ETV Bharat / briefs

বায়ুসেনার ভেঙে পড়া বিমানের 13 যাত্রীর দেহ ও ব্ল্যাক বক্স উদ্ধার

3 জুন বিমানটি নিখোঁজ হয়ে যায় । তারপর মঙ্গলবার বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয় ।

author img

By

Published : Jun 13, 2019, 7:53 PM IST

ঘটনাস্থান

দিল্লি, 13 জুন : ভারতীয় বায়ুসেনার AN-৩২ বিমান দুর্ঘটনায় 13 জনেরই মৃত্যু হয়েছে । তাঁদের সবার দেহ উদ্ধার হয়েছে । উদ্ধার হয়েছে বিমানটির ব্ল্যাক বক্সও ।

3 জুন বেলা 12টা 25 মিনিটে অসমের যোরহাট থেকে ভারতীয় বায়ুসেনার অ্যান্টোনোভ An-32 বিমানটি ছেড়েছিল । বিমানটিতে যাত্রী ছিল 13 জন । সেটির গন্তব্য ছিল অরুণাচল প্রদেশের মেচুকার মিলিটারি ল্যান্ডিং স্ট্রিপ । দুপুর একটার সময় বিমানটির সঙ্গে শেষবার যোগাযোগ করেছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল । তারপর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল । মঙ্গলবার অরুণাচলের সিয়াং জেলার পায়ুম সার্কেলে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয় । এরপর আজ দুর্ঘটনাস্থান থেকে 13 জনেরই দেহ উদ্ধার করা হয় । হেলিকপ্টারে করে মৃতদেহগুলি আনা হচ্ছে ।

বায়ুসেনার তরফে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করা হয়েছে । লেখা হয়, "যোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছে ভারতীয় বায়ুসেনা । "

দিল্লি, 13 জুন : ভারতীয় বায়ুসেনার AN-৩২ বিমান দুর্ঘটনায় 13 জনেরই মৃত্যু হয়েছে । তাঁদের সবার দেহ উদ্ধার হয়েছে । উদ্ধার হয়েছে বিমানটির ব্ল্যাক বক্সও ।

3 জুন বেলা 12টা 25 মিনিটে অসমের যোরহাট থেকে ভারতীয় বায়ুসেনার অ্যান্টোনোভ An-32 বিমানটি ছেড়েছিল । বিমানটিতে যাত্রী ছিল 13 জন । সেটির গন্তব্য ছিল অরুণাচল প্রদেশের মেচুকার মিলিটারি ল্যান্ডিং স্ট্রিপ । দুপুর একটার সময় বিমানটির সঙ্গে শেষবার যোগাযোগ করেছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল । তারপর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল । মঙ্গলবার অরুণাচলের সিয়াং জেলার পায়ুম সার্কেলে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয় । এরপর আজ দুর্ঘটনাস্থান থেকে 13 জনেরই দেহ উদ্ধার করা হয় । হেলিকপ্টারে করে মৃতদেহগুলি আনা হচ্ছে ।

বায়ুসেনার তরফে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করা হয়েছে । লেখা হয়, "যোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছে ভারতীয় বায়ুসেনা । "

New Delhi, June 13 (ANI): The Centre and Indian Space Research Organisation (ISRO) on Thursday made a massive announcement that India will send its first manned space mission in by 2022 when the country marks 75th year of independence.While addressing a joint press conference with and Union Minister of State for Atomic Energy and Space, Dr Jitendra Singh said, "On eve of 75th Independence anniversary of India in 2022, ISRO has resolved to send its first human Mission into space, it could be before 2022, which will have 2-3 crew members."He further added, "It's a purely 'Make in India' mission." To monitor India's ambitious mission Gaganyaan National Advisory Council has been formed.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.