হাবরা, 22 মে : অঙ্কের শিক্ষিকা হতে চায় মাধ্যমিকে দশম হাবরার অঙ্কিতা কুণ্ডু । তার প্রাপ্ত নম্বর 681 । সে হাবরা কামিনীকুমার বালিকা বিদ্যালয়ের ছাত্রী । টিভির পরদায় নিজের নাম শুনে প্রথমে বিশ্বাসই করতে পারেনি অঙ্কিতা । তারপরই শুভেচ্ছা ফোন আসতে শুরু করে ।
হাবরা শহরের শ্রীনগরের বাসিন্দা অঙ্কিতা । সে ডাক্তার বা ইঞ্জিনিয়র হতে চায় না । বলে, "ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পছন্দ নয়, শিক্ষিকা হতে চাই ।" অঙ্কিতা রাজনীতি পছন্দ করে না । রাজনীতির জন্য বিদ্যাসাগরের মূর্তি ভাঙার নিন্দাও করে সে ।
পড়াশোনা ছাড়াও আঁকতে ভালোবাসে অঙ্কিতা । পড়তে পড়তে কার্টুনও আঁকে । পরবর্তী মাধ্যমিক পরীক্ষার্থীদের সে পাঠ্য বই খুঁটিয়ে পড়ার পরামর্শ দেয় । তার মতে, টেনশন না নিয়ে কঠোর পরিশ্রম করলেই সাফল্য মিলবে ।