বেঙ্গালুরু, 8 জানুয়ারি: গত বছরের 8 ডিসেম্বর বেঙ্গালুরুতে সূচনা হয়েছিল দেশের প্রথম ব়্যাপিড রোডের ৷ কংক্রিটের ব্লক দিয়ে তৈরি এই রাস্তার উদ্বোধন করেছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ কিন্তু এই রাস্তা দিয়ে যান চলাচল শুরুর এক মাসের মধ্যেই তাতে দেখা দিয়েছে ফাটল ৷ জানা গিয়েছে, বেঙ্গালুরুর ওল্ড মাদ্রাজ রোডে এই রাস্তাটি তৈরি করতে লেগেছিল 250টি কংক্রিটের স্ল্যাব ৷ তার মধ্যে 8টিতে ইতিমধ্যেই ফাটল ধরা পড়েছে (Crack in Begaluru Rapid Road) ৷
ওল্ড মাদ্রাজ রোডের এই রাস্তাটিকেই দেশের মধ্যে প্রথম ব়্যাপিড রোড বলে দাবি করেছিল কর্ণাটক সরকার ৷ রাস্তাটির দৈর্ঘ প্রায় 337 মিটার ৷ তবে বর্তমানে এই রাস্তায় ফাটল ধরায় যান চলাচলে সমস্যা হচ্ছে ৷ অভিযোগ করা হচ্ছে, এই কংক্রিটের স্ল্যাবগুলি তৈরিতে ভালো মানের সিমেন্ট ব্যবহার করা হয়নি ৷ ফলে রাস্তাটির বিভিন্ন অংশে ফাটল ধরতে শুরু করেছে ৷ এলাকাবাসীরা এতদিন এই রাস্তা চালু হওয়ায় খুশি ছিলেন ৷ কিন্তু রাস্তার বর্তমান অবস্থা দেখে তারাও ক্ষোভ উগড়ে দিয়েছেন (Countrys first rapid road cracked) ৷
গত মাসের 8 তারিখ রাস্তাটির উদ্বোধনের সময় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছিলেন, প্রি-কাস্ট প্রযুক্তি ব্যবহার করে এই রাস্তাটি তৈরি হয়েছে ৷ রাস্তা তৈরির খরচ ও মান খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এর উপর সাদা রঙের এক বিশেষ আস্তরণ ব্যবহার করা হয়, যাতে রাস্তাটি নষ্ট না হয় দ্রুত ৷ 20 টনের বেশি ভর যুক্ত এই রাস্তা দিয়ে চলতে পারে বলেও তিনি জানিয়েছিলেন ৷ তবে ভবিষ্যতে রাস্তাটির অবস্থা কী হয় সে দিকেও নজর রাখা হবে বলে তিনি জানিয়েছিলেন (first rapid road cracked in Bengaluru) ৷
আরও পড়ুন: বঙ্গে তৃতীয়বার আক্রান্ত বন্দে ভারত, মালদা ঢোকার আগে ট্রেন লক্ষ্য করে ছোড়া হল ইট
বেঙ্গালুরু পৌরনিগমের কমিশনার তুষার গিরিনাথ জানিয়েছেন, রাস্তাটিতে অনেক জায়গায় ফাটল ধরেছে ৷ আইআইএসসি -এর বিশেষজ্ঞরা ইতিমধ্যেই রাস্তাটি খতিয়ে দেখেছেন ৷ তাঁদের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ কী কারণে এই ফাটল ও এরপর কী করণীয় সে বিষয়েও রিপোর্ট দিতে বলা হয়েছে বিশেষজ্ঞদের ৷ উল্লেখ্য, এই রাস্তা তৈরির সময় বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকার মুখ্য ইঞ্জিনিয়র প্রহ্লাদ জানিয়েছিলেন, এই প্রযুক্তি ব্যবহার করে মাত্র তিন দিনে রাস্তা তৈরি সম্ভব এবং 100 বছর তা ভালো থাকবে ৷ তবে 100 দিন অতিবাহিত হওয়ার আগেই ফাটল ধরার ঘটনায় পৌরসভার ভূমিকা ও রাস্তা তৈরির কাঁচামালের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠল ৷