ETV Bharat / briefs

"অনুব্রত মণ্ডল সাংস্কৃতিকভাবে অশিক্ষিত ও অসভ্য"

author img

By

Published : Apr 8, 2019, 12:56 AM IST

Updated : Apr 8, 2019, 8:04 AM IST

বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে সাংস্কৃতিকভাবে অশিক্ষিত ও অসভ্য বলে কটাক্ষ বোলপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রামকৃষ্ণ দাসের। গতকাল লোকসভা নির্বাচনে দলের প্রচারসূচি ঘোষণা করেন তিনি। সেখানেই অনুব্রতকে আক্রমণ করেন।

রামকৃষ্ণ দাস

বোলপুর, 8 এপ্রিল: অনুব্রত মণ্ডলকে সাংস্কৃতিকভাবে অশিক্ষিত ও অসভ্য বলে কটাক্ষ করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রামকৃষ্ণ দাস। গতকাল বোলপুরে এক সাংবাদিক বৈঠকে লোকসভা নির্বাচনে দলের প্রচারসূচি ঘোষণা করেন তিনি। হাজির ছিলেন বীরভূম জেলা BJP-র সহ সভাপতি দিলীপ ঘোষও।

পরে রামকৃষ্ণ দাস বলেন, "যেখানেই প্রচারে যাচ্ছি মানুষের ভালো সাড়া পাচ্ছি। অনুব্রত মণ্ডলের হুমকি মানসিকতার জন্য BJP আরও ভালো জায়গায় চলে গেছে। পাঁচন, নকুলদানা এই সব কথাবার্তা বলা মানে গণতন্ত্রকে অসম্মান করা। মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। মানুষ একটা সুযোগের অপেক্ষা আছে। এর জবাব ব্যালটের মাধ্যমেই দেবে।"

রামকৃষ্ণ দাসের বক্তব্য

প্রার্থী হওয়ার পর পুজো দিয়ে, ঢাক বাজিয়ে প্রচার শুরু করেছিলেন রামকৃষ্ণ দাস। সেই বিষয়কে কটাক্ষ করে অনুব্রত মণ্ডল বলেছিলেন, "ভালো ঢাক বাজায় শুনেছি। ভোটে জিতে ঢাক বায়না করে দেব। আমাদের বিজয় মিছিলে বাজাবে।" অনুব্রতর ওই মন্তব্যের জবাবে রামকৃষ্ণ দাস বলেন, "এই ধরনের অরাজনৈতিক কথাবার্তার জবাব দেওয়ার প্রয়োজন নেই।"

বোলপুর, 8 এপ্রিল: অনুব্রত মণ্ডলকে সাংস্কৃতিকভাবে অশিক্ষিত ও অসভ্য বলে কটাক্ষ করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রামকৃষ্ণ দাস। গতকাল বোলপুরে এক সাংবাদিক বৈঠকে লোকসভা নির্বাচনে দলের প্রচারসূচি ঘোষণা করেন তিনি। হাজির ছিলেন বীরভূম জেলা BJP-র সহ সভাপতি দিলীপ ঘোষও।

পরে রামকৃষ্ণ দাস বলেন, "যেখানেই প্রচারে যাচ্ছি মানুষের ভালো সাড়া পাচ্ছি। অনুব্রত মণ্ডলের হুমকি মানসিকতার জন্য BJP আরও ভালো জায়গায় চলে গেছে। পাঁচন, নকুলদানা এই সব কথাবার্তা বলা মানে গণতন্ত্রকে অসম্মান করা। মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। মানুষ একটা সুযোগের অপেক্ষা আছে। এর জবাব ব্যালটের মাধ্যমেই দেবে।"

রামকৃষ্ণ দাসের বক্তব্য

প্রার্থী হওয়ার পর পুজো দিয়ে, ঢাক বাজিয়ে প্রচার শুরু করেছিলেন রামকৃষ্ণ দাস। সেই বিষয়কে কটাক্ষ করে অনুব্রত মণ্ডল বলেছিলেন, "ভালো ঢাক বাজায় শুনেছি। ভোটে জিতে ঢাক বায়না করে দেব। আমাদের বিজয় মিছিলে বাজাবে।" অনুব্রতর ওই মন্তব্যের জবাবে রামকৃষ্ণ দাস বলেন, "এই ধরনের অরাজনৈতিক কথাবার্তার জবাব দেওয়ার প্রয়োজন নেই।"

sample description
Last Updated : Apr 8, 2019, 8:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.