ETV Bharat / bharat

Covid Response Mock Drill: করোনা পরিস্থিতি সামলানোর সক্ষমতা দেখতে 27 ডিসেম্বর দেশের সব হাসপাতালে মক ড্রিলের সিদ্ধান্ত - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ (Covid Infection) ৷ এই পরিস্থিতিতে সতর্ক ভারত সরকার ৷ এই মুহূর্তে দেশের হাসপাতালগুলির কী পরিস্থিতি খতিয়ে দেখতে চায় কেন্দ্র ৷ তাই আগামী 27 ডিসেম্বর দেশের সব হাসপাতালে মক ড্রিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার (Covid Response Mock Drill) ৷

Covid Response Mock Drill
হাসপাতালে মক ড্রিলের সিদ্ধান্ত
author img

By

Published : Dec 23, 2022, 4:58 PM IST

নয়াদিল্লি, 23 ডিসেম্বর: জরুরি ভিত্তিতে করোনা পরিস্থিতি (Covid Situation) সামলানোর জন্য কতটা প্রস্তুত ভারত ৷ সারা দেশের হাসপাতালগুলিতে মক ড্রিল (Covid Response Mock Drill) করে তা খতিয়ে দেখা হবে ৷ আগামী মঙ্গলবার, 27 ডিসেম্বর ওই মক ড্রিল হবে বলে জানা গিয়েছে ৷ সংবাদসংস্থা এএনআইকে সরকারি একটি সূত্র থেকে এই তথ্য জানানো হয়েছে ৷ ওই সূত্র আরও জানিয়েছে যে এই মক ড্রিলে অংশ নেবেন স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) ৷

প্রসঙ্গত, এখানে উল্লেখ করা প্রয়োজন, চিনে নতুন করে করোনার সংক্রমণ (Covid Infection) বৃদ্ধি পেতে শুরু করেছে ৷ এবার করোনার বিএফ 7 ভ্যারিয়্যান্টে (BF 7 Variant) সংক্রামিত হচ্ছেন চিনের মানুষ ৷ ধীরে ধীরে অন্য দেশেও ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়্যান্ট ৷ ভারতে চলতি বছরের জুলাই থেকে অক্টোবরের মধ্যে অন্তত চারজন করোনার এই ভ্যারিয়্যান্টে (Covid New Variant) আক্রান্ত হয়েছে এই দেশে ৷

তার পরও এই নিয়ে আগে থেকেই সতর্ক সরকার ৷ আসন্ন উৎসবের মরশুমে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে । কেন্দ্রের তরফে ভারত ও চিনের মধ্যে ফ্লাইটের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে 2 শতাংশের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এছাড়া স্বাস্থ্যমন্ত্রক গত 20 ডিসেম্বর রাজ্যগুলিকে জিনোম সিকোয়েন্সিং (Genome Sequencing) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার পরামর্শ দিয়েছে । 21 ডিসেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একটি উচ্চ-পর্যায়ের বৈঠকও করেছিলেন ৷ সেখানে রাজ্যগুলিকে কোভিড-19 পরিস্থিতি নিয়ে নজরদারি, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য জনস্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনা করার জন্য ।

বিএফ 7 নিয়ে সারা বিশ্বের পরিস্থিতির কথা মাথায় রেখে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) দেশের চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন ৷ রাজ্যগুলিকে কোভিড বিধিগুলি কঠোরভাবে প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে । মানুষকে মাস্ক পরতে, স্যানিটাইজার ব্যবহার করতে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে ।

এবার হাসপাতালগুলি কতটা প্রস্তুত, সেটাও খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় সরকার ৷ সেই কারণেই তাদের তরফে এই ব্যবস্থা নেওয়া হতে চলেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷

আরও পড়ুন: করোনা সংক্রমণ নিয়ে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মনসুখ মাণ্ডব্যর

নয়াদিল্লি, 23 ডিসেম্বর: জরুরি ভিত্তিতে করোনা পরিস্থিতি (Covid Situation) সামলানোর জন্য কতটা প্রস্তুত ভারত ৷ সারা দেশের হাসপাতালগুলিতে মক ড্রিল (Covid Response Mock Drill) করে তা খতিয়ে দেখা হবে ৷ আগামী মঙ্গলবার, 27 ডিসেম্বর ওই মক ড্রিল হবে বলে জানা গিয়েছে ৷ সংবাদসংস্থা এএনআইকে সরকারি একটি সূত্র থেকে এই তথ্য জানানো হয়েছে ৷ ওই সূত্র আরও জানিয়েছে যে এই মক ড্রিলে অংশ নেবেন স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) ৷

প্রসঙ্গত, এখানে উল্লেখ করা প্রয়োজন, চিনে নতুন করে করোনার সংক্রমণ (Covid Infection) বৃদ্ধি পেতে শুরু করেছে ৷ এবার করোনার বিএফ 7 ভ্যারিয়্যান্টে (BF 7 Variant) সংক্রামিত হচ্ছেন চিনের মানুষ ৷ ধীরে ধীরে অন্য দেশেও ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়্যান্ট ৷ ভারতে চলতি বছরের জুলাই থেকে অক্টোবরের মধ্যে অন্তত চারজন করোনার এই ভ্যারিয়্যান্টে (Covid New Variant) আক্রান্ত হয়েছে এই দেশে ৷

তার পরও এই নিয়ে আগে থেকেই সতর্ক সরকার ৷ আসন্ন উৎসবের মরশুমে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে । কেন্দ্রের তরফে ভারত ও চিনের মধ্যে ফ্লাইটের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে 2 শতাংশের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এছাড়া স্বাস্থ্যমন্ত্রক গত 20 ডিসেম্বর রাজ্যগুলিকে জিনোম সিকোয়েন্সিং (Genome Sequencing) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার পরামর্শ দিয়েছে । 21 ডিসেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একটি উচ্চ-পর্যায়ের বৈঠকও করেছিলেন ৷ সেখানে রাজ্যগুলিকে কোভিড-19 পরিস্থিতি নিয়ে নজরদারি, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য জনস্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনা করার জন্য ।

বিএফ 7 নিয়ে সারা বিশ্বের পরিস্থিতির কথা মাথায় রেখে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) দেশের চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন ৷ রাজ্যগুলিকে কোভিড বিধিগুলি কঠোরভাবে প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে । মানুষকে মাস্ক পরতে, স্যানিটাইজার ব্যবহার করতে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে ।

এবার হাসপাতালগুলি কতটা প্রস্তুত, সেটাও খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় সরকার ৷ সেই কারণেই তাদের তরফে এই ব্যবস্থা নেওয়া হতে চলেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷

আরও পড়ুন: করোনা সংক্রমণ নিয়ে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মনসুখ মাণ্ডব্যর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.