নয়াদিল্লি, 8 জুন : করোনা টিকা নষ্ট করা হলে কেন্দ্রের থেকে টিকা পেতে সমস্যায় পড়বে রাজ্যগুলি ৷ নয়া নির্দেশিকায় এমনই ইঙ্গিত দিল কেন্দ্রীয় সরকার ৷ সেখানে বলা হয়েছে, কোভিড টিকা নষ্ট করা হলে তা রাজ্যগুলির বরাদ্দের উপর নেতিবাচক প্রভাব ফেলবে ৷
সোমবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, "1 মে থেকে রাজ্যগুলিকে কোভিড সংক্রান্ত কাজের 25 শতাংশ দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল ৷ রাজ্যগুলি চেষ্টাও করেছে ৷ তবে এই কাজ কতটা কঠিন, সেটাও তারা বুঝতে পেরেছে ৷ এখন অনেকে বলছে আগের ব্যবস্থাই ভালো ছিল ৷ সেই কারণে এ বার তাদের উপর দেওয়া 25 শতাংশ কাজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ টিকা প্রস্তুতকারকের থেকে 75 শতাংশ টিকা ভারত সরকার নিজেই কিনে নিয়ে রাজ্য সরকারগুলিকে দেবে ৷ কোনও রাজ্য সরকারকে টিকার জন্য কোনও খরচ করতে হবে না ৷"
প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার ৷ তাতে বলা হয়েছে, জনসংখ্যা, রোগের বোঝা ও টিকাকরণের অগ্রগতি-সহ বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে রাজ্যগুলিকে টিকা সরবরাহ করা হবে ৷ তবে নির্দেশিকায় এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, "টিকা নষ্ট হলে বরাদ্দের ক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব পড়বে ৷"
আরও পড়ুন: 21 জুন থেকে সাবালক সবাইকে ফ্রি-তে করোনা টিকা দেবে কেন্দ্র: মোদি
গত মাসে ঝাড়খণ্ড ও ছত্তিসগড়ের বিরুদ্ধে যথাক্রমে 37 ও 30 শতাংশ টিকার ডোজ নষ্ট করার অভিযোগ উঠেছিল ৷ বিজেপি শাসিত মধ্যপ্রদেশও 11 শতাংশ ডোজ নষ্ট করেছে বলে অভিযোগ ৷ যদিও তিন রাজ্যেরই দাবি, এই তথ্য সঠিক নয় ৷ প্রকৃতরূপে টিকা নষ্ট হয়েছে প্রায় 5 শতাংশ ৷