ETV Bharat / bharat

Ajay Banga to Visit India: ভারত আসছেন মার্কিন মনোনীত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের প্রার্থী অজয় বাঙ্গা - বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদ

ভারতে আসছেন অজয় বাঙ্গা ৷ আজ তিনি ভারতে আসছেন ৷ থাকবেন আগামিকাল শুক্রবারও (Two days India Visit of Ajay Banga) ৷ দু’দিনের সফরে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র তাঁকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত করেছে ৷

Ajay Banga to Visit India
Ajay Banga to Visit India
author img

By

Published : Mar 23, 2023, 2:00 PM IST

ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্র), 23 মার্চ: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মনোনীত প্রার্থী অজয় বাঙ্গা ভারত সফর করতে চলেছেন (US nominee for World Bank President Ajay Banga) ৷ আগামী 23 ও 24 মার্চ তিনি নয়াদিল্লিতে থাকবেন ৷ ভারতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) ও বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের (EAM S Jayshankar) সঙ্গে সাক্ষাৎ করবেন ৷ ভারতের উন্নয়ন অগ্রাধিকার, বিশ্বব্যাংক ও বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে যে চ্যালেঞ্জগুলি রয়েছে, তা নিয়ে বাঙ্গা প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানা গিয়েছে (Banga to Meet PM-FM-EAM) ৷

এছাড়া, বাঙ্গা লার্নেট ইনস্টিটিউট অফ স্কিলস-এ পরিদর্শন করবেন ৷ এই প্রতিষ্ঠানটি ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত বৃত্তিমূলক প্রতিষ্ঠানগুলির একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে ৷ এই প্রতিষ্ঠান তৈরিতে আংশিকভাবে আর্থিক সাহায্য করেছিল বিশ্বব্যাংকও ৷

বাঙ্গা সেখানে কী কাজ হয়, তা দেখবেন ৷ সেখানে যাঁরা অংশগ্রহণকারী, কর্মী, প্রাক্তন ছাত্রদের সঙ্গে দেখা করবেন ৷ তরুণ শিক্ষার্থীদের জীবনের মানোন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির জন্য ঠিক কী করা উচিত, তা নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা করবেন অজয় বাঙ্গা ৷

বাঙ্গার মনোনয়ন ঘোষণার পরপরই ভারত সরকারের তরফেও তাঁর প্রার্থিপদকে সমর্থন করা হয়েছে । তারপর একাধিক দেশ বাঙ্গার সমর্থনে এগিয়ে এসেছে ৷ সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, আইভরি কোস্ট, কলম্বিয়া, মিশর, ফ্রান্স, জার্মানি, ঘানা, ইতালি, জাপান, কেনিয়া, সৌদি আরব, কোরিয়া প্রজাতন্ত্র ও যুক্তরাজ্য ৷

প্রসঙ্গত, অজয় বাঙ্গা এখন বিশ্বভ্রমণে বেরিয়েছেন ৷ যার পোশাকি নাম লিসনিং টুর ৷ এই সফরে তিনি আফ্রিকা, ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে ঘুরছেন ৷ তাঁর এই সফর শুরু হয়েছে আফ্রিকা থেকে ৷ সবশেষে তিনি দিল্লিতে আসবেন ৷ মূলত সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে আলোচনা করতেই তিনি ঘুরছেন বলে জানা গিয়েছে ৷ বিভিন্ন দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নেতা, শিল্পদ্যোগী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন ৷ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য সকলের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন ৷

আরও পড়ুন: যোগ্য বলেই বিশ্ব ব্যংকের প্রধান হিসেবে মনোনয়ন, অজয় বাঙ্গাকে দরাজ সার্টিফিকেট বাইডেনের

ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্র), 23 মার্চ: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মনোনীত প্রার্থী অজয় বাঙ্গা ভারত সফর করতে চলেছেন (US nominee for World Bank President Ajay Banga) ৷ আগামী 23 ও 24 মার্চ তিনি নয়াদিল্লিতে থাকবেন ৷ ভারতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) ও বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের (EAM S Jayshankar) সঙ্গে সাক্ষাৎ করবেন ৷ ভারতের উন্নয়ন অগ্রাধিকার, বিশ্বব্যাংক ও বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে যে চ্যালেঞ্জগুলি রয়েছে, তা নিয়ে বাঙ্গা প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানা গিয়েছে (Banga to Meet PM-FM-EAM) ৷

এছাড়া, বাঙ্গা লার্নেট ইনস্টিটিউট অফ স্কিলস-এ পরিদর্শন করবেন ৷ এই প্রতিষ্ঠানটি ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত বৃত্তিমূলক প্রতিষ্ঠানগুলির একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে ৷ এই প্রতিষ্ঠান তৈরিতে আংশিকভাবে আর্থিক সাহায্য করেছিল বিশ্বব্যাংকও ৷

বাঙ্গা সেখানে কী কাজ হয়, তা দেখবেন ৷ সেখানে যাঁরা অংশগ্রহণকারী, কর্মী, প্রাক্তন ছাত্রদের সঙ্গে দেখা করবেন ৷ তরুণ শিক্ষার্থীদের জীবনের মানোন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির জন্য ঠিক কী করা উচিত, তা নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা করবেন অজয় বাঙ্গা ৷

বাঙ্গার মনোনয়ন ঘোষণার পরপরই ভারত সরকারের তরফেও তাঁর প্রার্থিপদকে সমর্থন করা হয়েছে । তারপর একাধিক দেশ বাঙ্গার সমর্থনে এগিয়ে এসেছে ৷ সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, আইভরি কোস্ট, কলম্বিয়া, মিশর, ফ্রান্স, জার্মানি, ঘানা, ইতালি, জাপান, কেনিয়া, সৌদি আরব, কোরিয়া প্রজাতন্ত্র ও যুক্তরাজ্য ৷

প্রসঙ্গত, অজয় বাঙ্গা এখন বিশ্বভ্রমণে বেরিয়েছেন ৷ যার পোশাকি নাম লিসনিং টুর ৷ এই সফরে তিনি আফ্রিকা, ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে ঘুরছেন ৷ তাঁর এই সফর শুরু হয়েছে আফ্রিকা থেকে ৷ সবশেষে তিনি দিল্লিতে আসবেন ৷ মূলত সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে আলোচনা করতেই তিনি ঘুরছেন বলে জানা গিয়েছে ৷ বিভিন্ন দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নেতা, শিল্পদ্যোগী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন ৷ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য সকলের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন ৷

আরও পড়ুন: যোগ্য বলেই বিশ্ব ব্যংকের প্রধান হিসেবে মনোনয়ন, অজয় বাঙ্গাকে দরাজ সার্টিফিকেট বাইডেনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.