কলকাতা, 2 জানুয়ারি : ক্রমশ সত্যি হচ্ছে রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 4 হাজার 512 জন ৷ তার মধ্যেই চোখ রাঙাচ্ছে ওমিক্রন আতঙ্কও ৷ ফলে ফের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হল রাজ্যে (New Covid Guidelines announced in West Bengal) ৷ রবিবার ছুটির দিনে নবান্নে এপ সাংবাদিক বৈঠকে নতুন করে করোনা বিধিবনিষেধের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ৷
একনজরে দেখে নেওয়া যাক সোমবার থেকে কী কী কড়াকড়ি শুরু হচ্ছে রাজ্যে-:
- ওমিক্রন আতঙ্কে কাল থেকেই রাজ্যে বন্ধ সমস্ত স্কুল-কলেজ ৷ যদিও 50 শতাংশ উপস্থিতি নিয়ে চলবে প্রশাসনিক কাজ ৷
- সন্ধ্যা 7টার পরে বন্ধ শহরতলির ট্রেন পরিষেবা ৷ সন্ধ্যে পর্যন্ত 50 শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন ৷ যদিও আগের মতোই চলবে দূরপাল্লার ট্রেন ৷
- একমাস পিছল দুয়ারে সরকার কর্মসূচি ৷ 2 জানুয়ারির পরিবর্তে 3 ফেব্রুয়ারি শুরু হবে এই প্রকল্পের কাজ ৷
- কাল থেকে কলকাতার 11টি চিহ্নিত জায়গায় মাইক্রো-কনটেইনমেন্ট জোন ৷
- রাত 10টার পর জারি নাইট কার্ফু ৷ চলবে সকাল 5টা পর্যন্ত ৷ একমাত্র ছাড় জরুরী পরিষেবায় ৷
- 50 শতাংশ যাত্রী নিয়ে নির্ধারিত সময়েই চলবে মেট্রো ৷ বন্ধ টোকেন, স্মার্ট কার্ড ব্যবহার করেই যাতায়াত ৷
আরও পড়ুন : কলকাতায় নামবে না ব্রিটেন ফেরত বিমান, ওমিক্রন আতঙ্কে সিদ্ধান্ত রাজ্যের
- কাল থেকে বন্ধ ব্রিটেনের উড়ান । বিদেশ থেকে আসা বিমানযাত্রীদের আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক ৷
- 50 শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি-বেসরকারি অফিসের কাজ ৷
- সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন সর্বোচ্চ 50 জন । শেষকৃত্যে থাকবেন সর্বোচ্চ 20 জন।
- 50 শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে রেস্তোরাঁ, পানশালা । 50 শতাংশ দর্শককে নিয়ে চলবে সিনেমা হল ।
- বন্ধ থাকবে চিড়িয়াখানা-সহ সমস্ত পর্যটন কেন্দ্র ।
- কাল থেকে বন্ধ সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন ।
- শপিং মল খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ।
আরও পড়ুন : রাজ্যে করোনার বাড়বাড়ন্ত অব্যাহত, কলকাতায় একদিনে আক্রান্ত 2,398 জন
আগামী 7 তারিখ থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের ৷ চলার কথা 14 জানুয়ারি পর্যন্ত ৷ কোভিড আতঙ্কে আদৌ সিনে উৎসব হবে কিনা, বা হলেও কী কী বিধিনিষেধ থাকছে, সেবিষয়ে কোনও ঘোষণা করেননি দ্বিবেদী ৷
এছাড়াও চলতি মাসেই রয়েছে গঙ্গাসাগর মেলা ৷ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে পৌরভোটের দিনও ৷ মুখ্যসচিব জানিয়েছেন, মেলা বা ভোট, কোনওটিই আপাতত বাতিল করা হচ্ছে না ৷ করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে সুষ্ঠুভাবে ভোট করানোর দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের ৷ আপাতত 15 জানুয়ারি পর্যন্ত চলবে এই বিধিনিষেধ ৷ তারপর পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ৷