হায়দরাবাদ, 1 জুলাই: দেশজুড়ে টুইটার বিভ্রাট (Twitter Outage) ৷ মাইক্রো ব্লগিং সাইট ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়তে হল গ্রাহকদের ৷ টুইট করার সময়ে ও টুইটার দেখার সময়ে অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে ৷ টুইটার কর্তৃপক্ষের তরফেও এই সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়েছে ৷ তারা এ জন্য ক্ষমা চেয়ে নিয়ে জানিয়েছে যে, তারা সমস্যা সমাধানের চেষ্টা করছে ৷
বৃহস্পতিবার সকালে টুইটার ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকরা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ আসতে থাকে ৷ অনেকে টুইট করতে পারছেন না ৷ আবার অনেকে টুইটার দেখতেই পাচ্ছেন না ৷ কারও আবার ল্যাপটপে টুইটার খুলছে না, কিন্তু ফোনে সাইটটি দিব্যি চলছে ৷
আরও পড়ুন: শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত কনটেন্ট থাকার অভিযোগ, ফের এফআইআর টুইটারের বিরুদ্ধে
এ ব্যাপারে টুইটারের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, "আপনাদের কয়েকজনের প্রোফাইলের টুইট হয়তো ওয়েবে লোড হচ্ছে না ৷ বর্তমানে আমরা এই সমস্যা সমাধানের জন্য কাজ করছি ৷ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ৷"
আরও পড়ুন : ফের বিতর্কে টুইটার, ভারতের মানচিত্রকে বিকৃত করে দেখানোর অভিযোগ
এই বিভ্রাটের জন্য মানুষের যে সমস্যা হয়েছে, সে জন্য ক্ষমা চেয়ে নিয়েছে টুইটার ৷ তারা পরে ফের টুইট করে লিখেছে, "এ বার প্রোফাইলে টুইট দেখা যাবে ৷ তবে ওয়েবে টুইটারের অন্য অংশগুলি হয়তো আপনার জন্য লোড হবে না ৷ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি ৷"