ETV Bharat / briefs

ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং পছন্দ নয়, অঙ্কের শিক্ষিকা হতে চায় মাধ্যমিকে দশম অঙ্কিতা - শিক্ষিকা

হাবরা শহরের শ্রীনগরের বাসিন্দা অঙ্কিতা । সে ডাক্তার বা ইঞ্জিনিয়র হতে চায় না । বলে, "ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পছন্দ নয়, শিক্ষিকা হতে চাই ।" অঙ্কিতা রাজনীতি পছন্দ করে না । রাজনীতির জন্য বিদ্যাসাগরের মূর্তি ভাঙার নিন্দাও করে সে ।

অঙ্কিতা কুণ্ডু
author img

By

Published : May 22, 2019, 11:00 AM IST

Updated : May 22, 2019, 12:28 PM IST

হাবরা, 22 মে : অঙ্কের শিক্ষিকা হতে চায় মাধ্যমিকে দশম হাবরার অঙ্কিতা কুণ্ডু । তার প্রাপ্ত নম্বর 681 । সে হাবরা কামিনীকুমার বালিকা বিদ্যালয়ের ছাত্রী । টিভির পরদায় নিজের নাম শুনে প্রথমে বিশ্বাসই করতে পারেনি অঙ্কিতা । তারপরই শুভেচ্ছা ফোন আসতে শুরু করে ।

হাবরা শহরের শ্রীনগরের বাসিন্দা অঙ্কিতা । সে ডাক্তার বা ইঞ্জিনিয়র হতে চায় না । বলে, "ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পছন্দ নয়, শিক্ষিকা হতে চাই ।" অঙ্কিতা রাজনীতি পছন্দ করে না । রাজনীতির জন্য বিদ্যাসাগরের মূর্তি ভাঙার নিন্দাও করে সে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পড়াশোনা ছাড়াও আঁকতে ভালোবাসে অঙ্কিতা । পড়তে পড়তে কার্টুনও আঁকে । পরবর্তী মাধ্যমিক পরীক্ষার্থীদের সে পাঠ্য বই খুঁটিয়ে পড়ার পরামর্শ দেয় । তার মতে, টেনশন না নিয়ে কঠোর পরিশ্রম করলেই সাফল্য মিলবে ।

হাবরা, 22 মে : অঙ্কের শিক্ষিকা হতে চায় মাধ্যমিকে দশম হাবরার অঙ্কিতা কুণ্ডু । তার প্রাপ্ত নম্বর 681 । সে হাবরা কামিনীকুমার বালিকা বিদ্যালয়ের ছাত্রী । টিভির পরদায় নিজের নাম শুনে প্রথমে বিশ্বাসই করতে পারেনি অঙ্কিতা । তারপরই শুভেচ্ছা ফোন আসতে শুরু করে ।

হাবরা শহরের শ্রীনগরের বাসিন্দা অঙ্কিতা । সে ডাক্তার বা ইঞ্জিনিয়র হতে চায় না । বলে, "ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পছন্দ নয়, শিক্ষিকা হতে চাই ।" অঙ্কিতা রাজনীতি পছন্দ করে না । রাজনীতির জন্য বিদ্যাসাগরের মূর্তি ভাঙার নিন্দাও করে সে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পড়াশোনা ছাড়াও আঁকতে ভালোবাসে অঙ্কিতা । পড়তে পড়তে কার্টুনও আঁকে । পরবর্তী মাধ্যমিক পরীক্ষার্থীদের সে পাঠ্য বই খুঁটিয়ে পড়ার পরামর্শ দেয় । তার মতে, টেনশন না নিয়ে কঠোর পরিশ্রম করলেই সাফল্য মিলবে ।

অনলাইন পরিকাঠামোর অভাবে ঘোজাডাঙা সীমান্ত বাণিজ্য বন্ধ, কয়েকশো পণ্যবাহী ট্রাক সীমান্তে দাঁড়িয়ে, ক্ষতি প্রায় কোটি টাকা বসিরহাট ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে মঙ্গলবার সকাল থেকে সীমান্ত বাণিজ্য আমদানি রপ্তানি বন্ধ করেছে ব্যবসায়ীরা। অভিযোগ চলতি মাসের ১৩ই মে হঠাৎই কেন্দ্র সরকারের তরফ থেকে অনলাইন পরিষেবা সঙ্গে যুক্ত করতে হবে ব্যবসায়ীদের। এধরনের বাণিজ‍্যের প্রতিবাদে সকাল থেকে সীমান্ত ট্রাক বন্ধ করে ব্যবসায়ীরা। প্রতিবাদ-বিক্ষোভ চলতে থাকে। অবশেষে বাণিজ্য বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে শতাধিক ব্যবসায়ী। এর ফলে সীমান্ত বাণিজ্য আমদানি রপ্তানি বন্ধ হয়ে পড়েছে। দাঁড়িয়ে আছে পাঁচ হাজারেরও পণ্যবাহী ট্রাক। একদিকে তাপপ্রবাহ অন্যদিকে কাঁচামাল, ফল, কমলালেবু, পেঁয়াজ, সবজি ও মাছ যত সময় যাচ্ছে পচন শুরু হবে। ক্ষতির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়বে। ঘোজাডাঙ্গা কাস্টমস আধিকারিক পি.টি. ভুটিয়া জানিয়েছেন যে ভাবে তাদের আছে কেন্দ্র সরকার থেকে নির্দেশিকা এসেছে তারা সেই ভাবে অনলাইন প্রক্রিয়া শুরু করেছে। তাদের এ ব্যাপারে আর কিছু বলার নেই। সমস্যায় পড়েছে আমদানি-রপ্তানি সংস্থার ব্যবসায়ীরা। ঘোজাডাঙ্গা আমদানি ও রপ্তানি সংস্থার সম্পাদক মিহির ঘোষ বলেন, যেভাবে অনলাইন প্রক্রিয়া শুরু করেছেন তাতে সময় লাগবে, যার জন্য আমদানি ও রপ্তানি প্রক্রিয়া থমকে যাবে। ফলে ক্ষতির মুখে পড়তে হবে ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকদের। এমনকি এর সঙ্গে যুক্ত যেসব ছোট-বড় ক্ষুদ্র ব্যবসায়ী বড় ক্ষতির মুখে পড়তে হবে দ্রুত সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে।
Last Updated : May 22, 2019, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.