ETV Bharat / bharat

বিহারে বিষমদ পানে মৃত 3 - kaimur

ভেজাল মদ পান মৃত তিন । গুরুতরভাবে অসুস্থ আরও দুই ।

মদ
পর
author img

By

Published : Feb 6, 2021, 6:14 PM IST

ভাভুয়া (বিহার), 6 ফেব্রুয়ারি : বিহারের কইমুর জেলার কুরাশন গ্রামের ভাভুয়া থানায় এলাকায় ভেজাল মদ্যপান করে মৃত তিন ব্যক্তি । অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও দুই । একজনের শারীরিক অবস্থা গুরুতর ।

এক গ্রামবাসীর বক্তব্য অনুযায়ী, গ্রামে এই মদ সহজলভ্য । পুলিশ তল্লাশি চালালে এই মদ লুকিয়ে ফেলা হয় । ছয়জন এই ভেজাল মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং আমি প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাই । ভাভুয়া সাব ডিভিশনাল পুলিশ অফিসার সুনিতা কুমারি এবিষয়ে কোনও বক্তব্য দিতে নারাজ । ময়নাতদন্তের রিপোর্টে আসা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে । এই মদ এলাকায় বানানো নাকি বাইরে থেকে আমদানি করা তা অজানা স্থানীয়দের ।

আরও পড়ুন : ভালো আছেন সু চি, দাবি মায়ানমারের সেনার

উল্লেখ্য, বিহার সরকার 2016 সালের 5 এপ্রিল মদের উৎপাদন, বাণিজ্য, স্টোরেজ পরিবহন, বিক্রি এবং মদ্যপানের উপর নিষেধাঞ্জা জারি করে । এই নিষেধাঞ্জা ভঙ্গ করলে শাস্তিমূলক আইন রয়েছে ।

ভাভুয়া (বিহার), 6 ফেব্রুয়ারি : বিহারের কইমুর জেলার কুরাশন গ্রামের ভাভুয়া থানায় এলাকায় ভেজাল মদ্যপান করে মৃত তিন ব্যক্তি । অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও দুই । একজনের শারীরিক অবস্থা গুরুতর ।

এক গ্রামবাসীর বক্তব্য অনুযায়ী, গ্রামে এই মদ সহজলভ্য । পুলিশ তল্লাশি চালালে এই মদ লুকিয়ে ফেলা হয় । ছয়জন এই ভেজাল মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং আমি প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাই । ভাভুয়া সাব ডিভিশনাল পুলিশ অফিসার সুনিতা কুমারি এবিষয়ে কোনও বক্তব্য দিতে নারাজ । ময়নাতদন্তের রিপোর্টে আসা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে । এই মদ এলাকায় বানানো নাকি বাইরে থেকে আমদানি করা তা অজানা স্থানীয়দের ।

আরও পড়ুন : ভালো আছেন সু চি, দাবি মায়ানমারের সেনার

উল্লেখ্য, বিহার সরকার 2016 সালের 5 এপ্রিল মদের উৎপাদন, বাণিজ্য, স্টোরেজ পরিবহন, বিক্রি এবং মদ্যপানের উপর নিষেধাঞ্জা জারি করে । এই নিষেধাঞ্জা ভঙ্গ করলে শাস্তিমূলক আইন রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.