ETV Bharat / bharat

Pass UCC After Diwali: ইউসিসি কার্যকর করতে তৈরি উত্তরাখণ্ড সরকার, দীপাবলির পরেই বসছে বিশেষ অধিবেশন

ইউসিসি-এর লক্ষ্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, সন্তানদের হেফাজত এবং সকল ধর্মের অন্যান্য বিষয়ে অভিন্নতা আনা। রিপোর্টে অবশ্য বিয়ে বা অন্যদের জন্য ধর্মীয় রীতিনীতির কোনও বিষয়ে আলোচনা করা হয়নি বলেই খবর। ইউসিসি বাস্তবায়নের জন্য 2022-এর 27 মে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 5:29 PM IST

দেরাদুন, 11 নভেম্বর: ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার জন্য প্রথম রাজ্য হতে কার্যত প্রস্তুত উত্তরাখণ্ড ৷ রাজ্য সরকার ইতিমধ্যেই বিলটি পাশ করার জন্য দীপাবলির পরেই বিধানসভায় একটি বিশেষ অধিবেশন ডাকতে চলেছে ৷ এর আগে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল সরকার ৷ সূত্রের খবর, দু-এক দিনের মধ্যে সেই কমিটি রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দিতে পারে বলে মনে করা হচ্ছে ৷ আর সেই রিপোর্ট দেখেই বিধানসভায় বিল পাশ করাবে সরকার ৷

সূত্রের খবর, কমিটির তরফে পরামর্শ দেওয়া হয়েছে, বিবাহবিচ্ছেদ শুধুমাত্র আদালতের মাধ্যমে বৈধ গণ্য হবে ৷ একই সঙ্গে, লিঙ্গ সমতার পাশাপাশি পৈতৃক সম্পত্তিতে কন্যাদের সমান অধিকারের উপরও জোর দেওয়া হয়েছে রিপোর্টে। জানা গিয়েছে, রিপোর্টে মহিলাদের বিবাহযোগ্য বয়স 21 বছর করার কোনও সুপারিশ করা হয়নি ৷ এটি 18 বছরেই ধরে রাখার কথা বলা হয়েছে। তবে লিভ-ইন সম্পর্ক রেজিস্টার করা বাধ্যতামূলক করারও পরামর্শ দেওয়া হয়েছে কমিটির তরফে।

ইউসিসি-এর লক্ষ্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, সন্তানদের হেফাজত এবং সকল ধর্মের অন্যান্য বিষয়ে অভিন্নতা আনা। রিপোর্টে অবশ্য বিয়ে বা অন্যদের জন্য ধর্মীয় রীতিনীতির কোনও বিষয়ে আলোচনা করা হয়নি বলেই খবর। ইউসিসি বাস্তবায়নের জন্য 2022-এর 27 মে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল ৷ গত বছর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যেও একটি ছিল। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, সমাজকর্মী মনু গৌর, প্রাক্তন মুখ্য সচিব শত্রুঘ্ন সিং এবং দুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরেখা ডাঙ্গওয়াল।

কমিটি সব পক্ষের কাছ থেকে পরামর্শও চেয়েছে ৷ অন্যদিকে, এর মেয়াদ ইতিমধ্যেই তিনবার বাড়ানো হয়েছে। দুই-একদিনের মধ্যে কমিটি তার রিপোর্ট জমা দেওয়া হবে বলেও সূত্র মারফৎ জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আগেই জানিয়েছিলেন, কমিটি রিপোর্ট জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই ইউসিসি রাজ্যে কার্যকর করা হবে। কেন্দ্রীয় সরকার তার ইউসিসি বিলের খসড়া তৈরির সময় এই রিপোর্টটি ব্যবহার করতে পারে বলে মনে করা হচ্ছে ৷ মধ্যপ্রদেশ এবং গুজরাতও ইউসিসি বাস্তবায়নের জন্য কমিটি গঠন করেছে।

দেরাদুন, 11 নভেম্বর: ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার জন্য প্রথম রাজ্য হতে কার্যত প্রস্তুত উত্তরাখণ্ড ৷ রাজ্য সরকার ইতিমধ্যেই বিলটি পাশ করার জন্য দীপাবলির পরেই বিধানসভায় একটি বিশেষ অধিবেশন ডাকতে চলেছে ৷ এর আগে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল সরকার ৷ সূত্রের খবর, দু-এক দিনের মধ্যে সেই কমিটি রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দিতে পারে বলে মনে করা হচ্ছে ৷ আর সেই রিপোর্ট দেখেই বিধানসভায় বিল পাশ করাবে সরকার ৷

সূত্রের খবর, কমিটির তরফে পরামর্শ দেওয়া হয়েছে, বিবাহবিচ্ছেদ শুধুমাত্র আদালতের মাধ্যমে বৈধ গণ্য হবে ৷ একই সঙ্গে, লিঙ্গ সমতার পাশাপাশি পৈতৃক সম্পত্তিতে কন্যাদের সমান অধিকারের উপরও জোর দেওয়া হয়েছে রিপোর্টে। জানা গিয়েছে, রিপোর্টে মহিলাদের বিবাহযোগ্য বয়স 21 বছর করার কোনও সুপারিশ করা হয়নি ৷ এটি 18 বছরেই ধরে রাখার কথা বলা হয়েছে। তবে লিভ-ইন সম্পর্ক রেজিস্টার করা বাধ্যতামূলক করারও পরামর্শ দেওয়া হয়েছে কমিটির তরফে।

ইউসিসি-এর লক্ষ্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, সন্তানদের হেফাজত এবং সকল ধর্মের অন্যান্য বিষয়ে অভিন্নতা আনা। রিপোর্টে অবশ্য বিয়ে বা অন্যদের জন্য ধর্মীয় রীতিনীতির কোনও বিষয়ে আলোচনা করা হয়নি বলেই খবর। ইউসিসি বাস্তবায়নের জন্য 2022-এর 27 মে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল ৷ গত বছর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যেও একটি ছিল। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, সমাজকর্মী মনু গৌর, প্রাক্তন মুখ্য সচিব শত্রুঘ্ন সিং এবং দুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরেখা ডাঙ্গওয়াল।

কমিটি সব পক্ষের কাছ থেকে পরামর্শও চেয়েছে ৷ অন্যদিকে, এর মেয়াদ ইতিমধ্যেই তিনবার বাড়ানো হয়েছে। দুই-একদিনের মধ্যে কমিটি তার রিপোর্ট জমা দেওয়া হবে বলেও সূত্র মারফৎ জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আগেই জানিয়েছিলেন, কমিটি রিপোর্ট জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই ইউসিসি রাজ্যে কার্যকর করা হবে। কেন্দ্রীয় সরকার তার ইউসিসি বিলের খসড়া তৈরির সময় এই রিপোর্টটি ব্যবহার করতে পারে বলে মনে করা হচ্ছে ৷ মধ্যপ্রদেশ এবং গুজরাতও ইউসিসি বাস্তবায়নের জন্য কমিটি গঠন করেছে।

আরও পড়ুন:

গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গান

দেশে জনকেন্দ্রিক শাসনব্যবস্থা ফেরানোর পক্ষে সওয়াল রাহুল গান্ধির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.