ETV Bharat / bharat

Hijab row: হিজাব ছাড়া কলেজে যাবেন না, জানিয়ে দিলেন কর্নাটকের মামলাকারী ছাত্রীরা - Karnataka HC verdict on Hijab row

কর্নাটক হাইকোর্টে যাঁরা মামলা করেছিলেন, তাঁদের একজন মঙ্গলবার জানিয়েছেন যে আইনি প্রক্রিয়ায় চলবে লড়াই (Udupi Muslim girls say they will not go to college without hijab and fight it legally) ৷

udupi-muslim-girls-say-they-will-not-go-to-college-without-hijab-to-fight-it-legally
Hijab row: হিজাব ছাড়া কলেজে যাবেন না, জানিয়ে দিলেন কর্নাটকের মামলাকারী ছাত্রীরা
author img

By

Published : Mar 15, 2022, 7:55 PM IST

উদিপী (কর্নাটক), 15 মার্চ : হিজাব ছাড়া কলেজে যাবেন না, জানিয়ে দিলেন মুসলিম ছাত্রীরা ৷ ওই ছাত্রীরাই কর্নাটক হাইকোর্টে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ব্যবহার করার দাবিতে মামলা করেছিলেন ৷ তাঁরা জানিয়েছেন, ‘সুবিচার’ না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন (Udupi Muslim girls say they will not go to college without hijab and fight it legally) ৷

কর্নাটকে হিজাব বিতর্কে মঙ্গলবার রায় দিয়েছে ওই রাজ্যের হাইকোর্ট (Karnataka HC verdict on Hijab row) ৷ আদালত জানিয়েছে, হিজাব ইসলামে বাধ্যামূলক নয় ৷ শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক বিধি মেনে চলতে ৷ হিজাব পরা চলবে না ৷ তার পরই ওই ছাত্রীদের মধ্যে একজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেছেন ৷ তাঁর দাবি, আইনি পথেই তাঁরা লড়াই চালিয়ে যাবেন ৷

পাশাপাশি তাঁর দাবি, আদালতের রায় অসাংবিধানিক ৷ সংবিধান প্রত্যেককে নিজের ধর্ম মেনে চলার অধিকার দিয়েছে ৷ যা চাই, সেটাই পরতে চায় ৷ তাঁর আরও দাবি, আদালতে যাওয়ার পরই গত 5 ফেব্রুয়ারি হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ওই নিষেধাজ্ঞা জারি করে সেখানকার সরকার বিষয়টি ইস্যু করতে চাইছে (Hijab ban controversy) ৷

এদিকে কর্নাটকের ইয়াদাগিরিতে পরীক্ষা বয়কট করেছেন বহু পড়ুয়া ৷ হাইকোর্টের রায়ের প্রতিবাদেই এই বয়কট বলে পরীক্ষার্থীরা জানিয়েছেন ৷ এছাড়া ওই রাজ্যের বেশ কিছু স্কুল-কলেজ আজ ছুটি ঘোষণা করেছিল, উত্তজেনা এড়ানোর জন্য ৷

আরও পড়ুন : Karnataka HC dismiss Hijab row : হিজাব পরা ধর্মীয় রীতি নয়, মামলা খারিজ কর্নাটক হাইকোর্টে

উদিপী (কর্নাটক), 15 মার্চ : হিজাব ছাড়া কলেজে যাবেন না, জানিয়ে দিলেন মুসলিম ছাত্রীরা ৷ ওই ছাত্রীরাই কর্নাটক হাইকোর্টে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ব্যবহার করার দাবিতে মামলা করেছিলেন ৷ তাঁরা জানিয়েছেন, ‘সুবিচার’ না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন (Udupi Muslim girls say they will not go to college without hijab and fight it legally) ৷

কর্নাটকে হিজাব বিতর্কে মঙ্গলবার রায় দিয়েছে ওই রাজ্যের হাইকোর্ট (Karnataka HC verdict on Hijab row) ৷ আদালত জানিয়েছে, হিজাব ইসলামে বাধ্যামূলক নয় ৷ শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক বিধি মেনে চলতে ৷ হিজাব পরা চলবে না ৷ তার পরই ওই ছাত্রীদের মধ্যে একজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেছেন ৷ তাঁর দাবি, আইনি পথেই তাঁরা লড়াই চালিয়ে যাবেন ৷

পাশাপাশি তাঁর দাবি, আদালতের রায় অসাংবিধানিক ৷ সংবিধান প্রত্যেককে নিজের ধর্ম মেনে চলার অধিকার দিয়েছে ৷ যা চাই, সেটাই পরতে চায় ৷ তাঁর আরও দাবি, আদালতে যাওয়ার পরই গত 5 ফেব্রুয়ারি হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ওই নিষেধাজ্ঞা জারি করে সেখানকার সরকার বিষয়টি ইস্যু করতে চাইছে (Hijab ban controversy) ৷

এদিকে কর্নাটকের ইয়াদাগিরিতে পরীক্ষা বয়কট করেছেন বহু পড়ুয়া ৷ হাইকোর্টের রায়ের প্রতিবাদেই এই বয়কট বলে পরীক্ষার্থীরা জানিয়েছেন ৷ এছাড়া ওই রাজ্যের বেশ কিছু স্কুল-কলেজ আজ ছুটি ঘোষণা করেছিল, উত্তজেনা এড়ানোর জন্য ৷

আরও পড়ুন : Karnataka HC dismiss Hijab row : হিজাব পরা ধর্মীয় রীতি নয়, মামলা খারিজ কর্নাটক হাইকোর্টে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.