ETV Bharat / briefs

তপ্ত সন্দেশখালি, কেন্দ্র-রাজ্যে ফের চাপানউতোর ! - TMC government

রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে সোমবার কালা দিবসের ডাক দিয়েছে BJP । তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । সন্দেহ নেই সোমবারের এই বৈঠকে অন্যতম ইশু হতে চলেছে সন্দেশখালি প্রসঙ্গ ।

তপ্ত সন্দেশখালি, কেন্দ্র-রাজ্যে ফের চাপানউতোর !
author img

By

Published : Jun 9, 2019, 11:36 PM IST

কলকাতা, 9 জুন : ফের কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে । সন্দেশখালি নিয়ে কেন্দ্রের ভূমিকায় ক্ষোভ প্রকাশ রাজ্য সরকারের ।

গতকাল সন্দেশখালি তৃণমূল-BJP সংঘর্ষে তপ্ত হয়ে ওঠে । প্রাণ হারান 4 জন । বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে ওঠে । দাবি-পালটা দাবি, দোষারোপ-পালটা দোষারোপে উত্তপ্ত থাকল রাজ্য-রাজনীতি । বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক । রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্র । সন্দেশখালির ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টার কসুর করেনি BJP ।

কিছুটা চাপে পড়ে পালটা কেন্দ্রকে আক্রমণ করার পথে তৃণমূল সরকার । কেন্দ্র রাজ্যের ব্যাপারে হস্তক্ষেপ করছে , চক্রান্ত করে রাজ্যের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে বলেও অভিযোগ তৃণমূলের । দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সরাসরি কেন্দ্রের ভূমিকা নিয়ে সমালোচনা করেন । সন্দেশখালি প্রসঙ্গে যেভাবে রাজ্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক উপদেশ দিয়েছেন তার তীব্র নিন্দা করেন পার্থ । বাংলায় BJP-র চক্রান্তে হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি । বাংলায় শান্তির পরিবেশ বজায় রয়েছে বলেও দাবি করেন শিক্ষামন্ত্রী । পার্থর দাবি, BJP-র অঙ্গুলি হেলনেই চলছে কেন্দ্রীয় সরকার ।

এই সংক্রান্ত আরও খবর : মমতার স্মৃতি কমেছে, নন্দীগ্রাম প্রসঙ্গ তুললেন মুকুল

উত্তরপ্রদেশ, গুজরাতের মতো রাজ্যের উদাহরণ টেনে কেন্দ্রকে আক্রমণ করতে পিছপা হননি পার্থ । তৃণমূল মহাসচিবের অভিযোগ, উত্তরপ্রদেশ-গুজরাতের মতো রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে । সম্প্রতি একাধিক অপ্রীতিকর ঘটনা সামনেও এসেছে এই সব রাজ্যে । সেইসব রাজ্যের বিষয়ে কেন্দ্রের ভূমিকা আর বাংলার প্রতি কেন্দ্রের ভূমিকা একরকম নয় ।

এই সংক্রান্ত আরও খবর : পিছু হটল BJP, সন্দেশখালিতেই দেহ সৎকারের সিদ্ধান্ত

এদিকে আজই সন্দেশখালির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক । গোটা ঘটনার রিপোর্ট চায় । সেইমতো আজই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সন্দেশখালির ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠিয়েছে রাজ্য । পাশাপাশি গতকালের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও যে ক্ষোভ শোনা গেছিল, তা উড়িয়ে দিয়েছে রাজ্য । গাফিলতির কোনও অভিযোগ নেই বলেই দাবি করেছেন রাজ্যের মুখ্যসচিব মলয় দে । দুষ্কৃতী তাণ্ডবেই সন্দেশখালি তপ্ত হয় বলেও রিপোর্টে দাবি করা হয়েছে । একইসঙ্গে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম ব্যবস্থাই নিয়েছে রাজ্য প্রশাসন ।

এই সংক্রান্ত আরও খবর : সন্দেশখালি ইশু : রাজ্যপালের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা

রাজ্য সরকার যখন সন্দেশখালির ঘটনায় কেন্দ্র তথা BJP-কে কাঠগড়ায় তুলছে তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা করার অভিযোগ আনল গেরুয়া শিবির । একসময় তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায় সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে । নন্দীগ্রাম প্রসঙ্গকে সামনে এনে মমতাকে খোঁচা দিতেও ছাড়েননি মুকুল । তাঁর দাবি, নন্দীগ্রাম গণহত্যার সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে যে ভূমিকায় দেখা গেছিল, বর্তমান মুখ্যমন্ত্রীকে সেভাবেই দেখা যাচ্ছে । নন্দীগ্রামের স্মৃতি মমতা ভুলে গেছেন বলেও কটাক্ষ করতে শোনা গেছে মুকুলকে ।

এই সংক্রান্ত আরও খবর : একরাতেই সন্দেশখালিতে শ্মশানের নিস্তব্ধতা !

