উত্তরকাশী, (উত্তরাখণ্ড),13 নভেম্বর: উত্তরকাশীতে টানেল-দুর্ঘটনায় আটকে পড়া 40 শ্রমিক নিরাপদেই আছেন। উদ্ধরাকাজ জারি রেখেই জানালেন তত্ত্বাবধানে থাকা আধিকারিকরা । এদিকে, সোমবার উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি । সবমিলিয়ে মোট 30 ঘণ্টা পার । টানেল দুর্ঘটনায় আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের পরই গতি বেড়েছে উদ্ধারকাজে বলে খবর।
-
LIVE: सिलक्यारा के पास सुरंग में हुये भू-धँसाव की घटना का स्थलीय निरीक्षण व राहत एवं बचाव कार्यों की समीक्षा https://t.co/o8jlqMHbyg
— Pushkar Singh Dhami (@pushkardhami) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">LIVE: सिलक्यारा के पास सुरंग में हुये भू-धँसाव की घटना का स्थलीय निरीक्षण व राहत एवं बचाव कार्यों की समीक्षा https://t.co/o8jlqMHbyg
— Pushkar Singh Dhami (@pushkardhami) November 13, 2023LIVE: सिलक्यारा के पास सुरंग में हुये भू-धँसाव की घटना का स्थलीय निरीक्षण व राहत एवं बचाव कार्यों की समीक्षा https://t.co/o8jlqMHbyg
— Pushkar Singh Dhami (@pushkardhami) November 13, 2023
তাঁদের জল থেকে শুরু করে খাবার পৌঁছে দেওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার কাজ চালানোর পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় রাখতে পুলিশ কন্ট্রোল রুমও খোলা হয়েছে। সেই পুলিশ কন্ট্রোল রুমের তরফ থেকে বলা হয়, টানেলে আটকে থাকা শ্রমিকরা নিরাপদে আছেন। শুধু তাই নয়, তাঁরা নিজেরাই খাবারের ব্যবস্থা করার কথা জানিয়েছেন ওয়াকিটকির মাধ্যমে। সেই মতো কম্প্রেসারের সাহায্যে টানেলের ভিতর খাবার এবং জল পাঠানো হয়েছে।
রবিবার সকালে উত্তরকাশীর টানেলের একটি অংশ ভেঙে পড়ে। সারাদিন ধরে চলে উদ্ধারের কাজ। এরপর এদিন সকাল থেকে নতুন করে উদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন । ঠিক কীভাবে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছতে পারা যাবে তার রূপরেখা তৈরি করা হয়েছে। ঠিক হয়েছে, টানেল ভাঙা অংশে ড্রিল মেশিন চালিয়ে ভিতরে প্রবেশ করা হবে। সেভাবেই একটি বিশেষ রাস্তা তৈরি করতে চাইছে প্রশাসন। শ্রমিকরাও সেই রাস্তা ধরেই বাইরে আসবেন।
-
सिल्क्यारा, उत्तरकाशी पहुँचकर दुर्घटना स्थल का निरीक्षण किया और संचालित राहत एवं बचाव कार्यों की समीक्षा की।
— Pushkar Singh Dhami (@pushkardhami) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी ने भी केंद्र सरकार की ओर से हर संभव सहायता का आश्वासन दिया है। एसडीआरएफ़, एनडीआरएफ़ एवं प्रदेश प्रशासन की टीमे पूरी ताक़त के साथ… pic.twitter.com/COxtRGjVnf
">सिल्क्यारा, उत्तरकाशी पहुँचकर दुर्घटना स्थल का निरीक्षण किया और संचालित राहत एवं बचाव कार्यों की समीक्षा की।
— Pushkar Singh Dhami (@pushkardhami) November 13, 2023
आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी ने भी केंद्र सरकार की ओर से हर संभव सहायता का आश्वासन दिया है। एसडीआरएफ़, एनडीआरएफ़ एवं प्रदेश प्रशासन की टीमे पूरी ताक़त के साथ… pic.twitter.com/COxtRGjVnfसिल्क्यारा, उत्तरकाशी पहुँचकर दुर्घटना स्थल का निरीक्षण किया और संचालित राहत एवं बचाव कार्यों की समीक्षा की।
— Pushkar Singh Dhami (@pushkardhami) November 13, 2023
आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी ने भी केंद्र सरकार की ओर से हर संभव सहायता का आश्वासन दिया है। एसडीआरएफ़, एनडीआरएफ़ एवं प्रदेश प्रशासन की टीमे पूरी ताक़त के साथ… pic.twitter.com/COxtRGjVnf
আটকে থাকা শ্রমিকদের সকলের পরিচয় এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে প্রশাসন মনে করছে, উত্তরাখণ্ড ছাড়াও পশ্চিমবঙ্গ, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড,বিহারের শ্রমিকরা আটকে পড়েছেন। তাঁদের উদ্ধারের কাজ করছেন কমবেশি 160 জন। এঁদের মধ্যে এনডিআরএফ এবং এসডিআরএফের কর্মীদের পাশাপাশি আইটিবিপি-র জওয়ানরাও আছেন। নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতেই উদ্ধার কাজ চালানো হচ্ছে।
পছন্দমতো সময়ে যাতে চারধামে যাওয়া যায় তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তারই অংশ হিসেবে 'অল ওয়েদার চারধাম' নামে বিশেষ সরকারি প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে চারধামে যাওয়া অনেকটা সহজ হয়ে যাবে। সেই দিক থেকে তৈরি হওয়ার পর এই টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু তার আগেই ঘটে গেল দুর্ঘটনা। ঘটনা নিয়ে রবিবারই কথা রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমস্ত দিক থেকে রাজ্যের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ।
আরও পড়ুন: