কৌশাম্বি, 8 নভেম্বর: গায়ে পুলিশের উর্দির বদলে সাদা তোয়ালে ৷ এভাবে আউটপোস্টে বসে আছেন এক পুলিশ আধিকারকি ৷ আর তাঁর সামনে বসে দুই মহিলা নিজের অভিযোগের কথা বলছেন ৷ এমন একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ ভাইরাল হওয়া এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার কোখরাজ থানা এলাকার সিংঘিয়া আউটপোস্টে ৷ কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ঘুরছিল। শেষমেশ কড়া শাস্তির মুখে পড়তে হল সংশ্লিষ্ট পুলিশ কর্মীকে। তাঁকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে।
এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই ওই পুলিশ আধিকারিককে ডিস্ট্রিক্ট পুলিশ লাইনসে স্থানান্তরিত করা হয় ৷ সূত্রের খবর, কৌশাম্বি জেলার বালাক মউ গ্রামে দু'টি দলের মধ্যে ঝামেলা বেধেছিল ৷ সেই বিষয়ে অভিযোগ জানাতে দুই মহিলা সিংঘিয়া আউটপোস্টে পৌঁছন। এই ঘটনার বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানান ৷ সেই সময় আউটপোস্টের দায়িত্বে ছিলেন রাম নারায়ণ সোনকর ৷ তিনি শুধুমাত্র গেঞ্জি পরে এবং তার উপরে তোয়ালে জড়িয়ে তাঁর চেয়ারে বসেছিলেন ৷
এভাবেই তিনি দুই মহিলার সঙ্গে কথা বলছিলেন। পুলিশের মতো 'ইউনিফর্মড সার্ভিসে' এরকম কোনও আচরণ করা একেবারই আইন বিরুদ্ধ। শুধু তাই নয়, এমন আচরণ পুলিশি ব্যবস্থার মূল ভাবনাতেও আঘাত হানে বলেও মনে করে তথ্যভিজ্ঞ মহলের একটা বড় অংশ। এমন দৃশ্যে সোশাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে ৷ পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই ব্যবস্থা নেয় প্রশাসন। পুলিশ কর্মীকে বদলি করে দেওয়া হয়।
এই প্রসঙ্গে পুলিশের উচ্চাধিকারিক ব্রিজেশ শ্রীবাস্তব বলেন, "ওই ভিডিয়োর বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে ৷ আউটপোস্টের ইনচার্জ রাম নারায়ণ সোনকরকে ডিস্ট্রিক্ট পুলিশ লাইনসে স্থানান্তরিত করা হয়েছে ৷ মামলার তদন্ত সিরাথু এলাকার আধিকারিক অওয়াধেশ বিশ্বকর্মার হাতে তুলে দেওয়া হয়েছে ৷" ঠিক কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানেন এই আধিকারিক।
আরও পড়ুন: কোহলির জন্মদিন ও ভারতের জয়ের সেলিব্রেশনে ইডেনে দেদার শব্দবাজি, প্রাণ গেল কলকাতা পুলিশের ঘোড়ার