বহরমপুর, 4 জুলাই : খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা হল দুই ভাইয়ের । আজ বহরমপুর জেলা আদালতের পঞ্চম অতিরিক্ত দায়রা বিচারপতি সুজিত চক্রবর্তী এই সাজা শোনান । 2015-র 15 অগাস্ট চর উদয়নগরে ডাকাতিতে বাধা দিতে গিয়ে খুন হন হায়দার আলি । পাঁচ বছর পর সাজা ঘোষণায় খুশি মৃতের পরিবার । অবশ্য সাজাপ্রাপ্তদের আইনজীবী উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে ।
2015 সালের 15 অগাস্ট রাতে ডাকাতিতে বাধা দেওয়ায় দুস্কৃতীদের ধারাল অস্ত্রের আঘাতে মৃত্যু হয় হায়দার আলি মণ্ডলের । স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন মমতাজ বিবি । ঘটনার এক সপ্তাহের মধ্যে এলাকারই বাসিন্দা দুই ভাই সাল্টু মণ্ডল ও সাজিদুল মণ্ডলকে গ্রেপ্তার করে জলঙ্গি থানার পুলিশ । উদ্ধার হয় খুনে ব্যবহৃত অস্ত্রটি । দীর্ঘ 5 বছর ধরে বিচার প্রক্রিয়া চলছিল । দুই প্রত্যক্ষদর্শীর বয়ানের ওপর ভিত্তি করে বিচারক দু'জনকে দোষী সাব্যস্ত করেন । যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা করে জরিমানা করেন বিচারপতি । অনাদায়ে আরও ছ'মাসের অতিরিক্ত জেল হেপাজতের নির্দেশ দেন ।
একইসঙ্গে, মমতাজ বিবির ওপর হামলার ঘটনায় প্রত্যেকের তিন বছরের জেল হেপাজতের নির্দেশ । দু'টি সাজাই একসঙ্গে চলবে বলে উল্লেখ করা হয়েছে।