কলকাতা, 22 মে : তৃণমূল কংগ্রেসের দুই বিদায়ী সাংসদ তথা এবারের লোকসভা ভোটের প্রার্থী BJP-তে যোগ দিতে চেয়েছেন বলে এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যম খবর করেছে । সেই খবরে রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে । যদিও ওই খবরকে ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন তৃণমূলের সাংসদ তথা দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় । তিনি বলেন, "এটা অসত্য । তৃণমূলের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা । ভোটে লড়াই করার পরে কেন দল ছেড়ে যেতে চাইবে ?"
লোকসভা ভোট শেষ হয়েছে, গণনা 23 মে । ইতিমধ্যে প্রায় সমস্ত এগজ়িট পোল এগিয়ে রেখেছে BJP নেতৃত্বাধীন NDA জোটকে । এগজ়িট পোলের পূর্বাভাস যদি মিলে যায়, তাহলে তৃণমূলের কয়েকজন নেতা দলত্যাগ করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল । এই পরিস্থিতিতে গতকাল ওই বৈদ্যুতিন সংবাদমাধ্যম দাবি করে, তৃণমূলের দুই সাংসদ তথা দলের গুরুত্বপূর্ণ দুই প্রার্থী ২৩ মে'র পরে BJP-তে যোগ দিতে চেয়েছেন । যদিও তাঁদের নাম প্রকাশ্যে আনেনি সংবাদমাধ্যম ।
এই দাবি ভিত্তিহীন বলে সৌগতবাবু ETV ভারতকে বলেন, "ভোটে লড়াই করার পরে কেন যেতে চাইবে ? এটা অসত্য, তৃণমূলের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা। "