ETV Bharat / briefs

লক্ষ্য BJP-বিরোধী জোটের শক্তিবৃদ্ধি, রাহুলের সঙ্গে সাক্ষাৎ চন্দ্রবাবুর - non bjp front

BJP বিরোধী জোটকে মজবুত করার লক্ষ্যে রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাৎ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ।

চন্দ্রবাবু নাইডু ও রাহুল গান্ধি
author img

By

Published : May 18, 2019, 4:14 PM IST

দিল্লি, 18 মে : আগামী 23 মে লোকসভা ভোটের ফলাফল । তার আগে BJP বিরোধী জোটকে মজবুত করার লক্ষ্যে রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাৎ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । রাজনৈতিক মহলের মতে, ভোটের ফলাফলের আগে BJP বিরোধী দলগুলিকে একত্রিত করার লক্ষ্যেই ময়দানে নেমেছেন চন্দ্রবাবু । 23 তারিখ ভোটের ফলাফলের দিন BJP বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে বসার কথা সনিয়া গান্ধির । সেই বৈঠকে BJP বিরোধী মুখ হিসেবে তিনিও যে উপস্থিত থাকবেন সেই বার্তা দিতেই আজ রাহুলের সঙ্গে সাক্ষাৎ চন্দ্রবাবুর ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত ফেডেরাল ফ্রন্টের অন্যতম মুখ চন্দ্রবাবু । সেই ফ্রন্টের শক্তিবৃদ্ধির লক্ষ্যে কার্যত একসঙ্গে কাজ করছেন মমতা ও চন্দ্রবাবু । এই ফ্রন্টে যাদের থাকার কথা তাঁদের কয়েকজনের সঙ্গেও ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন চন্দ্রবাবু । যেমন আজই NCP প্রধান শরদ যাদবের সঙ্গে দেখা করেন তিনি । গতকাল CPI(M) নেতা সীতারাম ইয়েচুরি ও AAP প্রধান কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন । সূত্রের খবর, কে কত আসন পেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে । আঞ্চলিকদলগুলিকে একত্রিত করে কীভাবে BJP বিরোধী জোট গড়া যেতে পারে, বৈঠকে উঠে এসেছে সেই প্রসঙ্গও । আবার আজ বিকেলে মায়াবতী ও অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকে বসার কথা চন্দ্রবাবুর ।

চন্দ্রবাবুর অন্যতম প্রতিদ্বন্দ্বী তথা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও কংগ্রেস নেতৃত্বাধীন জোটের সঙ্গে হাত মেলাতে রাজি হয়েছেন । সেক্ষেত্রে আপনার অবস্থান কী হবে ? চন্দ্রবাবুকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, "কেবলমাত্র TRS নয়, BJP বিরোধী সব দলকে স্বাগত । BJP বিরোধী জোটকে শক্তিশালী করায় লক্ষ্য ।"

দিল্লি, 18 মে : আগামী 23 মে লোকসভা ভোটের ফলাফল । তার আগে BJP বিরোধী জোটকে মজবুত করার লক্ষ্যে রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাৎ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । রাজনৈতিক মহলের মতে, ভোটের ফলাফলের আগে BJP বিরোধী দলগুলিকে একত্রিত করার লক্ষ্যেই ময়দানে নেমেছেন চন্দ্রবাবু । 23 তারিখ ভোটের ফলাফলের দিন BJP বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে বসার কথা সনিয়া গান্ধির । সেই বৈঠকে BJP বিরোধী মুখ হিসেবে তিনিও যে উপস্থিত থাকবেন সেই বার্তা দিতেই আজ রাহুলের সঙ্গে সাক্ষাৎ চন্দ্রবাবুর ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত ফেডেরাল ফ্রন্টের অন্যতম মুখ চন্দ্রবাবু । সেই ফ্রন্টের শক্তিবৃদ্ধির লক্ষ্যে কার্যত একসঙ্গে কাজ করছেন মমতা ও চন্দ্রবাবু । এই ফ্রন্টে যাদের থাকার কথা তাঁদের কয়েকজনের সঙ্গেও ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন চন্দ্রবাবু । যেমন আজই NCP প্রধান শরদ যাদবের সঙ্গে দেখা করেন তিনি । গতকাল CPI(M) নেতা সীতারাম ইয়েচুরি ও AAP প্রধান কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন । সূত্রের খবর, কে কত আসন পেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে । আঞ্চলিকদলগুলিকে একত্রিত করে কীভাবে BJP বিরোধী জোট গড়া যেতে পারে, বৈঠকে উঠে এসেছে সেই প্রসঙ্গও । আবার আজ বিকেলে মায়াবতী ও অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকে বসার কথা চন্দ্রবাবুর ।

চন্দ্রবাবুর অন্যতম প্রতিদ্বন্দ্বী তথা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও কংগ্রেস নেতৃত্বাধীন জোটের সঙ্গে হাত মেলাতে রাজি হয়েছেন । সেক্ষেত্রে আপনার অবস্থান কী হবে ? চন্দ্রবাবুকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, "কেবলমাত্র TRS নয়, BJP বিরোধী সব দলকে স্বাগত । BJP বিরোধী জোটকে শক্তিশালী করায় লক্ষ্য ।"

Dholpur (Rajasthan), May 18 (ANI): An eight-year-old girl was allegedly raped by her neighbour in Dholpur district of Rajasthan on May 16. The girl was kidnapped by the accused while she was playing outside her house, and was later raped. The victim is admitted to a nearby hospital in a critical condition. Police have assured thorough investigation in the matter and strict action against the accused. The incident came days after a woman was allegedly gang-raped by five men in Alwar district, leading to outrage against the Ashok Gehlot-led Congress government in the state.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.