উদিপী (কর্নাটক), 15 মার্চ : হিজাব ছাড়া কলেজে যাবেন না, জানিয়ে দিলেন মুসলিম ছাত্রীরা ৷ ওই ছাত্রীরাই কর্নাটক হাইকোর্টে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ব্যবহার করার দাবিতে মামলা করেছিলেন ৷ তাঁরা জানিয়েছেন, ‘সুবিচার’ না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন (Udupi Muslim girls say they will not go to college without hijab and fight it legally) ৷
কর্নাটকে হিজাব বিতর্কে মঙ্গলবার রায় দিয়েছে ওই রাজ্যের হাইকোর্ট (Karnataka HC verdict on Hijab row) ৷ আদালত জানিয়েছে, হিজাব ইসলামে বাধ্যামূলক নয় ৷ শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক বিধি মেনে চলতে ৷ হিজাব পরা চলবে না ৷ তার পরই ওই ছাত্রীদের মধ্যে একজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেছেন ৷ তাঁর দাবি, আইনি পথেই তাঁরা লড়াই চালিয়ে যাবেন ৷
পাশাপাশি তাঁর দাবি, আদালতের রায় অসাংবিধানিক ৷ সংবিধান প্রত্যেককে নিজের ধর্ম মেনে চলার অধিকার দিয়েছে ৷ যা চাই, সেটাই পরতে চায় ৷ তাঁর আরও দাবি, আদালতে যাওয়ার পরই গত 5 ফেব্রুয়ারি হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ওই নিষেধাজ্ঞা জারি করে সেখানকার সরকার বিষয়টি ইস্যু করতে চাইছে (Hijab ban controversy) ৷
এদিকে কর্নাটকের ইয়াদাগিরিতে পরীক্ষা বয়কট করেছেন বহু পড়ুয়া ৷ হাইকোর্টের রায়ের প্রতিবাদেই এই বয়কট বলে পরীক্ষার্থীরা জানিয়েছেন ৷ এছাড়া ওই রাজ্যের বেশ কিছু স্কুল-কলেজ আজ ছুটি ঘোষণা করেছিল, উত্তজেনা এড়ানোর জন্য ৷
আরও পড়ুন : Karnataka HC dismiss Hijab row : হিজাব পরা ধর্মীয় রীতি নয়, মামলা খারিজ কর্নাটক হাইকোর্টে