ETV Bharat / briefs

সঠিক উত্তরে নম্বর নয় কেন, SSC-কে হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের - Job

প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন । কিন্তু, তা সত্ত্বেও নম্বর দেওয়াা হয়নি । তা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন এক চাকরিপ্রার্থী । তারপর আজ এই নির্দেশ দিল হাইকোর্ট ।

কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Apr 24, 2019, 9:06 PM IST

Updated : Apr 25, 2019, 7:39 AM IST

কলকাতা, 24 এপ্রিল : প্রশ্নের সঠিক উত্তর দিলেও নম্বর দেওয়া হয়নি । তা নিয়ে স্কুল সার্ভিস কমিশন (SSC)-র কাছে দ্বারস্থ হলেও সুরাহা মেলেনি । শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এক চাকরিপ্রার্থী । তারপর আজ হাইকোর্ট SSC-কে নির্দেশ দেয়, সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও কেন নম্বর দেওয়া হয়নি তা আগামী 6 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে ।

মামলাকারী সুধৃতি গাঙ্গুলির আইনজীবী আশিসকুমার চৌধুরি জানান, সুধৃতি 2012 সালে স্কুল সার্ভিস কমিশনের SLFT পরীক্ষা দিয়েছিলেন । তাঁর বিষয় ছিল ইতিহাস । রেজ়াল্ট প্রকাশিত হতে দেখা যায়, সুধৃতি পরীক্ষায় পাশ করেননি । পরে RTI করেন তিনি । প্রাথমিকভাবে তাঁর RTI-র জবাব দেওয়া হয়নি । পরে অ্যাপ্লেলেটের কাছে দ্বারস্থ হলে সুধৃতির কাছে উত্তরপত্র পাঠানো হয় । সেখানে দেখা যায়, 10 টি প্রশ্নের সঠিক দিলেও তাঁকে নম্বর দেওয়া হয়নি । তারপর SSC-র কাছে প্রশ্নগুলির সঠিক উত্তর জানতে চান সুধৃতি । তাঁর আইনজীবীর বক্তব্য, "2012 সালে সেই আবেদন করা হলেও গত বছর তার জবাব আসে । "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ইতিমধ্যে প্রশ্নগুলির সঠিক উত্তর জানতে NCRET-র দ্বারস্থ হন সুধৃতি । সেখানে দেখা যায়, সুধৃতির দেওয়া 10টি উত্তরই সঠিক । তা নিয়ে চিঠি পাঠানো হলেও SSC-র তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তারপর গত বছর কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সুধৃতি । তারপর বিচারপতি শম্পা সরকার নির্দেশ দেন, সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও নম্বর দেওয়া হয়নি কেন তা SSC-কে আগামী 6 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে ।

কলকাতা, 24 এপ্রিল : প্রশ্নের সঠিক উত্তর দিলেও নম্বর দেওয়া হয়নি । তা নিয়ে স্কুল সার্ভিস কমিশন (SSC)-র কাছে দ্বারস্থ হলেও সুরাহা মেলেনি । শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এক চাকরিপ্রার্থী । তারপর আজ হাইকোর্ট SSC-কে নির্দেশ দেয়, সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও কেন নম্বর দেওয়া হয়নি তা আগামী 6 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে ।

