ETV Bharat / bharat

Ramdev Targets Allopathy: রোগ নিরাময়ের পরিবর্তে মানুষকে আরও অসুস্থ করে তুলছে অ্যালোপ্যাথি: রামদেব - অ্যালোপ্যাথিকে নিশানা রামদেবের

যোগগুরু রামদেবের দাবি, অ্যালোপ্যাথি রোগ নিরাময় করে না বরং অনেক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে । তিনি মানুষকে অ্যালোপ্যাথি ত্যাগ করতে এবং আয়ুর্বেদে বিশ্বাস রাখতে বলেছেন (Allopathy vs Ayurveda)।

Ramdev ETV Bharat
রামদেব
author img

By

Published : Mar 20, 2023, 5:53 PM IST

হরিদ্বার, 20 মার্চ: ফের অ্যালোপ্যাথির বিরুদ্ধে খড়্গহস্ত যোগগুরু রামদেব ৷ সোমবার তিনি ফের অ্যালোপ্যাথিকে নিশানা করে বলেছেন, এটি রোগ নিরাময়ের বদলে মানুষকে আরও অসুস্থ করে তুলছে । রামদেব (Ramdev statement regarding allopathy) বলেন, বহুজাতিক কোম্পানিগুলি ইতিমধ্যে আয়ুর্বেদের সঙ্গে প্রতিযোগিতায় হার মেনেছে এবং এ বার অ্যালোপ্যাথিকে কবর দেওয়ার সময় এসে গিয়েছে (Allopathy vs Ayurveda)।

হরিদ্বারের ঋষিকূল আয়ুর্বেদ কলেজের আয়ুর্বেদ সেমিনারে যোগ দিয়েছিলেন যোগগুরু রামদেব ৷ সেখানেই তিনি বলেন, "বহুজাতিক কোম্পানিগুলিও যোগের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে ৷ এখন অ্যালোপ্যাথিকে মাটির নীচে এত গভীরে চাপা দেওয়া হবে যে, এটি অনেক দিন শ্বাস নিতে পারবে না ।"

অ্যালোপ্যাথি ওষুধের কার্যকারিতাকে চ্যালেঞ্জ করে রামদেব বলেন, অ্যালোপ্যাথি কখনও কোনও অসুস্থতা নিরাময় করে না এবং দীর্ঘ সময় ধরে এই ওষুধ খাওয়ার পরেও রোগ শরীরে থেকে যায় । রামদেবের কথায়, ক্রমাগত অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার কারণে এই বিশ্বের 25 শতাংশ মানুষ ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন । তাঁর অভিযোগ, অ্যালোপ্যাথি ওষুধ অনেকের কিডনি নষ্ট করে দিয়েছে ।

কোভিড টিকাগুলি ব্যর্থ বলে ফের দাবি করে রামদেব বলেছেন যে, অ্যালোপ্যাথি করোনভাইরাস চিকিত্সার জন্য ওষুধ আবিষ্কার করতে ব্যর্থ হয়েছে, যেখানে আয়ুর্বেদ ওষুধ আবিষ্কার করতে সফল হয়েছে । যোগগুরু শিক্ষার্থীদের তাঁদের কাজে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে, কঠোর পরিশ্রম স্বয়ংক্রিয়ভাবে সাফল্য এনে দেবে ।

আরও পড়ুন: রামদেবের কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ ! শো-কজ নোটিশ আধিকারিককে

এমবিবিএস ডাক্তাররা যাতে তাঁর মতামত শুনে খারাপ মনে না করেন সেই আর্জি জানিয়েছেন রামদেব ৷ তিনি বলেন যে, তাঁরাও (এমবিবিএস চিকিৎসকরা) তাঁর দৃষ্টিভঙ্গি বোঝার পরে তাঁর সঙ্গে একমত হবেন । আয়ুর্বেদের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে রামদেব বলেন যে, তিনি আয়ুর্বেদের বর্তমান এবং ভবিষ্যতের প্রতীক । তাঁর কথায়, "পরিবর্তিত সময়ে আরও বেশি সংখ্যক মানুষ আয়ুর্বেদ গ্রহণ করছেন । অ্যালোপ্যাথি শেষের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷"

হরিদ্বার, 20 মার্চ: ফের অ্যালোপ্যাথির বিরুদ্ধে খড়্গহস্ত যোগগুরু রামদেব ৷ সোমবার তিনি ফের অ্যালোপ্যাথিকে নিশানা করে বলেছেন, এটি রোগ নিরাময়ের বদলে মানুষকে আরও অসুস্থ করে তুলছে । রামদেব (Ramdev statement regarding allopathy) বলেন, বহুজাতিক কোম্পানিগুলি ইতিমধ্যে আয়ুর্বেদের সঙ্গে প্রতিযোগিতায় হার মেনেছে এবং এ বার অ্যালোপ্যাথিকে কবর দেওয়ার সময় এসে গিয়েছে (Allopathy vs Ayurveda)।

হরিদ্বারের ঋষিকূল আয়ুর্বেদ কলেজের আয়ুর্বেদ সেমিনারে যোগ দিয়েছিলেন যোগগুরু রামদেব ৷ সেখানেই তিনি বলেন, "বহুজাতিক কোম্পানিগুলিও যোগের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে ৷ এখন অ্যালোপ্যাথিকে মাটির নীচে এত গভীরে চাপা দেওয়া হবে যে, এটি অনেক দিন শ্বাস নিতে পারবে না ।"

অ্যালোপ্যাথি ওষুধের কার্যকারিতাকে চ্যালেঞ্জ করে রামদেব বলেন, অ্যালোপ্যাথি কখনও কোনও অসুস্থতা নিরাময় করে না এবং দীর্ঘ সময় ধরে এই ওষুধ খাওয়ার পরেও রোগ শরীরে থেকে যায় । রামদেবের কথায়, ক্রমাগত অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার কারণে এই বিশ্বের 25 শতাংশ মানুষ ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন । তাঁর অভিযোগ, অ্যালোপ্যাথি ওষুধ অনেকের কিডনি নষ্ট করে দিয়েছে ।

কোভিড টিকাগুলি ব্যর্থ বলে ফের দাবি করে রামদেব বলেছেন যে, অ্যালোপ্যাথি করোনভাইরাস চিকিত্সার জন্য ওষুধ আবিষ্কার করতে ব্যর্থ হয়েছে, যেখানে আয়ুর্বেদ ওষুধ আবিষ্কার করতে সফল হয়েছে । যোগগুরু শিক্ষার্থীদের তাঁদের কাজে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে, কঠোর পরিশ্রম স্বয়ংক্রিয়ভাবে সাফল্য এনে দেবে ।

আরও পড়ুন: রামদেবের কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ ! শো-কজ নোটিশ আধিকারিককে

এমবিবিএস ডাক্তাররা যাতে তাঁর মতামত শুনে খারাপ মনে না করেন সেই আর্জি জানিয়েছেন রামদেব ৷ তিনি বলেন যে, তাঁরাও (এমবিবিএস চিকিৎসকরা) তাঁর দৃষ্টিভঙ্গি বোঝার পরে তাঁর সঙ্গে একমত হবেন । আয়ুর্বেদের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে রামদেব বলেন যে, তিনি আয়ুর্বেদের বর্তমান এবং ভবিষ্যতের প্রতীক । তাঁর কথায়, "পরিবর্তিত সময়ে আরও বেশি সংখ্যক মানুষ আয়ুর্বেদ গ্রহণ করছেন । অ্যালোপ্যাথি শেষের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.