হায়দরাবাদ, 2 জুলাই: শনিবার থেকে হায়দরাবাদে শুরু হয়েছে বিজেপি'র দু'দিনের জাতীয় কার্যকরী সমিতির বৈঠক (BJP National Executive Meet) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত রয়েছেন ৷ রয়েছেন বিজেপি শাসিত 19টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা ৷
আরও পড়ুন: হায়দরাবাদে বিজেপির কার্যকরী সমিতির বৈঠক শুরু আজ, একইদিনে তেলেঙ্গানায় যশবন্ত
হায়দরাবাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই বৈঠকের ফাঁকে শনিবার ইটিভি ভারতের মুখোমুখি হন কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী অর্জুন মুন্ডা ৷ এবার রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বেছে নিয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে ৷ ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন মুন্ডা বলেন, "আদিবাসী সম্প্রদায়ের একজন মহিলাকে রাষ্ট্রপতি পদের জন্য বেছে নিয়েছে এনডিএ ৷ এটা গর্বের বিষয় ৷ রাজনীতির ঊর্ধ্বে উঠে সব সাংসদ, বিধায়কদের উচিত দ্রৌপদী মুর্মুকে সমর্থন করা ৷"