আজ সকাল থেকেই সন্দেশখালি ইশুতে তৃণমূল-BJP তরজা চরমে ওঠে । পরিস্থিতি খতিয়ে দেখতে দুই দলের প্রতিনিধি দলই ঘটনাস্থানে যায় । নিহত BJP কর্মী-সমর্থকদের দেহ নিয়ে কলকাতায় আসার চেষ্টা করেন দিলীপ ঘোষেরা । মাঝপথে তাঁদের আটকায় পুলিশ । আর তারপরেই রাস্তায় চিতা সাজিয়ে সৎকারের ব্যবস্থা শুরু করে BJP কর্মীরা । পুলিশের সঙ্গে বাগবিতন্ডায় জড়ায় লকেট চট্টোপাধ্যায়ের মতো BJP নেতারা । যদিও পরিস্থিতির চাপে পড়ে শেষ পর্যন্ত পিছু হটে তাঁরা । সন্দেশখালিতে রাতেই সৎকার করা হয় নিহত BJP কর্মীদের ।

এই সংক্রান্ত আরও খবর : দেহ সৎকার নিয়ে ধুন্ধুমার, রাজ্যজুড়ে কালা দিবস পালন আগামিকাল

রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে সোমবার কালা দিবসের ডাক দিয়েছে BJP । তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । সন্দেহ নেই সোমবারের এই বৈঠকে অন্যতম ইশু হতে চলেছে সন্দেশখালি প্রসঙ্গ । রাজ্যপাল প্রধানমন্ত্রীকে কী রিপোর্ট দেন তার উপর অনেকটাই নির্ভর করছে আগামী দিনে কোন পথে এগোবে রাজ্য-কেন্দ্র সম্পর্ক ।

এই সংক্রান্ত আরও খবর : সন্দেশখালির ঘটনার প্রতিবাদে লালবাজার অভিযান BJP-র

লোকসভা ভোটের পর যখন মনে করা হচ্ছিল রাজ্যে কিছুটা হলেও কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায় তখনই কেন্দ্রের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী । প্রথমে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান বাতিল করা, তারপর নীতি আয়োগের বৈঠকে না গিয়ে মমতা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধই তাঁর একমাত্র রণকৌশল । এরই মধ্যে সন্দেশখালির ঘটনা নিয়ে চাপ তৈরি করে BJP । ফের কেন্দ্র বিরোধিতার পথেই তৃণমূল ।

কলকাতা, 9 জুন : ফের কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে । সন্দেশখালি নিয়ে কেন্দ্রের ভূমিকায় ক্ষোভ প্রকাশ রাজ্য সরকারের ।

গতকাল সন্দেশখালি তৃণমূল-BJP সংঘর্ষে তপ্ত হয়ে ওঠে । প্রাণ হারান 4 জন । বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে ওঠে । দাবি-পালটা দাবি, দোষারোপ-পালটা দোষারোপে উত্তপ্ত থাকল রাজ্য-রাজনীতি । বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক । রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্র । সন্দেশখালির ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টার কসুর করেনি BJP ।

কিছুটা চাপে পড়ে পালটা কেন্দ্রকে আক্রমণ করার পথে তৃণমূল সরকার । কেন্দ্র রাজ্যের ব্যাপারে হস্তক্ষেপ করছে , চক্রান্ত করে রাজ্যের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে বলেও অভিযোগ তৃণমূলের । দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সরাসরি কেন্দ্রের ভূমিকা নিয়ে সমালোচনা করেন । সন্দেশখালি প্রসঙ্গে যেভাবে রাজ্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক উপদেশ দিয়েছেন তার তীব্র নিন্দা করেন পার্থ । বাংলায় BJP-র চক্রান্তে হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি । বাংলায় শান্তির পরিবেশ বজায় রয়েছে বলেও দাবি করেন শিক্ষামন্ত্রী । পার্থর দাবি, BJP-র অঙ্গুলি হেলনেই চলছে কেন্দ্রীয় সরকার ।

এই সংক্রান্ত আরও খবর : মমতার স্মৃতি কমেছে, নন্দীগ্রাম প্রসঙ্গ তুললেন মুকুল

উত্তরপ্রদেশ, গুজরাতের মতো রাজ্যের উদাহরণ টেনে কেন্দ্রকে আক্রমণ করতে পিছপা হননি পার্থ । তৃণমূল মহাসচিবের অভিযোগ, উত্তরপ্রদেশ-গুজরাতের মতো রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে । সম্প্রতি একাধিক অপ্রীতিকর ঘটনা সামনেও এসেছে এই সব রাজ্যে । সেইসব রাজ্যের বিষয়ে কেন্দ্রের ভূমিকা আর বাংলার প্রতি কেন্দ্রের ভূমিকা একরকম নয় ।

