ETV Bharat / briefs

কোহলি না স্মিথ, কে সেরা, কী বললেন ফিঞ্চ ? - Aaron finch

বিরাট কোহলি ও স্টিভ স্মিথ এর মধ্যে কে সেরা ব্যাটসম্যান ? এ নিয়ে তর্ক কিছু কম হয়নি । তবে এবার নিজের মতামত জানালেন অস্ট্রেলিয়া ওয়ান ডে দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ ।

Image
Steve Smith and virat kohli
author img

By

Published : Jun 7, 2020, 9:38 PM IST

মুম্বই, 7 জুন : বিরাট কোহলি না স্টিভ স্মিথ, বর্তমান ক্রিকেট বিশ্বে সেরা ক্রিকেটার কে ? প্রশ্ন করা হয়েছিল অস্ট্রেলিয়ান ওয়ান ডে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে । ক্রিকেটের তিন ফরম্যাটে বিভাজন করে এর জবাব দিলেন এই অজি ক্রিকেটার।

প্রথমেই অ্যারন ফিঞ্চ টেস্ট ক্রিকেটে তুলনা করেছেন। ফিঞ্চ বলেন, “ হোম ও অ্যাওয়ে ম্যাচে এই দু’জনের রেকর্ড দুর্দান্ত ।” তবে কয়েক বছর আগে ইংল্যান্ডের মাটিতে অ্যান্ডারসনের বিরুদ্ধে সমস্যায় পড়তে হয়েছিল বিরাটকে । সে কথা উল্লেখ করে ফিঞ্চ বলেন, আন্ডারসনের বিরুদ্ধে প্রথমে বিরাট সমস্যায় পড়লেও স্মিথ সেভাবে কখনও কোথাও কোনও সমস্যায় পড়েননি ।" টেস্টে স্মিথকে অবিশ্বাস্য ক্রিকেটার বলেও আখ্যা দেন তিনি । ফিঞ্চ বলেন, “ সারা বিশ্বে এই দুই ক্রিকেটার তাদের দাপট দেখিয়ে চলেছে । কখনও-সখনও দ্রুত আউট হয়েছে ঠিকই, তবে বেশিরভাগ সময়ই ব্যাটে বড় রান করেছে। ” তাই টেস্ট ক্রিকেটে বিরাট থেকে স্মিথকে খানিকটা এগিয়ে রাখছেন ফিঞ্চ ।

ওয়ানডে ক্রিকেটে দু’জনের মধ্যে বিরাট কে এগিয়ে রেখেছেন ফিঞ্চ। তিনি বলেন, “বিরাট যখন কেরিয়ার শেষ করবে, তখন সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার হয়ে উঠবে। ওর বিরুদ্ধে খেলা সব সময় কঠিন। সচিন তেন্ডুলকর সেঞ্চুরি ও রানের সংখ্যায় এগিয়ে আছে, তবে রান তাড়া করার সময় বিরাট দুর্দান্ত।”

টি-20 ক্রিকেটে এই দু’জনের মধ্যে বিরাটকেই এগিয়ে রাখলেন ফিঞ্চ । দুজনে তুলনা করতে গিয়ে তিনি বলেন, “ বিরাট এই ফরম্যাটে অনেক বেশি খেলেছে । তবে দু’জনেই দলকে টানতে পারে, জিতিয়ে ফেরার ক্ষমতা রাখে, রীতিমতো আগ্রাসী মেজাজে ব্যাট করতে পারে।”

মুম্বই, 7 জুন : বিরাট কোহলি না স্টিভ স্মিথ, বর্তমান ক্রিকেট বিশ্বে সেরা ক্রিকেটার কে ? প্রশ্ন করা হয়েছিল অস্ট্রেলিয়ান ওয়ান ডে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে । ক্রিকেটের তিন ফরম্যাটে বিভাজন করে এর জবাব দিলেন এই অজি ক্রিকেটার।

প্রথমেই অ্যারন ফিঞ্চ টেস্ট ক্রিকেটে তুলনা করেছেন। ফিঞ্চ বলেন, “ হোম ও অ্যাওয়ে ম্যাচে এই দু’জনের রেকর্ড দুর্দান্ত ।” তবে কয়েক বছর আগে ইংল্যান্ডের মাটিতে অ্যান্ডারসনের বিরুদ্ধে সমস্যায় পড়তে হয়েছিল বিরাটকে । সে কথা উল্লেখ করে ফিঞ্চ বলেন, আন্ডারসনের বিরুদ্ধে প্রথমে বিরাট সমস্যায় পড়লেও স্মিথ সেভাবে কখনও কোথাও কোনও সমস্যায় পড়েননি ।" টেস্টে স্মিথকে অবিশ্বাস্য ক্রিকেটার বলেও আখ্যা দেন তিনি । ফিঞ্চ বলেন, “ সারা বিশ্বে এই দুই ক্রিকেটার তাদের দাপট দেখিয়ে চলেছে । কখনও-সখনও দ্রুত আউট হয়েছে ঠিকই, তবে বেশিরভাগ সময়ই ব্যাটে বড় রান করেছে। ” তাই টেস্ট ক্রিকেটে বিরাট থেকে স্মিথকে খানিকটা এগিয়ে রাখছেন ফিঞ্চ ।

ওয়ানডে ক্রিকেটে দু’জনের মধ্যে বিরাট কে এগিয়ে রেখেছেন ফিঞ্চ। তিনি বলেন, “বিরাট যখন কেরিয়ার শেষ করবে, তখন সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার হয়ে উঠবে। ওর বিরুদ্ধে খেলা সব সময় কঠিন। সচিন তেন্ডুলকর সেঞ্চুরি ও রানের সংখ্যায় এগিয়ে আছে, তবে রান তাড়া করার সময় বিরাট দুর্দান্ত।”

টি-20 ক্রিকেটে এই দু’জনের মধ্যে বিরাটকেই এগিয়ে রাখলেন ফিঞ্চ । দুজনে তুলনা করতে গিয়ে তিনি বলেন, “ বিরাট এই ফরম্যাটে অনেক বেশি খেলেছে । তবে দু’জনেই দলকে টানতে পারে, জিতিয়ে ফেরার ক্ষমতা রাখে, রীতিমতো আগ্রাসী মেজাজে ব্যাট করতে পারে।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.