ETV Bharat / bharat

WhatsApp : বিশ্বজুড়ে ব্যাহত হোয়াটসঅ্যাপ, ফেসবুক পরিষেবা - Facebook

তিনটি অ্যাপের মালিক হল ফেসবুক ৷ তাদের তরফে দুঃখপ্রকাশ করে বার্তা দেওয়া হয় ৷ দ্রুত পরিষেবা শুরুর আশ্বাস দেওয়া হয়েছে ৷

Whatsapp
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক পরিষেবা ব্য়াহত
author img

By

Published : Oct 4, 2021, 9:50 PM IST

Updated : Oct 4, 2021, 10:51 PM IST

নয়াদিল্লি, 4 অক্টোবর : সোশ্যাল মিডিয়ায় বিশ্বজুড়ে ধস ৷ খুলছে না হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক ৷ এদিন রাত 9টা 15 থেকে ব্যাহত পরিষেবা ৷ এখনও পর্যন্ত বন্ধ রয়েছে পরিষেবা ৷ এই তিনটি অ্যাপের মালিক হল ফেসবুক ৷

স্তব্ধ সোশ্যাল মিডিয়া ৷ তরুণ প্রজন্মের 'প্রাণ প্রিয়' হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম সাময়িক বন্ধ থাকায় সমস্য়ায় পড়েছে তারা ৷ কিছুক্ষণের মধ্যে দুঃখপ্রকাশ করে বার্তা দেওয়া হয় ফেসবুকের তরফে ৷ তাদের ওয়েবসাইটে জানানো হয়, "সমস্যার জন্য আমরা দুঃখিত ৷ কিছু একটা সমস্যা হয়েছে। আমরা দ্রুত পরিষেবা চালু করার চেষ্টা করছি ৷ আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব ৷ "

  • We’re aware that some people are experiencing issues with WhatsApp at the moment. We’re working to get things back to normal and will send an update here as soon as possible.

    Thanks for your patience!

    — WhatsApp (@WhatsApp) October 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ব্যবহারকারীরা টুইটারে বার্তা পোস্ট করে লিখেছে, জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মগুলি ভারতীয় সময় রাত ন'টার সময়ও ব্যবহারযোগ্য ছিল।ওয়েবসাইট downdetector.com ওয়েব পরিষেবাগুলি ট্র্যাক করে ব্যবহারকারীদের অভিযোগ তুলে ধরে ৷ যার মধ্যে প্রায় 20 হাজার ব্যবহারকারী ফেসবুক ও ইনস্টাগ্রামে বন্ধ নিয়ে তাদের অভিযোগ তুলে ধরে ৷

সোশ্যাল মিডিয়া জায়ান্টের ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের 22 হাজারের বেশি ব্যবহারকারী সমস্য়ায় পড়ে ৷ আর ম্যাসেঞ্জার প্রায় 3,000 ব্যবহারকারী অ্যাকাউন্ট অপারেট করতে পারেননি ৷

ভারতে ফেসবুকের 410 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে ৷ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার 530 মিলিয়নেরও বেশি ৷ ভারত এই তিন সোশ্যাল মিডিয়ায় বৃহত্তম বাজার হিসাবে গণ্য হয়। ভারতে ইনস্টাগ্রামের 210 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে।

নয়াদিল্লি, 4 অক্টোবর : সোশ্যাল মিডিয়ায় বিশ্বজুড়ে ধস ৷ খুলছে না হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক ৷ এদিন রাত 9টা 15 থেকে ব্যাহত পরিষেবা ৷ এখনও পর্যন্ত বন্ধ রয়েছে পরিষেবা ৷ এই তিনটি অ্যাপের মালিক হল ফেসবুক ৷

স্তব্ধ সোশ্যাল মিডিয়া ৷ তরুণ প্রজন্মের 'প্রাণ প্রিয়' হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম সাময়িক বন্ধ থাকায় সমস্য়ায় পড়েছে তারা ৷ কিছুক্ষণের মধ্যে দুঃখপ্রকাশ করে বার্তা দেওয়া হয় ফেসবুকের তরফে ৷ তাদের ওয়েবসাইটে জানানো হয়, "সমস্যার জন্য আমরা দুঃখিত ৷ কিছু একটা সমস্যা হয়েছে। আমরা দ্রুত পরিষেবা চালু করার চেষ্টা করছি ৷ আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব ৷ "

  • We’re aware that some people are experiencing issues with WhatsApp at the moment. We’re working to get things back to normal and will send an update here as soon as possible.

    Thanks for your patience!

    — WhatsApp (@WhatsApp) October 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ব্যবহারকারীরা টুইটারে বার্তা পোস্ট করে লিখেছে, জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মগুলি ভারতীয় সময় রাত ন'টার সময়ও ব্যবহারযোগ্য ছিল।ওয়েবসাইট downdetector.com ওয়েব পরিষেবাগুলি ট্র্যাক করে ব্যবহারকারীদের অভিযোগ তুলে ধরে ৷ যার মধ্যে প্রায় 20 হাজার ব্যবহারকারী ফেসবুক ও ইনস্টাগ্রামে বন্ধ নিয়ে তাদের অভিযোগ তুলে ধরে ৷

সোশ্যাল মিডিয়া জায়ান্টের ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের 22 হাজারের বেশি ব্যবহারকারী সমস্য়ায় পড়ে ৷ আর ম্যাসেঞ্জার প্রায় 3,000 ব্যবহারকারী অ্যাকাউন্ট অপারেট করতে পারেননি ৷

ভারতে ফেসবুকের 410 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে ৷ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার 530 মিলিয়নেরও বেশি ৷ ভারত এই তিন সোশ্যাল মিডিয়ায় বৃহত্তম বাজার হিসাবে গণ্য হয়। ভারতে ইনস্টাগ্রামের 210 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে।

Last Updated : Oct 4, 2021, 10:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.