অধিকার রক্ষা, তপশিলি জাতি, উপজাতি রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যাদের দিয়ে কমিশন তৈরি করেছেন, তারা নিজেরাই দোষী। টাকা পয়সা নিয়ে সওদাবাজি করে। পুলিশের তদন্ত হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসবে, তারপর ওরা বলবে। ওরা কি কুকুর? দূর থেকে শুঁকে বলে দিল কী হয়েছে কী হয়নি ?"

তিনি আরও বলেন, " তদন্ত করলে সব জানা যাবে। আমার নাক RSS আর মুখ্যমন্ত্রীর মতো অত লম্বা নয়, যে শুঁকে বলে দেব কী হয়েছে ।" রাজ্যে আইনের শাসন আর নেই বলে অভিযোগ করেন । তাঁর দাবি, রাজ্যে নারীদের নিরাপত্তা নেই । অপরাধ বাড়ছে । আগেও মেয়েদের সম্মান এখানে সুরক্ষিত ছিল । দুর্ভাগ্যক্রমে গত দশ বছরে কামদুনি, পার্কস্ট্রিট সহ একাধিক ঘটনা ঘটেছে ।

শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বলেন, " রাজ্যে আইনের শাসন নেই। রাজগঞ্জে একের পর এক ঘটনা ঘটেই চলেছে । আমরা আইনের পথে লড়াই করব। তাদের পাশে দাঁড়িয়ে লড়াই হবে। গ্রামে গ্রামে এই ঘটনা ঘটছে। ধর্ষকরা মুখ্যমন্ত্রীর সম্পদ । সরকার এদের লালন পালন করছে। "


উত্তরপ্রদেশের সঙ্গে এই রাজ্যের কোনও পার্থক্য নেই বলে কটাক্ষ করেন অশোক ভট্টাচার্য।

জলপাইগুড়ি, 17 সেপ্টেম্বর : রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সনকে স্নিফার ডগের সঙ্গে তুলনা করলেন CPI(M) নেতা মহম্মদ সেলিম। রাজগঞ্জের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ নিয়ে রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী জলপাইগুড়িতে বলেছিলেন, মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তদন্তের আগেই কীভাবে চেয়ারপার্সন এমন মন্তব্য করলেন তা নিয়ে রাজগঞ্জে এসে কটাক্ষ করেন মহম্মদ সেলিম। তিনি বলেন, " ওরা কি কুকুর ? দূর থেকে শুঁকে বলে দিল কী হয়েছে, কী হয়নি ?"


আজ রাজগঞ্জের দুই নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করেন মহম্মদ সেলিম এবং অশোক ভট্টাচার্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম কটাক্ষ করে বলেন, " এটা আমাদের রাজ্যের দুর্ভাগ্য । শিশু অধিকার রক্ষা, নারী অধিকার রক্ষা, সংখ্যালঘু অধিকার রক্ষা, তপশিলি জাতি, উপজাতি রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যাদের দিয়ে কমিশন তৈরি করেছেন, তারা নিজেরাই দোষী। টাকা পয়সা নিয়ে সওদাবাজি করে। পুলিশের তদন্ত হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসবে, তারপর ওরা বলবে। ওরা কি কুকুর? দূর থেকে শুঁকে বলে দিল কী হয়েছে কী হয়নি ?"

তিনি আরও বলেন, " তদন্ত করলে সব জানা যাবে। আমার নাক RSS আর মুখ্যমন্ত্রীর মতো অত লম্বা নয়, যে শুঁকে বলে দেব কী হয়েছে ।" রাজ্যে আইনের শাসন আর নেই বলে অভিযোগ করেন । তাঁর দাবি, রাজ্যে নারীদের নিরাপত্তা নেই । অপরাধ বাড়ছে । আগেও মেয়েদের সম্মান এখানে সুরক্ষিত ছিল । দুর্ভাগ্যক্রমে গত দশ বছরে কামদুনি, পার্কস্ট্রিট সহ একাধিক ঘটনা ঘটেছে ।

শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বলেন, " রাজ্যে আইনের শাসন নেই। রাজগঞ্জে একের পর এক ঘটনা ঘটেই চলেছে । আমরা আইনের পথে লড়াই করব। তাদের পাশে দাঁড়িয়ে লড়াই হবে। গ্রামে গ্রামে এই ঘটনা ঘটছে। ধর্ষকরা মুখ্যমন্ত্রীর সম্পদ । সরকার এদের লালন পালন করছে। "


উত্তরপ্রদেশের সঙ্গে এই রাজ্যের কোনও পার্থক্য নেই বলে কটাক্ষ করেন অশোক ভট্টাচার্য।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.