ETV Bharat / briefs

কোরোনায় রাজ্যে মৃত্যুর হার দেশের তুলনায় দ্বিগুণ : রাজু বিস্তা - BJP MP Raju Bista

কোরোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের ভূমিকার নিন্দা BJP সাংসদ রাজু বিস্তার । রাজ্যের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে । কিন্তু, রাজ্য সরকার সমস্যা সমাধানে আন্তরিক নয় । অভিযোগ বিস্তার ।

Raju bista
Raju bista
author img

By

Published : Jun 11, 2020, 3:16 PM IST

Updated : Jun 11, 2020, 3:34 PM IST

শিলিগুড়ি, 11জুন : কোরোনায় দেশের মৃত্যুহারের তুলনায় রাজ্যের মৃত্যুর হার দ্বিগুণ । অভিযোগ, দার্জিলিঙের BJP সাংসদ রাজু বিস্তার । আজ শিলিগুড়ির একাধিক হাসপাতাল ও কোয়ারানটিন সেন্টার পরিদর্শন করেন তিনি । তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন ।

আজ শিলিগুড়ি মহকুমার বাগডোগরা ও নকশালবাড়ি হাসপাতালে পরিদর্শনে যান রাজু বিস্তা । সেখান থেকে যান বাতাসি কোয়ারানটিন সেন্টারে । খতিয়ে দেখেন সেখানকার পরিস্থিতি । তাঁর সঙ্গে ছিলেন BJP সভাপতি প্রবীণ আগরওয়াল। রাজু বিস্তা বলেন, "কোরোনায় দেশের মৃত্যুহারের থেকে রাজ্যের মৃত্যুহার দ্বিগুণ । বহু অভিযোগ রয়েছে রাজ্যের ব্যবস্থাপনার বিরুদ্ধে । চাইলেই সমস্যার সমাধান করা যেত, কিন্তু রাজ্য সরকার সেই বিষয়ে আন্তরিক নয়। তাই সমস্যা থেকেই যাচ্ছে।"

সম্প্রতি দিল্লি থেকে রাজ্যে ফিরেছেন রাজু বিস্তা। রাজ্যে ফেরার পর হোম কোয়ারানটিনে ছিলেন তিনি । সোয়াব টেস্টে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে।

শিলিগুড়ি, 11জুন : কোরোনায় দেশের মৃত্যুহারের তুলনায় রাজ্যের মৃত্যুর হার দ্বিগুণ । অভিযোগ, দার্জিলিঙের BJP সাংসদ রাজু বিস্তার । আজ শিলিগুড়ির একাধিক হাসপাতাল ও কোয়ারানটিন সেন্টার পরিদর্শন করেন তিনি । তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন ।

আজ শিলিগুড়ি মহকুমার বাগডোগরা ও নকশালবাড়ি হাসপাতালে পরিদর্শনে যান রাজু বিস্তা । সেখান থেকে যান বাতাসি কোয়ারানটিন সেন্টারে । খতিয়ে দেখেন সেখানকার পরিস্থিতি । তাঁর সঙ্গে ছিলেন BJP সভাপতি প্রবীণ আগরওয়াল। রাজু বিস্তা বলেন, "কোরোনায় দেশের মৃত্যুহারের থেকে রাজ্যের মৃত্যুহার দ্বিগুণ । বহু অভিযোগ রয়েছে রাজ্যের ব্যবস্থাপনার বিরুদ্ধে । চাইলেই সমস্যার সমাধান করা যেত, কিন্তু রাজ্য সরকার সেই বিষয়ে আন্তরিক নয়। তাই সমস্যা থেকেই যাচ্ছে।"

সম্প্রতি দিল্লি থেকে রাজ্যে ফিরেছেন রাজু বিস্তা। রাজ্যে ফেরার পর হোম কোয়ারানটিনে ছিলেন তিনি । সোয়াব টেস্টে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে।

Last Updated : Jun 11, 2020, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.