ETV Bharat / bharat

Uttarakhand Rain: উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত অন্তত 72 - CMRF

উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত 72 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে, উদ্ধারকাজ এখনও চলছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী পুষ্কর সি ধামির প্রশাসন ৷

uttarakhand-rains-death-toll-rises-to-72-four-people-still-missing
উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে মৃত অন্তত 72, নিখোঁজ অনেকে
author img

By

Published : Oct 25, 2021, 2:28 PM IST

দেরাদুন, 25 অক্টোবর : উত্তরাখণ্ডে লাগাতার বৃষ্টি এবং ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল 72 জন ৷ উত্তরাখণ্ড প্রশাসনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, এখনও 4 জন নিখোঁজ রয়েছেন ৷ 17 থেকে 19 অক্টোবরের মধ্যে হওয়া প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মোট 26 জন আহত হয়েছেন বলে উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

প্রসঙ্গত, উত্তরাখণ্ড সহ উত্তর ভারকের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের জেরে ধস নামে ৷ যার জেরে বহু বাড়িঘর ধসে গিয়েছে এবং লাগাতার বৃষ্টিতে প্লাবিত হয়ে যায় উত্তরাখণ্ড ৷ ফলে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে পাহাড়ী ওই রাজ্যে ৷ বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং অনেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন ৷ বহু পর্যটক ধস এবং বন্যার কারণে উত্তরাখণ্ডের পাহাড়ী অঞ্চলে আটকে পড়েছেন ৷ তাঁদের উদ্ধারের কাজ চালাচ্ছে উত্তরাখণ্ড প্রশাসন ৷ সরকারিভাবে এখনও পর্যন্ত 224টি বাড়ির ক্ষতি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে ৷

আরও পড়ুন : SDRF Rescued Bodies : সুন্দর দুঙ্গা গ্লেসিয়ার থেকে বাংলার পাঁচ পর্যটকের দেহ উদ্ধার এসডিআরএফের

উত্তরাখণ্ডের এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গত শুক্রবারই ঘোষণা করেছেন যে, তিনি অক্টোবর মাসের তাঁর বেতনের সম্পূর্ণ টাকাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করবেন ৷ প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পড়া এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷

আরও পড়ুন : Uttarakhand Disaster : উত্তরাখণ্ডে উদ্ধার আরও দুই পর্বতারোহীর দেহ, মৃতদের মধ্যে কলকাতার এক

দেরাদুন, 25 অক্টোবর : উত্তরাখণ্ডে লাগাতার বৃষ্টি এবং ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল 72 জন ৷ উত্তরাখণ্ড প্রশাসনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, এখনও 4 জন নিখোঁজ রয়েছেন ৷ 17 থেকে 19 অক্টোবরের মধ্যে হওয়া প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মোট 26 জন আহত হয়েছেন বলে উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

প্রসঙ্গত, উত্তরাখণ্ড সহ উত্তর ভারকের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের জেরে ধস নামে ৷ যার জেরে বহু বাড়িঘর ধসে গিয়েছে এবং লাগাতার বৃষ্টিতে প্লাবিত হয়ে যায় উত্তরাখণ্ড ৷ ফলে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে পাহাড়ী ওই রাজ্যে ৷ বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং অনেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন ৷ বহু পর্যটক ধস এবং বন্যার কারণে উত্তরাখণ্ডের পাহাড়ী অঞ্চলে আটকে পড়েছেন ৷ তাঁদের উদ্ধারের কাজ চালাচ্ছে উত্তরাখণ্ড প্রশাসন ৷ সরকারিভাবে এখনও পর্যন্ত 224টি বাড়ির ক্ষতি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে ৷

আরও পড়ুন : SDRF Rescued Bodies : সুন্দর দুঙ্গা গ্লেসিয়ার থেকে বাংলার পাঁচ পর্যটকের দেহ উদ্ধার এসডিআরএফের

উত্তরাখণ্ডের এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গত শুক্রবারই ঘোষণা করেছেন যে, তিনি অক্টোবর মাসের তাঁর বেতনের সম্পূর্ণ টাকাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করবেন ৷ প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পড়া এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷

আরও পড়ুন : Uttarakhand Disaster : উত্তরাখণ্ডে উদ্ধার আরও দুই পর্বতারোহীর দেহ, মৃতদের মধ্যে কলকাতার এক

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.