ETV Bharat / bharat

Woman Lawyer Found Dead: নয়ডার বাড়িতে উদ্ধার সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীর দেহ, খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে - সুপ্রিম কোর্টের আইনজীবী

Woman Lawyer Found Dead in Noida House: সুপ্রিম কোর্টের আইনজীবী রেণু সিনহা (61)-র দেহ সোমবার সকালে তাঁর নয়ডার বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয় ৷ মৃতার ভাই তাঁর জামাইবাবু নিতিন সিনহার বিরুদ্ধে দিদিকে খুনের অভিযোগ তুলেছেন ৷ পুলিশ তদন্ত করছে ৷

Woman Lawyer Found Dead
Woman Lawyer Found Dead
author img

By PTI

Published : Sep 11, 2023, 4:31 PM IST

নয়ডা, 11 সেপ্টেম্বর: সুপ্রিম কোর্টের আইনজীবীর রহস্যমৃত্যু ৷ পুলিশ সোমবার জানিয়েছে যে বাড়িতেই ওই মহিলা আইনজীবীর মৃতদেহ পাওয়া গিয়েছে ৷ তাঁর নাম রেণু সিনহা৷ বয়স 61 বছর ৷ তাঁর ভাইয়ের দাবি, রেণুর স্বামীই তাঁকে খুন করেছেন ৷

সুপ্রিম কোর্টের আইনজীবী রেণু সিনহা তাঁর স্বামী নিতিন সিনহার সঙ্গে নয়ডার সেক্টর 30 তে থাকতেন ৷ ওই এলাকা বেশ অভিজাত ৷ ফলে সেখানে এমন একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটায় বেশ হইচই পড়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তারা সব দিক খতিয়ে দেখছে ৷ দাম্পত্য কলহের জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ ৷

রেণুর ভাই অমিতই প্রথম পুলিশের দ্বারস্থ হন ৷ পুলিশকে তিনি জানান, গত দু’দিন ধরে তাঁর দিদির সঙ্গে তিনি কোনোরকম যোগাযোগ করতে পারছেন না ৷ তিনি দিদির ঠিকানা পুলিশকে দেন৷ তার পর পুলিশ সেখানে হাজির হয় ৷ অমিতও পুলিশের সঙ্গেই ছিলেন ৷ তালা ভেঙে বাড়িতে ঢোকে পুলিশ ৷ বাড়ির ভিতরে তল্লাশির পর দেখা যায় বাথরুমের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রেণুর দেহ ৷

পুলিশ সঙ্গে সঙ্গে ফরেসনিক টিমকে সেখানে ডেকে পাঠায় ৷ তদন্তে পুলিশ কুকুরও আনা হয় ৷ ফরেনসিক টিমের সদস্য়রা সমস্ত নমুনা সংগ্রহ করেছে ৷ রেণুর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ কীভাবে মৃত্যু হল ওই আইনজীবীর, তা জানতে আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারীরা ৷

পুলিশ জানিয়েছে, মৃতার স্বামীর নাম নিতিন সিনহা৷ তাঁর খোঁজ মেলেনি ৷ তাঁর সঙ্গে পুলিশ বা অমিত, কেউই ফোনে যোগাযোগ করতে পারেনি ৷ অমিতের অভিযোগ, নিতিনই তাঁর দিদিকে খুন করে পালিয়ে গিয়েছে ৷ পুলিশ সবদিক খতিয়ে দেখছে ৷ ডিসিপি হরিশ চান্দের জানিয়েছেন, মৃতার ভাইয়ের অভিযোগ নিতিন ও রেণুর মধ্যে রোজ কিছু না কিছু নিয়ে ঝামেলা হত ৷

আরও পড়ুন: গণধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজাপ্রাপ্তর ঝুলন্ত দেহ উদ্ধার

পুলিশের ধারণা, দাম্পত্য কলহ চরমে ওঠার জেরেই এই খুনের ঘটনা ঘটতে পারে ৷ তাই নিতিনের খোঁজ করছে পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা গেলে এই বিষয়ে আরও তথ্য মিলবে বলে মনে করছেন তদন্তকারীরা ৷

সংবাদসংস্থা - পিটিআই

নয়ডা, 11 সেপ্টেম্বর: সুপ্রিম কোর্টের আইনজীবীর রহস্যমৃত্যু ৷ পুলিশ সোমবার জানিয়েছে যে বাড়িতেই ওই মহিলা আইনজীবীর মৃতদেহ পাওয়া গিয়েছে ৷ তাঁর নাম রেণু সিনহা৷ বয়স 61 বছর ৷ তাঁর ভাইয়ের দাবি, রেণুর স্বামীই তাঁকে খুন করেছেন ৷

সুপ্রিম কোর্টের আইনজীবী রেণু সিনহা তাঁর স্বামী নিতিন সিনহার সঙ্গে নয়ডার সেক্টর 30 তে থাকতেন ৷ ওই এলাকা বেশ অভিজাত ৷ ফলে সেখানে এমন একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটায় বেশ হইচই পড়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তারা সব দিক খতিয়ে দেখছে ৷ দাম্পত্য কলহের জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ ৷

রেণুর ভাই অমিতই প্রথম পুলিশের দ্বারস্থ হন ৷ পুলিশকে তিনি জানান, গত দু’দিন ধরে তাঁর দিদির সঙ্গে তিনি কোনোরকম যোগাযোগ করতে পারছেন না ৷ তিনি দিদির ঠিকানা পুলিশকে দেন৷ তার পর পুলিশ সেখানে হাজির হয় ৷ অমিতও পুলিশের সঙ্গেই ছিলেন ৷ তালা ভেঙে বাড়িতে ঢোকে পুলিশ ৷ বাড়ির ভিতরে তল্লাশির পর দেখা যায় বাথরুমের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রেণুর দেহ ৷

পুলিশ সঙ্গে সঙ্গে ফরেসনিক টিমকে সেখানে ডেকে পাঠায় ৷ তদন্তে পুলিশ কুকুরও আনা হয় ৷ ফরেনসিক টিমের সদস্য়রা সমস্ত নমুনা সংগ্রহ করেছে ৷ রেণুর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ কীভাবে মৃত্যু হল ওই আইনজীবীর, তা জানতে আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারীরা ৷

পুলিশ জানিয়েছে, মৃতার স্বামীর নাম নিতিন সিনহা৷ তাঁর খোঁজ মেলেনি ৷ তাঁর সঙ্গে পুলিশ বা অমিত, কেউই ফোনে যোগাযোগ করতে পারেনি ৷ অমিতের অভিযোগ, নিতিনই তাঁর দিদিকে খুন করে পালিয়ে গিয়েছে ৷ পুলিশ সবদিক খতিয়ে দেখছে ৷ ডিসিপি হরিশ চান্দের জানিয়েছেন, মৃতার ভাইয়ের অভিযোগ নিতিন ও রেণুর মধ্যে রোজ কিছু না কিছু নিয়ে ঝামেলা হত ৷

আরও পড়ুন: গণধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজাপ্রাপ্তর ঝুলন্ত দেহ উদ্ধার

পুলিশের ধারণা, দাম্পত্য কলহ চরমে ওঠার জেরেই এই খুনের ঘটনা ঘটতে পারে ৷ তাই নিতিনের খোঁজ করছে পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা গেলে এই বিষয়ে আরও তথ্য মিলবে বলে মনে করছেন তদন্তকারীরা ৷

সংবাদসংস্থা - পিটিআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.