নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: অপরাধ মন্দির থেকে প্রসাদ তুলে খেয়েছিল সে ৷ তার জেরে 26 বছর বয়সি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল দিল্লিতে । ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির নন্দ নগরী এলাকায় ৷ নিহতের নাম ঈশান বলে জানা গিয়েছে । অভিযোগ, মন্দির থেকে প্রসাদ তুলে খেয়েছিলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন দুষ্কৃতী তাঁকে খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে । কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাড়িতে পৌঁছন যুবক । কিছুক্ষণ পরে তাঁর স্বাস্থ্যের অবনতি হয় এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বাড়িতেই তাঁর মৃত্যু হয় । মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে বলে সূত্রের খবর ।
কেউ একজন যুবককে মারধরের ওই ভিডিয়ো তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন । যা ইতিমধ্যে ভাইরাল সোশাল মিডিয়ায় । মারধরের ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েকজন ব্যক্তি ঈশান নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারছে । সেসময় ঈশান হামলাকারীদের কাছে তাঁর জীবন ভিক্ষা চান । কিন্তু নৃশংসরা তাঁকে তাও লাঠি দিয়ে মারতে থাকে । উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি জয় তিরকে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেন । তিনি বলেন, "দুষ্কৃতীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে । কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে । মামলার তদন্ত চলছে । এখনই তদন্ত সাপেক্ষে কিছু বলা যাবে না।"
আরও পড়ুন: অবৈধ মদের ঠেকে যুবকের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষিপ্ত এলাকাবাসীদের শান্ত করেছে । দুই ভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ নিরাপত্তার স্বার্থে এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে । ডিসিপি নিজেই এই পুরো বিষয়টি নজর রাখছেন । যুবকের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