ETV Bharat / bharat

Sisters Death in Firing: দিল্লিতে ভাইকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু দুই দিদির - আম্বেদকর বস্তি

টাকার লেনদেন নিয়ে ভাইয়ের সঙ্গে দুষ্কৃতীদের ঝামেলা ৷ তার জেরেই গুলিতে প্রাণ গেল দুই দিদির ৷ ঘটনাটি দিল্লির আম্বেদকর বস্তির ৷

rapid firing
দুষ্কৃতীদের গুলিতে দুই বোনের মৃত্যু
author img

By

Published : Jun 18, 2023, 12:31 PM IST

নয়াদিল্লি, 18 জুন: রবিবার ভোররাতে রাজধানী দিল্লিতে চলল গুলি ৷ দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে দুই বোনের ৷ ঘটনাটি ঘটেছে আরকে পুরম এলাকার আম্বেদকর বস্তির কাছে ৷ জানা গিয়েছে, দুই দিদি ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তখনও ওই দু'জনের দেহে প্রাণ ৷ এরপর আহত দু'জনকে নিয়ে গিয়ে সফদরজং হাসপাতালে ভরতি করে পুলিশ ৷ সেখানে মৃত্যু হয় তাঁদের । গুলি চালানোর এই ঘটনার ভিডিয়োও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ।

দক্ষিণ পশ্চিম দিল্লির ডিসিপি মনোজ সি জানান, আজ ভোর 4:40 নাগাদ আরকে পুরম থানায় একটি পিসিআর কল আসে ৷ যাতে বলা হয় যে কিছু দুষ্কৃতীরা আম্বেদকর নগর বস্তিতে দুই বোনকে গুলি করেছে । খবর পেয়ে স্থানীয় পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখানে গিয়ে দেখা যায়, পিঙ্কি (30) ও জ্যোতি (29) গুলিবিদ্ধ হয়েছেন । সঙ্গে সঙ্গে তাঁদেরকে সফদরজং হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই মৃত্যু হয় দুই বোনের ৷ জানা গিয়েছে, হামলাকারীরা মূলত নিহতের ভাইকে আক্রমণ করতে এসেছিল । টাকার লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে কিছু ঝামেলা হয়েছিল । আরকে পুরম থানার পুলিশ খুনের ঘটনায় একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে ।

আরও পড়ুন: মহেশতলায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য, এলাকা দখলের লড়াইয়ে চলল গুলি!

স্থানীয় সূত্রের খবর, আর কে পুরমের আম্বেদকর বস্তিতে টাকা নিয়ে নিহতদের ভাই ও দুষ্কৃতীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ ছিল ৷ যায় কারণে রবিবার ভোরবেলা কয়েকজন নিহতের বাড়িতে গিয়ে দরজা ধাক্কায় । কিন্তু কেউ দরজা না খোলায় কিছু লোক গুলি চালাতে থাকে ৷ সেই গুলিতেই দুই বোনের মৃত্যু হয়েছে ৷ ঘটনার পর সেখানে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ এসে তাঁদের হাসপাতালে নিয়ে যায় ৷ দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

নয়াদিল্লি, 18 জুন: রবিবার ভোররাতে রাজধানী দিল্লিতে চলল গুলি ৷ দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে দুই বোনের ৷ ঘটনাটি ঘটেছে আরকে পুরম এলাকার আম্বেদকর বস্তির কাছে ৷ জানা গিয়েছে, দুই দিদি ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তখনও ওই দু'জনের দেহে প্রাণ ৷ এরপর আহত দু'জনকে নিয়ে গিয়ে সফদরজং হাসপাতালে ভরতি করে পুলিশ ৷ সেখানে মৃত্যু হয় তাঁদের । গুলি চালানোর এই ঘটনার ভিডিয়োও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ।

দক্ষিণ পশ্চিম দিল্লির ডিসিপি মনোজ সি জানান, আজ ভোর 4:40 নাগাদ আরকে পুরম থানায় একটি পিসিআর কল আসে ৷ যাতে বলা হয় যে কিছু দুষ্কৃতীরা আম্বেদকর নগর বস্তিতে দুই বোনকে গুলি করেছে । খবর পেয়ে স্থানীয় পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখানে গিয়ে দেখা যায়, পিঙ্কি (30) ও জ্যোতি (29) গুলিবিদ্ধ হয়েছেন । সঙ্গে সঙ্গে তাঁদেরকে সফদরজং হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই মৃত্যু হয় দুই বোনের ৷ জানা গিয়েছে, হামলাকারীরা মূলত নিহতের ভাইকে আক্রমণ করতে এসেছিল । টাকার লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে কিছু ঝামেলা হয়েছিল । আরকে পুরম থানার পুলিশ খুনের ঘটনায় একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে ।

আরও পড়ুন: মহেশতলায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য, এলাকা দখলের লড়াইয়ে চলল গুলি!

স্থানীয় সূত্রের খবর, আর কে পুরমের আম্বেদকর বস্তিতে টাকা নিয়ে নিহতদের ভাই ও দুষ্কৃতীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ ছিল ৷ যায় কারণে রবিবার ভোরবেলা কয়েকজন নিহতের বাড়িতে গিয়ে দরজা ধাক্কায় । কিন্তু কেউ দরজা না খোলায় কিছু লোক গুলি চালাতে থাকে ৷ সেই গুলিতেই দুই বোনের মৃত্যু হয়েছে ৷ ঘটনার পর সেখানে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ এসে তাঁদের হাসপাতালে নিয়ে যায় ৷ দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.