এই সংক্রান্ত আরও খবর : পিছু হটল BJP, সন্দেশখালিতেই দেহ সৎকারের সিদ্ধান্ত

এদিকে আজই সন্দেশখালির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক । গোটা ঘটনার রিপোর্ট চায় । সেইমতো আজই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সন্দেশখালির ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠিয়েছে রাজ্য । পাশাপাশি গতকালের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও যে ক্ষোভ শোনা গেছিল, তা উড়িয়ে দিয়েছে রাজ্য । গাফিলতির কোনও অভিযোগ নেই বলেই দাবি করেছেন রাজ্যের মুখ্যসচিব মলয় দে । দুষ্কৃতী তাণ্ডবেই সন্দেশখালি তপ্ত হয় বলেও রিপোর্টে দাবি করা হয়েছে । একইসঙ্গে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম ব্যবস্থাই নিয়েছে রাজ্য প্রশাসন ।

এই সংক্রান্ত আরও খবর : সন্দেশখালি ইশু : রাজ্যপালের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা

রাজ্য সরকার যখন সন্দেশখালির ঘটনায় কেন্দ্র তথা BJP-কে কাঠগড়ায় তুলছে তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা করার অভিযোগ আনল গেরুয়া শিবির । একসময় তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায় সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে । নন্দীগ্রাম প্রসঙ্গকে সামনে এনে মমতাকে খোঁচা দিতেও ছাড়েননি মুকুল । তাঁর দাবি, নন্দীগ্রাম গণহত্যার সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে যে ভূমিকায় দেখা গেছিল, বর্তমান মুখ্যমন্ত্রীকে সেভাবেই দেখা যাচ্ছে । নন্দীগ্রামের স্মৃতি মমতা ভুলে গেছেন বলেও কটাক্ষ করতে শোনা গেছে মুকুলকে ।

এই সংক্রান্ত আরও খবর : একরাতেই সন্দেশখালিতে শ্মশানের নিস্তব্ধতা !

আজ সকাল থেকেই সন্দেশখালি ইশুতে তৃণমূল-BJP তরজা চরমে ওঠে । পরিস্থিতি খতিয়ে দেখতে দুই দলের প্রতিনিধি দলই ঘটনাস্থানে যায় । নিহত BJP কর্মী-সমর্থকদের দেহ নিয়ে কলকাতায় আসার চেষ্টা করেন দিলীপ ঘোষেরা । মাঝপথে তাঁদের আটকায় পুলিশ । আর তারপরেই রাস্তায় চিতা সাজিয়ে সৎকারের ব্যবস্থা শুরু করে BJP কর্মীরা । পুলিশের সঙ্গে বাগবিতন্ডায় জড়ায় লকেট চট্টোপাধ্যায়ের মতো BJP নেতারা । যদিও পরিস্থিতির চাপে পড়ে শেষ পর্যন্ত পিছু হটে তাঁরা । সন্দেশখালিতে রাতেই সৎকার করা হয় নিহত BJP কর্মীদের ।

এই সংক্রান্ত আরও খবর : দেহ সৎকার নিয়ে ধুন্ধুমার, রাজ্যজুড়ে কালা দিবস পালন আগামিকাল

রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে সোমবার কালা দিবসের ডাক দিয়েছে BJP । তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । সন্দেহ নেই সোমবারের এই বৈঠকে অন্যতম ইশু হতে চলেছে সন্দেশখালি প্রসঙ্গ । রাজ্যপাল প্রধানমন্ত্রীকে কী রিপোর্ট দেন তার উপর অনেকটাই নির্ভর করছে আগামী দিনে কোন পথে এগোবে রাজ্য-কেন্দ্র সম্পর্ক ।

এই সংক্রান্ত আরও খবর : সন্দেশখালির ঘটনার প্রতিবাদে লালবাজার অভিযান BJP-র

লোকসভা ভোটের পর যখন মনে করা হচ্ছিল রাজ্যে কিছুটা হলেও কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায় তখনই কেন্দ্রের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী । প্রথমে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান বাতিল করা, তারপর নীতি আয়োগের বৈঠকে না গিয়ে মমতা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধই তাঁর একমাত্র রণকৌশল । এরই মধ্যে সন্দেশখালির ঘটনা নিয়ে চাপ তৈরি করে BJP । ফের কেন্দ্র বিরোধিতার পথেই তৃণমূল ।

Colombo (Sri Lanka), June 09 (ANI): Prime Minister Narendra Modi greeted people after his address at India House in Colombo. He addressed the Indian community and expressed his pleasure at meeting the Indian community.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.