ETV Bharat / bharat

Amit Shah in J-K: তিনদিনের জম্মু-কাশ্মীর সফরে অমিত শাহ, নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠক

তিনদিনের জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) সফরে সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) পৌঁছালেন শ্রীনগরে ৷ নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠকও করেছেন বলে খবর ৷ অন্যদিকে সোমাবার রাতেই জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে সোপিয়ানে (Security Forces Search Operation in Shopian) ৷

Union Home Minister Amit Shah is in Jammu and Kashmir for a three-day tour
Amit Shah in J-K: তিনদিনের জম্মু-কাশ্মীর সফরে অমিত শাহ, নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠক
author img

By

Published : Oct 4, 2022, 8:22 AM IST

শ্রীনগর, 4 অক্টোবর : জম্মু ও কাশ্মীর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Jammu and Kashmir) ৷ সোমবার রাতে তিনি শ্রীনগরে পৌঁছান ৷ তিনদিন তিনি ভূস্বর্গে থাকবেন ৷ যোগ দেবেন একাধিক কর্মসূচিতে ৷

এদিকে সোমবার সন্ধ্যা থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে (Shopian) পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে ৷ শ্রীনগর থেকে 50 কিলোমিটার দূরে সোপিয়ানের আমারবাগ ইমাম সাহিব এলাকায় ওই অভিযান হয়েছে ৷ সেখানে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর রয়েছে বলে জানা গিয়েছে ৷ সেই কারণে পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী (Security Forces Search Operation in Shopian) ৷

তল্লাশি চলেছে রাতভর ৷ তবে এখনও কোনও জঙ্গি ধরা পড়ার খবর মেলেনি ৷ এনকাউন্টারেরও খবর পাওয়া যায়নি ৷ তবে এনকাউন্টারের আশঙ্কায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছিল রাতেই ৷

এদিকে অমিত শাহের সফরের জন্যই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে জম্মু ও কাশ্মীরে ৷ সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমান বন্দরে উপ-রাজ্যপাল মনোজ সিনহা, বিজেপির জম্মু ও কাশ্মীরের সভাপতি রবিন্দর রানা, বিজেপি নেতা কবিন্দর গুপ্ত ও অন্য সিনিয়র নেতারা ৷ বিমান বন্দর থেকে সোজা রাজভবনে চলে যান ৷ সেখানে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷

আরও পড়ুন : ভূস্বর্গে শীর্ষ পুলিশকর্তার দেহ উদ্ধার, হত্যা বলে প্রাথমিক অনুমান

শ্রীনগর, 4 অক্টোবর : জম্মু ও কাশ্মীর সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Jammu and Kashmir) ৷ সোমবার রাতে তিনি শ্রীনগরে পৌঁছান ৷ তিনদিন তিনি ভূস্বর্গে থাকবেন ৷ যোগ দেবেন একাধিক কর্মসূচিতে ৷

এদিকে সোমবার সন্ধ্যা থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে (Shopian) পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে ৷ শ্রীনগর থেকে 50 কিলোমিটার দূরে সোপিয়ানের আমারবাগ ইমাম সাহিব এলাকায় ওই অভিযান হয়েছে ৷ সেখানে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর রয়েছে বলে জানা গিয়েছে ৷ সেই কারণে পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী (Security Forces Search Operation in Shopian) ৷

তল্লাশি চলেছে রাতভর ৷ তবে এখনও কোনও জঙ্গি ধরা পড়ার খবর মেলেনি ৷ এনকাউন্টারেরও খবর পাওয়া যায়নি ৷ তবে এনকাউন্টারের আশঙ্কায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছিল রাতেই ৷

এদিকে অমিত শাহের সফরের জন্যই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে জম্মু ও কাশ্মীরে ৷ সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমান বন্দরে উপ-রাজ্যপাল মনোজ সিনহা, বিজেপির জম্মু ও কাশ্মীরের সভাপতি রবিন্দর রানা, বিজেপি নেতা কবিন্দর গুপ্ত ও অন্য সিনিয়র নেতারা ৷ বিমান বন্দর থেকে সোজা রাজভবনে চলে যান ৷ সেখানে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷

আরও পড়ুন : ভূস্বর্গে শীর্ষ পুলিশকর্তার দেহ উদ্ধার, হত্যা বলে প্রাথমিক অনুমান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.