কলকাতা, 24 এপ্রিল : প্রশ্নের সঠিক উত্তর দিলেও নম্বর দেওয়া হয়নি । তা নিয়ে স্কুল সার্ভিস কমিশন (SSC)-র কাছে দ্বারস্থ হলেও সুরাহা মেলেনি । শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এক চাকরিপ্রার্থী । তারপর আজ হাইকোর্ট SSC-কে নির্দেশ দেয়, সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও কেন নম্বর দেওয়া হয়নি তা আগামী 6 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে ।
মামলাকারী সুধৃতি গাঙ্গুলির আইনজীবী আশিসকুমার চৌধুরি জানান, সুধৃতি 2012 সালে স্কুল সার্ভিস কমিশনের SLFT পরীক্ষা দিয়েছিলেন । তাঁর বিষয় ছিল ইতিহাস । রেজ়াল্ট প্রকাশিত হতে দেখা যায়, সুধৃতি পরীক্ষায় পাশ করেননি । পরে RTI করেন তিনি । প্রাথমিকভাবে তাঁর RTI-র জবাব দেওয়া হয়নি । পরে অ্যাপ্লেলেটের কাছে দ্বারস্থ হলে সুধৃতির কাছে উত্তরপত্র পাঠানো হয় । সেখানে দেখা যায়, 10 টি প্রশ্নের সঠিক দিলেও তাঁকে নম্বর দেওয়া হয়নি । তারপর SSC-র কাছে প্রশ্নগুলির সঠিক উত্তর জানতে চান সুধৃতি । তাঁর আইনজীবীর বক্তব্য, "2012 সালে সেই আবেদন করা হলেও গত বছর তার জবাব আসে । "
ইতিমধ্যে প্রশ্নগুলির সঠিক উত্তর জানতে NCRET-র দ্বারস্থ হন সুধৃতি । সেখানে দেখা যায়, সুধৃতির দেওয়া 10টি উত্তরই সঠিক । তা নিয়ে চিঠি পাঠানো হলেও SSC-র তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তারপর গত বছর কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সুধৃতি । তারপর বিচারপতি শম্পা সরকার নির্দেশ দেন, সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও নম্বর দেওয়া হয়নি কেন তা SSC-কে আগামী 6 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে ।