ETV Bharat / bharat

Leopards Electrocuted in Rajasthan: রাজস্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2টি স্ত্রী চিতাবাঘের মৃত্যু - চিতাবাঘ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’টি স্ত্রী চিতাবাঘের মৃত্যু হল রাজস্থানের রাজসমন্দ জেলার কুন্দওয়া গ্রামে (Leopards Electrocuted in Rajasthan) ৷ রবিবার রাতে ঝড়বৃষ্টির সময় বিদ্যুতের তার তাদের গায়ে ছিঁড়ে পড়ে ৷ গ্রামে খাবারের খোঁজে ঢুকেছিল চিতাবাঘ দু’টি ৷

Leopards Electrocuted in Rajasthan ETV BHARAT
Leopards Electrocuted in Rajasthan
author img

By

Published : Mar 20, 2023, 10:53 PM IST

রাজসমন্দ (রাজস্থান), 20 মার্চ: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল দু’টি স্ত্রী চিতাবাঘ (Two Female Leopards Electrocuted) ৷ রাজস্থানের রাজসমন্দ জেলার কুন্দওয়া গ্রামে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, ঝড়বৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটি ভেঙে যায় ৷ সেখানের একটি বিদ্যুৎবাহী তার চিতাবাঘ দু’টির গায়ে এসে পড়ে ৷ ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় দু’টি চিতাবাঘ দু’টি ৷ জানা গিয়েছে, দু’টি বন্যপ্রাণীর বয়স ছিল 6 বছর ও 2 বছর ৷ 11 কিলোওয়াটের বিদ্যুৎবাহী তার তাদের গায়ে ছিঁড়ে পড়েছিল (Live Wire Fell on Leopard) ৷

রবিবার রাতে রাজসমন্দ জেলার দেওঘর সাব-ডিভিশনের অন্তর্গত ওই গ্রামে ব্যাপক ঝড়বৃষ্টি হয় ৷ তার আগেই গ্রামে খাবারের সন্ধানে ঢুকেছিল চিতাবাঘ দু’টি ৷ সেই দু’টি স্থানীয় মার্বেল ডাম্পিং গ্রাউন্ডে লুকিয়ে ছিল ৷ ঝড়বৃষ্টি শুরু হতেই লোকালয়ে বেরিয়ে আসে দু’টি চিতাবাঘ ৷ সেই সময় বিদ্যুতের তার ছিঁড়ে তাদের গায়ে লাগে এবং মৃত্যু হয় ৷ l তবে, জঙ্গল সংলগ্ন এলাকায় ঝড়ের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতর ৷ বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে, সম্ভবত একটি বৈদ্যুতিক তার শর্ট-সার্কিট হয় ৷ সেই কারণে তারের ডি-লিংকে বিদ্যুৎ প্রবাহ বজায় ছিল ৷ সেই অংশটি ছিঁড়ে চিতাবাঘ দু’টির উপরে পড়ে যায় ৷

আরও পড়ুন: ফাঁসিদেওয়ায় উদ্ধার চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ

বন দফতরের আধিকারিক রাজেন্দ্র সিং চুন্দাওয়াত জানিয়েছেন, স্ত্রী চিতাবাঘ দু’টির মধ্যে একটি শাবক ছিল ৷ কুন্দোওয়া গ্রামের পঞ্চায়েত প্রধান কালুরাম গুরজার এক গ্রামবাসীকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন, কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে ৷ ওই গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘের মৃত্যুর বিষয়টি প্রথম নিশ্চিত করেন ৷ এরপর ওই এলাকার বন দফতরের আধিকারিক কমলেশ্বর সিং রাওয়াতকে চিতাবাঘের মৃত্যুর খবর পাঠানো হয় ৷ বন দফতরের আধিকারিক-সহ কয়েকজনের একটি দল সেখানে পৌঁছায় ৷ তাঁরা চিতাবাঘ দু’টির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেওঘরে পাঠিয়েছে ৷

রাজসমন্দ (রাজস্থান), 20 মার্চ: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল দু’টি স্ত্রী চিতাবাঘ (Two Female Leopards Electrocuted) ৷ রাজস্থানের রাজসমন্দ জেলার কুন্দওয়া গ্রামে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, ঝড়বৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটি ভেঙে যায় ৷ সেখানের একটি বিদ্যুৎবাহী তার চিতাবাঘ দু’টির গায়ে এসে পড়ে ৷ ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় দু’টি চিতাবাঘ দু’টি ৷ জানা গিয়েছে, দু’টি বন্যপ্রাণীর বয়স ছিল 6 বছর ও 2 বছর ৷ 11 কিলোওয়াটের বিদ্যুৎবাহী তার তাদের গায়ে ছিঁড়ে পড়েছিল (Live Wire Fell on Leopard) ৷

রবিবার রাতে রাজসমন্দ জেলার দেওঘর সাব-ডিভিশনের অন্তর্গত ওই গ্রামে ব্যাপক ঝড়বৃষ্টি হয় ৷ তার আগেই গ্রামে খাবারের সন্ধানে ঢুকেছিল চিতাবাঘ দু’টি ৷ সেই দু’টি স্থানীয় মার্বেল ডাম্পিং গ্রাউন্ডে লুকিয়ে ছিল ৷ ঝড়বৃষ্টি শুরু হতেই লোকালয়ে বেরিয়ে আসে দু’টি চিতাবাঘ ৷ সেই সময় বিদ্যুতের তার ছিঁড়ে তাদের গায়ে লাগে এবং মৃত্যু হয় ৷ l তবে, জঙ্গল সংলগ্ন এলাকায় ঝড়ের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতর ৷ বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে, সম্ভবত একটি বৈদ্যুতিক তার শর্ট-সার্কিট হয় ৷ সেই কারণে তারের ডি-লিংকে বিদ্যুৎ প্রবাহ বজায় ছিল ৷ সেই অংশটি ছিঁড়ে চিতাবাঘ দু’টির উপরে পড়ে যায় ৷

আরও পড়ুন: ফাঁসিদেওয়ায় উদ্ধার চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ

বন দফতরের আধিকারিক রাজেন্দ্র সিং চুন্দাওয়াত জানিয়েছেন, স্ত্রী চিতাবাঘ দু’টির মধ্যে একটি শাবক ছিল ৷ কুন্দোওয়া গ্রামের পঞ্চায়েত প্রধান কালুরাম গুরজার এক গ্রামবাসীকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন, কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে ৷ ওই গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘের মৃত্যুর বিষয়টি প্রথম নিশ্চিত করেন ৷ এরপর ওই এলাকার বন দফতরের আধিকারিক কমলেশ্বর সিং রাওয়াতকে চিতাবাঘের মৃত্যুর খবর পাঠানো হয় ৷ বন দফতরের আধিকারিক-সহ কয়েকজনের একটি দল সেখানে পৌঁছায় ৷ তাঁরা চিতাবাঘ দু’টির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেওঘরে পাঠিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.