জলপাইগুড়ি, 14 জুলাই: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক নেত্রীকে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠল । প্রতিবাদে জলপাইগুড়ি থানার গেটে বিক্ষোভ দেখালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকরা। তাঁদের দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা ।
অভিযোগ, গতরাতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেত্রী মধুরিমা চন্দকে প্রাণে মারার চেষ্টা করা হয় । মনে করা হচ্ছে, কয়েকদিন আগে ABVP-তে শতাধিক পড়ুয়া যোগদান করার পর তৃণমূলের কয়েকজন নেতা মধুরিমাকে হামলার ছক কষে । গতরাতে মধুরিমা পান্ডা পাড়ার বাড়ি থেকে যখন বের হচ্ছিলেন সেই সময় তাঁর স্কুটিতে ধাক্কা দেয় দুষ্কৃতীরা । পড়ে গিয়ে জখম হন মধুরিমা । এরপর আহত অবস্থায় তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ABVP-র পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সুপ্রতীম নাগ বলেন, "শাসক দলের কয়েকজন দুষ্কৃতী মধুরিমার উপর হামলা চালায় । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানায় এসে বিক্ষোভ দেখালাম আমরা। " অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।