নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)৷ আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি দাবিতে সরব হলেন নেট নাগরিকরা (Twitterati Demands Kohinoor)৷ এ বার অন্তত কোহিনূরকে ভারতে ফিরিয়ে আনা হোক ৷ এই দাবিতে টুইটারে দিনভর চর্চা চলেছে ৷
রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারী তাঁর ছেলে প্রিন্স চার্লস ৷ তাঁর স্ত্রী ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলিয়ার মাথায় বসার কথা 105 ক্যারেটের হিরে সজ্জিত মুকুট ৷ চতুর্দশ শতাব্দীর শুরুর দিকে দক্ষিণ ভারতে পাওয়া গিয়েছিল কোহিনূর হিরে ৷ ব্রিটিশদের হাতে চলে যাওয়া দেশের এই অমূল্য সম্পদের ঐতিহাসিক মালিকানা নিয়ে বিতর্ক বহুদিনের ৷ ভারত ছাড়াও অন্তত তিনটি দেশ কোহিনূরের মালিকানা দাবি করে ৷ রানির প্রয়াণের পর এই মহামূল্যবান হিরে ফিরে পেতে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে (Kohinoor return to India)৷
একজন টুইটার ইউজার বলিউড ফিল্ম ধুম 2-এর একটি ক্লিপ ব্যবহার করেছেন ৷ সেই ছবিতে একটি দৃশ্যে চলন্ত ট্রেন থেকে একটি হিরে চুরি করেছিলেন হৃত্বিক রোশন ৷ এই ক্লিপ পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, "ব্রিটিশ মিউজিয়াম থেকে আমাদের হিরে-মোতি কোহিনূর ভারতে ফিরিয়ে আনতে গিয়েছেন হৃত্বিক রোশন ৷" অপর এক ইউজার লিখেছেন, "রানি দ্বিতীয় এলিজাবেথ ঔপনিবেশিকতার সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন ৷ এ বার কি আমরা কোহিনুর ফিরিয়ে আনতে পারি ? ঔপনিবেশিক আমলের অবশেষ ছিলেন রানি এলিজাবেথ, এটা মনে রাখতে হবে ৷"
আরও পড়ুন: রানির প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন ভারতে, ঘোষণা কেন্দ্রের
আশিস রাজ নামে এক টুইটার ইউজার লেখেন, "রানি প্রয়াত হয়েছেন, এটা দুঃখজনক ৷ এ বার কি আমরা কোহিনূর ফিরিয়ে আনার কথা আশা করতে পারি ?" ইংল্যান্ডের তৎকালীন রানির হাতে কোহিনূর হিরে সমর্পণ করেছিলেন লাহোরের মহারাজা ৷ 170 বছর আগে ব্রিটিশদের কাছে তা হস্তান্তর করা হয়নি ৷ একটি তথ্যের অধিকার আইনের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছিল আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ৷
1947 সাল থেকে বহুবার কোহিনূর ফিরিয়ে আনার ব্যাপারে তদ্বির করেছে ভারত সরকার ৷ যদিও তাদের বারবার ফিরিয়ে দিয়েছে ব্রিটিশ প্রশাসন ৷ 2010 সালের জুলাই মাসে ভারত সফরে এসে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, "আপনি যদি একজনকে হ্যাঁ বলেন, তবে আপনি হঠাৎ দেখতে পাবেন ব্রিটিশ মিউজিয়াম খালি হয়ে গিয়েছে ।"