নয়াদিল্লি, 25 এপ্রিল : করোনা নিয়ে একাধিক ফেক নিউজ়কে ডিলিট করল টুইটার ৷ কেন্দ্রীয় সরকারের তরফে করোনা নিয়ে টুইটারে ফেক নিউজ় ছড়ানো হচ্ছিল বলে অভিযোগ করে ৷ তার পরেই টুইটারের তরফে পদক্ষেপ নেওয়া হয় ৷
মিডিয়ানামা নামে একটি প্রযুক্তি সম্পর্কিত সংবাদমাধ্য়ম জানিয়েছে, যে টুইটগুলি ডিলিট করা হয়েছে তারমধ্য়ে রয়েছে কংগ্রেসের লোকসভা সাংসদ রেবান্থ রেড্ডি, এরাজ্য়ের মন্ত্রী মলয় ঘটক, অভিনেতা বিনীত কুমার সিং পরিচালক বিনোদ কাপড়ি এবং অবিনাশ দাসের টুইট ৷
টুইটার ইন্ডিয়ার এক মুখপাত্র এই খবরের সত্য়তা জানিয়েছেন ৷ তাঁর কথায়, ভারত সরকারের কাছ থেকে বেশ কিছু অভিযোগ পেয়েই অসত্য় টুইটগুলির বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হয়ছে ৷
আরও পড়ুন- কেন্দ্র-রাজ্য একজোট হয়ে করোনাকে জয় করব: মোদির মন কি বাত
ওই মুখপাত্র জানিয়েছেন, "কোভিড নিয়ে যে অসত্য় তথ্য় টুইটারে ঘুরছে তা প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে ৷ প্রযুক্তিগত রিভিউ ও হিউম্য়ান রিভিউ করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে ৷ কোভিড সংক্রান্ত যে সব তথ্য়গুলি সেগুলি যাচাই করা হচ্ছে ৷ যে তথ্য়ের মধ্য়ে ভুল রয়েছে এবং যেগুলি সমাজে খারাপ প্রভাব ফেলতে পারে সেগুলি ডিলিট করে দেওয়া হচ্ছে ৷ "
এর পাশাপাশি যে সব ব্য়বহারকারী ওই ফেক তথ্য় আপলোড করেছে তাঁদের প্রত্য়েকে ইমেলের মাধ্য়মে সতর্ক করা হয়েছে ৷
ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, সরকারের সমালোচনা করার জন্য় ওই টুইটার হ্য়ান্ডেলের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হয়নি ৷ কিন্তু যেহেতু ওই অ্য়াকাউন্টগুলি ভুল খবর ছড়াচ্ছিল সেকারণে তাদের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হয়েছে ৷