মামলাকারী সুধৃতি গাঙ্গুলির আইনজীবী আশিসকুমার চৌধুরি জানান, সুধৃতি 2012 সালে স্কুল সার্ভিস কমিশনের SLFT পরীক্ষা দিয়েছিলেন । তাঁর বিষয় ছিল ইতিহাস । রেজ়াল্ট প্রকাশিত হতে দেখা যায়, সুধৃতি পরীক্ষায় পাশ করেননি । পরে RTI করেন তিনি । প্রাথমিকভাবে তাঁর RTI-র জবাব দেওয়া হয়নি । পরে অ্যাপ্লেলেটের কাছে দ্বারস্থ হলে সুধৃতির কাছে উত্তরপত্র পাঠানো হয় । সেখানে দেখা যায়, 10 টি প্রশ্নের সঠিক দিলেও তাঁকে নম্বর দেওয়া হয়নি । তারপর SSC-র কাছে প্রশ্নগুলির সঠিক উত্তর জানতে চান সুধৃতি । তাঁর আইনজীবীর বক্তব্য, "2012 সালে সেই আবেদন করা হলেও গত বছর তার জবাব আসে । "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ইতিমধ্যে প্রশ্নগুলির সঠিক উত্তর জানতে NCRET-র দ্বারস্থ হন সুধৃতি । সেখানে দেখা যায়, সুধৃতির দেওয়া 10টি উত্তরই সঠিক । তা নিয়ে চিঠি পাঠানো হলেও SSC-র তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তারপর গত বছর কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সুধৃতি । তারপর বিচারপতি শম্পা সরকার নির্দেশ দেন, সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও নম্বর দেওয়া হয়নি কেন তা SSC-কে আগামী 6 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে ।

Intro:স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় ১০ প্রশ্নের উত্তর ভুল? Body:
মানস নস্কর---

ইতিহাসের প্রার্থীর ১০টি প্রশ্নের উত্তর সঠিক দিলেও কেন নম্বর দেওয়া হয়নি, আগামী ৬ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে সার্ভিস কমিশনকে

কলকাতা ২৪ এপ্রিলঃ
উত্তর সঠিক দিয়েও নম্বর পায়নি ইতিহাস বিষয়ের এক পরীক্ষার্থী।২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত লড়াই করার পর বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সে।ইতিমধ্যে
স্কুল সার্ভিস কমিশনের ২০১২ সালের যে পরীক্ষা হয়েছিল তাতে ইতিহাসের ১০ টি প্রশ্নের উত্তর ভুল বলে জানিয়েছে NCRT তা সত্তেও কোন ব্যাবস্থা নেয়নি কমিশন। আজ বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দিলেন আগামী ৬ সপ্তাহের মধ্যে কমিশনকে হলফনামা দিয়ে জানাতে হবে উত্তর সঠিক দেওয়ার পরও কেন নম্বর পাবেনা ও?

চাকরিপ্রার্থী সুধৃতি গাঙ্গুলির আইনজীবী আশিস কুমার চৌধুরী জানালেন,২০১২ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসে সুধৃতি গাঙ্গুলি। তার বিষয় ছিল ইতিহাস। পরীক্ষার ফল বেরলে দেখা যায় সে অকৃতকার্য হয়েছে। এরপর রাইট টু ইনফরমেশন এক্টে উনি স্কুল সার্ভিস কমিশনের কাছে উত্তর জানতে চান। ওনার দাবি ১০টা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছেন উনি । কিন্ত স্কুল সার্ভিস কমিশান ঐ গুলোকে ভুল বলছে।১০টির মধ্যে চাইন্ড ডেভেলপমেন্টের ৬টি,বাংলার ২ টি এবং ইংরেজির ২ প্রশ্নের উত্তরে এই সমস্যা হয়।এরপর উনি এই প্রশ্নের উত্তর NCRTর কাছে জানতে চান।NCRT বিভিন্ন জায়াগা থেকে সেই উত্তর খুজে বের করে পাঠায় ২০১৮ সালে।সেখানে দেখা যায় উনি যে উত্তর গুলোকে সঠিক বলে দাবি করছেন সেগুলোই সঠিক। সার্ভিস কমিশনের উত্তর ভুল।এরপর উনি একটি বিবৃতি সহ এই সমস্ত নথি সার্ভিস কমিশনে পাঠান। কিন্ত সার্ভিস কমিশন কোন ব্যাবস্থা নেয়নি। বাধ্য হয়ে ২০১৮ সালেই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

আজ বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দিলেন, উত্তর সঠিক দেওয়ার পরও কেন উনি নম্বর পাবেন না? আগামী ৬ সপ্তাহের মধ্যে সার্ভিস কমিশনকে হলফনামা দিয়ে জানাতে হবে। Conclusion:
Last Updated : Apr 25, 2019, 7:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.