ETV Bharat / bharat

টিকাকরণ নিয়ে অনলাইন ডেটিং অ্যাপগুলির সঙ্গে গাঁটছড়া বাঁধল ব্রিটিশ সরকার - ব্রিটিশ সরকার

অনলাইন ডেটিং অ্যাপগুলির মাধ্যমে এবার প্রাপ্তবয়স্কদের করোনা টিকাকরণে উৎসাহ জোগানোর জন্য ব্রিটিশ সরকার গাঁটছড়া বেঁধেছে ৷ টিন্ডার, ম্যাচ, হিঞ্জের মতো ডেটিং অ্যাপগুলি ইতিমধ্যেই এবিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ৷

টিকাকরণ নিয়ে অনলাইন ডেটিং অ্যাপগুলির সঙ্গে গাঁটছড়া বাঁধল বিট্রিশ সরকার
টিকাকরণ নিয়ে অনলাইন ডেটিং অ্যাপগুলির সঙ্গে গাঁটছড়া বাঁধল বিট্রিশ সরকার
author img

By

Published : Jun 8, 2021, 3:34 PM IST

লন্ডন, 8 জুন : এখনও করোনা ভাইরাসের সঙ্গে যুজছে বিশ্ববাসী ৷ এই পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব বেশীর ভাগকে করোনার টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে ব্রিটিশ সরকার ৷ এবার অনলাইন ডেটিং অ্যাপগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে লক্ষ্যপূরণে নামল সরকার ৷ টিন্ডার, ম্যাচ, হিঞ্জের মতো ডেটিং অ্যাপগুলি সরকারের ‘প্রতিটি টিকা আমাদের আশা জোগায়’ প্রচারকে সমর্থন করলে অ্যাপগুলিতে নতুন বৈশিষ্ট্য যোগ হবে ৷

এর ফলে অ্যাপ ব্যবহারকারীরা তাঁদের নিজেদের ডেটিং অ্যাপের প্রোফাইলে টিকা নিয়েছেন কিনা বা সরকারের টিকাকরণের নীতিকে সমর্থন করেন কিনা , সে বিষয়ে তথ্য যোগ করতে পারবেন ৷ পাশাপাশি এই তথ্যের উপর ভিত্তি করে অ্যাপগুলি অ্যাপ-অ্যাপ্লিকেশন বোনাস দেওয়ার সুযোগ দেবে ৷ পাশাপাশি টিকা নিলে অ্যাপ ব্যবহারকারীদের প্রোফাইলে ব্যাজ দেওয়া হবে ৷

একটি সমীক্ষায় দেখা গিয়েছে , প্রায় 59 শতাংশ প্রাপ্তবয়স্ক অনলাইন ডেটিং অ্যাপগুলিতে তাঁদের সঙ্গে ম্যাচ হওয়া ডেটের টিকাকরণ হয়েছে কিনা তা জানতে বেশী আগ্রহ দেখাচ্ছেন ৷ পাশাপাশি টিকা না নেওয়া ব্যক্তিদের প্রতি বেশীরভাগই অনিচ্ছা দেখাচ্ছেন ৷ আবার 31 শতাংশ ব্যবহারকারী কেবলমাত্র টিকাকরণ হয়েছে এমন ব্যক্তির সঙ্গেই ডেট করতে বেশী আগ্রহ প্রকাশ করছেন ৷

আরও পড়ুন : মোদির সঙ্গে বৈঠক উদ্ধবের ; আলোচনায় মারাঠা কোটা, তখতের ত্রাণ !

অনলাইন ডেটিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তা জর্জ কিড জানিয়েছেন, ব্রিটেনের প্রায় 10 মিলিয়ন মানুষ অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করেন ৷ এক-তৃতীয়াংশ সম্পর্কগুলি অনলাইন অ্যাপ থেকেই শুরু হয় ৷ করোনা পরিস্থিতিতে যখন মানুষের সঙ্গে দেখা করা সম্ভব নয় , সেইসময় অনলাইন ডেটিং অ্যাপগুলির মাধ্যমে অনায়াসেই বন্ধু পাওয়া যাবে ৷

প্রসঙ্গত , সরকারি পরিসংখ্যান অনুযায়ী , ব্রিটেনে 40.3 মিলিয়নের বেশি মানুষকে ইতিমধ্যেই করোনার প্রথম টিকা দেওয়া হয়ে গিয়েছে ৷

লন্ডন, 8 জুন : এখনও করোনা ভাইরাসের সঙ্গে যুজছে বিশ্ববাসী ৷ এই পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব বেশীর ভাগকে করোনার টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে ব্রিটিশ সরকার ৷ এবার অনলাইন ডেটিং অ্যাপগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে লক্ষ্যপূরণে নামল সরকার ৷ টিন্ডার, ম্যাচ, হিঞ্জের মতো ডেটিং অ্যাপগুলি সরকারের ‘প্রতিটি টিকা আমাদের আশা জোগায়’ প্রচারকে সমর্থন করলে অ্যাপগুলিতে নতুন বৈশিষ্ট্য যোগ হবে ৷

এর ফলে অ্যাপ ব্যবহারকারীরা তাঁদের নিজেদের ডেটিং অ্যাপের প্রোফাইলে টিকা নিয়েছেন কিনা বা সরকারের টিকাকরণের নীতিকে সমর্থন করেন কিনা , সে বিষয়ে তথ্য যোগ করতে পারবেন ৷ পাশাপাশি এই তথ্যের উপর ভিত্তি করে অ্যাপগুলি অ্যাপ-অ্যাপ্লিকেশন বোনাস দেওয়ার সুযোগ দেবে ৷ পাশাপাশি টিকা নিলে অ্যাপ ব্যবহারকারীদের প্রোফাইলে ব্যাজ দেওয়া হবে ৷

একটি সমীক্ষায় দেখা গিয়েছে , প্রায় 59 শতাংশ প্রাপ্তবয়স্ক অনলাইন ডেটিং অ্যাপগুলিতে তাঁদের সঙ্গে ম্যাচ হওয়া ডেটের টিকাকরণ হয়েছে কিনা তা জানতে বেশী আগ্রহ দেখাচ্ছেন ৷ পাশাপাশি টিকা না নেওয়া ব্যক্তিদের প্রতি বেশীরভাগই অনিচ্ছা দেখাচ্ছেন ৷ আবার 31 শতাংশ ব্যবহারকারী কেবলমাত্র টিকাকরণ হয়েছে এমন ব্যক্তির সঙ্গেই ডেট করতে বেশী আগ্রহ প্রকাশ করছেন ৷

আরও পড়ুন : মোদির সঙ্গে বৈঠক উদ্ধবের ; আলোচনায় মারাঠা কোটা, তখতের ত্রাণ !

অনলাইন ডেটিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তা জর্জ কিড জানিয়েছেন, ব্রিটেনের প্রায় 10 মিলিয়ন মানুষ অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করেন ৷ এক-তৃতীয়াংশ সম্পর্কগুলি অনলাইন অ্যাপ থেকেই শুরু হয় ৷ করোনা পরিস্থিতিতে যখন মানুষের সঙ্গে দেখা করা সম্ভব নয় , সেইসময় অনলাইন ডেটিং অ্যাপগুলির মাধ্যমে অনায়াসেই বন্ধু পাওয়া যাবে ৷

প্রসঙ্গত , সরকারি পরিসংখ্যান অনুযায়ী , ব্রিটেনে 40.3 মিলিয়নের বেশি মানুষকে ইতিমধ্যেই করোনার প্রথম টিকা দেওয়া হয়ে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.