শিলিগুড়ি, 11জুন : কোরোনায় দেশের মৃত্যুহারের তুলনায় রাজ্যের মৃত্যুর হার দ্বিগুণ । অভিযোগ, দার্জিলিঙের BJP সাংসদ রাজু বিস্তার । আজ শিলিগুড়ির একাধিক হাসপাতাল ও কোয়ারানটিন সেন্টার পরিদর্শন করেন তিনি । তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন ।
আজ শিলিগুড়ি মহকুমার বাগডোগরা ও নকশালবাড়ি হাসপাতালে পরিদর্শনে যান রাজু বিস্তা । সেখান থেকে যান বাতাসি কোয়ারানটিন সেন্টারে । খতিয়ে দেখেন সেখানকার পরিস্থিতি । তাঁর সঙ্গে ছিলেন BJP সভাপতি প্রবীণ আগরওয়াল। রাজু বিস্তা বলেন, "কোরোনায় দেশের মৃত্যুহারের থেকে রাজ্যের মৃত্যুহার দ্বিগুণ । বহু অভিযোগ রয়েছে রাজ্যের ব্যবস্থাপনার বিরুদ্ধে । চাইলেই সমস্যার সমাধান করা যেত, কিন্তু রাজ্য সরকার সেই বিষয়ে আন্তরিক নয়। তাই সমস্যা থেকেই যাচ্ছে।"
সম্প্রতি দিল্লি থেকে রাজ্যে ফিরেছেন রাজু বিস্তা। রাজ্যে ফেরার পর হোম কোয়ারানটিনে ছিলেন তিনি । সোয়াব টেস্টে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে।