ETV Bharat / bharat

Narendra Modi : শুধু মোদির নামে ভোট পাওয়ার নিশ্চয়তা নেই, বলছেন কেন্দ্রীয় মন্ত্রী - নরেন্দ্র মোদি

2019 বিধানসভা নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে হরিয়ানায় সরকার গঠন করে বিজেপি ৷ পরবর্তী বিধানসভা নির্বাচন 2024 সালে ৷ কিন্তু এখন থেকেই আশঙ্কার কথা জানান কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ৷ কৃষি বিলের প্রতিবাদে পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা দীর্ঘদিন ধরে আন্দোলনরত ৷ সম্প্রতি উত্তরপ্রদেশে আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মোদির মন্ত্রিসভার মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র টেনির বিরুদ্ধে ৷

Narendra Modi
আর মোদির নামে ভোট কুড়ানো সম্ভব নয় বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী
author img

By

Published : Oct 14, 2021, 10:05 PM IST

পঞ্চকুলা, 14 অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব বিরোধীরা ৷ একের পর এক নীতির জন্য দেশ জুড়ে সমালোচিত প্রধানমন্ত্রী ৷ সারা দেশে তাঁর জনপ্রিয়তা ক্রমশ কমছে বলে মনে করছেন অনেকে ৷ এই পরিস্থিতিতে হরিয়ানাতেও মোদির নামে ভোট কুড়ানো সম্ভব নয় বলে মনে করেন তাঁরই মন্ত্রী রাও ইন্দ্রজি সিং ৷

30 অক্টোবর পশ্চিমবঙ্গে চার কেন্দ্রে উপনির্বাচন ৷ একই দিনে হরিয়ানার এলেনাবাদেও রয়েছে উপনির্বাচন ৷ পশ্চিমবঙ্গে 2021 বিধানসভা নির্বাচনের পর্যুদস্ত হওয়ার পাশাপাশি গত মাসে ভবানীপুর উপনির্বাচন ও রাজ্যের দুই কেন্দ্রের নির্বাচনেও ভরাডুবি হয়েছে বিজেপি-র ৷ শুধু এ রাজ্যেও নয়, হরিয়ানাতেও মোদির নামে ভোট পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন রাষ্ট্রমন্ত্রী ৷

এলেনাবাদ উপনির্বাচনের আগে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে ইন্দ্রজিৎ সিং বলেন, "মোদি জি'র জন্যই এখানে প্রথমবার বিজেপি সরকার গড়েছিল ৷ দ্বিতীয়বারও তাই ৷ প্রথমবার আমরা 47টি আসন এবং দ্বিতীয়বার 40 আসন জিতেছিলাম ৷ তৃতীয়বার কি শুধু মোদির নাম নিয়ে 45 আসন পাওয়া সম্ভব ? কারণ হরিয়ানার যা ধারা, তাতে কোনও দলই টানা তিনবার সরকার গড়েনি ৷"

আরও পড়ুন : প্রতিষ্ঠান বিরোধী ঝড়ে উড়ে যাবে যোগী সরকার, আশাবাদী কংগ্রেস

2019 বিধানসভা নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে হরিয়ানায় সরকার গঠন করে বিজেপি ৷ পরবর্তী বিধানসভা নির্বাচন 2024 সালে ৷ কিন্তু এখন থেকেই আশঙ্কার কথা জানান কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ৷ কৃষি বিলের প্রতিবাদে পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা দীর্ঘদিন ধরে আন্দোলনরত ৷ সম্প্রতি উত্তরপ্রদেশে আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মোদির মন্ত্রিসভার মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র টেনির বিরুদ্ধে ৷ যার প্রতিবাদ উত্তাল সারা দেশ ৷

পঞ্চকুলা, 14 অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব বিরোধীরা ৷ একের পর এক নীতির জন্য দেশ জুড়ে সমালোচিত প্রধানমন্ত্রী ৷ সারা দেশে তাঁর জনপ্রিয়তা ক্রমশ কমছে বলে মনে করছেন অনেকে ৷ এই পরিস্থিতিতে হরিয়ানাতেও মোদির নামে ভোট কুড়ানো সম্ভব নয় বলে মনে করেন তাঁরই মন্ত্রী রাও ইন্দ্রজি সিং ৷

30 অক্টোবর পশ্চিমবঙ্গে চার কেন্দ্রে উপনির্বাচন ৷ একই দিনে হরিয়ানার এলেনাবাদেও রয়েছে উপনির্বাচন ৷ পশ্চিমবঙ্গে 2021 বিধানসভা নির্বাচনের পর্যুদস্ত হওয়ার পাশাপাশি গত মাসে ভবানীপুর উপনির্বাচন ও রাজ্যের দুই কেন্দ্রের নির্বাচনেও ভরাডুবি হয়েছে বিজেপি-র ৷ শুধু এ রাজ্যেও নয়, হরিয়ানাতেও মোদির নামে ভোট পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন রাষ্ট্রমন্ত্রী ৷

এলেনাবাদ উপনির্বাচনের আগে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে ইন্দ্রজিৎ সিং বলেন, "মোদি জি'র জন্যই এখানে প্রথমবার বিজেপি সরকার গড়েছিল ৷ দ্বিতীয়বারও তাই ৷ প্রথমবার আমরা 47টি আসন এবং দ্বিতীয়বার 40 আসন জিতেছিলাম ৷ তৃতীয়বার কি শুধু মোদির নাম নিয়ে 45 আসন পাওয়া সম্ভব ? কারণ হরিয়ানার যা ধারা, তাতে কোনও দলই টানা তিনবার সরকার গড়েনি ৷"

আরও পড়ুন : প্রতিষ্ঠান বিরোধী ঝড়ে উড়ে যাবে যোগী সরকার, আশাবাদী কংগ্রেস

2019 বিধানসভা নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে হরিয়ানায় সরকার গঠন করে বিজেপি ৷ পরবর্তী বিধানসভা নির্বাচন 2024 সালে ৷ কিন্তু এখন থেকেই আশঙ্কার কথা জানান কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ৷ কৃষি বিলের প্রতিবাদে পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা দীর্ঘদিন ধরে আন্দোলনরত ৷ সম্প্রতি উত্তরপ্রদেশে আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মোদির মন্ত্রিসভার মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র টেনির বিরুদ্ধে ৷ যার প্রতিবাদ উত্তাল সারা দেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.