ETV Bharat / bharat

Mamata Banerjee: শিলংয়ে মমতা-অভিষেক, উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন বাংলার মুখ্যমন্ত্রী

আগামী ফেব্রুয়ারিতে মেঘালয়ে বিধানসভা ভোট (Meghalaya Assembly Elections 2023) ৷ তার আগে সোমবার শিলং পৌঁছালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) ৷

trinamool-congress-workers-in-meghalaya-welcome-mamata-banerjee-and-abhishek-banerjee-at-shillong
Mamata Banerjee: শিলং পৌঁছলেন মমতা-অভিষেক, উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন বাংলার মুখ্যমন্ত্রী
author img

By

Published : Dec 12, 2022, 3:27 PM IST

শিলং (মেঘালয়), 12 ডিসেম্বর: মেঘালয় (Meghalaya) পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।

মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তাই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে শিলংয়ে (Shillong) । বহু মানুষ তথা দলের কর্মী-সমর্থকরা বাংলার মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এদিন শিলং বিমানবন্দরের বাইরে জমা হয়েছিলেন । বিমানবন্দরের বাইরে এদিন খাসি ভাষায় তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানালেন । মুখ্যমন্ত্রীও এই উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত ।

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা মুকুল সাংমা (Mukul Sangma) । ছিলেন মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতিও ।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন রয়েছে মেঘালয়ে (Meghalaya Assembly Elections 2023) । মনে করা হচ্ছে জানুয়ারির শুরুর দিকেই ভোট ঘোষণা হয়ে যেতে পারে সেখানে । তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

Trinamool Congress workers in Meghalaya welcome Mamata Banerjee and Abhishek Banerjee at Shillong
মমতাকে স্বাগত জানাচ্ছেন মেঘালয়ের তৃণমূল কর্মীরা

এই মুহূর্তে মেঘালয়ে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রধান বিরোধী দল হলেও প্রথমবার ষাট আসনেই লড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ময়দানে নেমেছে ঘাসফুল শিবির । আর তাই এই সফর থেকে মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়েও এক প্রস্থ আলোচনা হতে পারে ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন শিলংয়ের পা রেখেছেন, সেই সময় আরও একটি বিষয় ভীষণভাবে রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে । তা হল গত অক্টোবর মাসে অসম ও মেঘালয়ের সীমান্তবর্তী গ্রাম মুখরোতে অসম-মেঘালয় সীমান্তে চলে গুলি । এবং এই ঘটনায় মেঘালয়ের পাঁচজন বাসিন্দার মৃত্যু হয় । এই মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল । মৃত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস । মনে করা হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী এই সফরকালে মুখরো গুলি কাণ্ডে মৃত পরিবারগুলির সদস্যদের সঙ্গে দেখা করতে পারেন ৷

আরও পড়ুন: তিন দিনের সফরে আজ মেঘালয়ে যাচ্ছেন মমতা ও অভিষেক

শিলং (মেঘালয়), 12 ডিসেম্বর: মেঘালয় (Meghalaya) পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।

মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তাই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে শিলংয়ে (Shillong) । বহু মানুষ তথা দলের কর্মী-সমর্থকরা বাংলার মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এদিন শিলং বিমানবন্দরের বাইরে জমা হয়েছিলেন । বিমানবন্দরের বাইরে এদিন খাসি ভাষায় তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানালেন । মুখ্যমন্ত্রীও এই উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত ।

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা মুকুল সাংমা (Mukul Sangma) । ছিলেন মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতিও ।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন রয়েছে মেঘালয়ে (Meghalaya Assembly Elections 2023) । মনে করা হচ্ছে জানুয়ারির শুরুর দিকেই ভোট ঘোষণা হয়ে যেতে পারে সেখানে । তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

Trinamool Congress workers in Meghalaya welcome Mamata Banerjee and Abhishek Banerjee at Shillong
মমতাকে স্বাগত জানাচ্ছেন মেঘালয়ের তৃণমূল কর্মীরা

এই মুহূর্তে মেঘালয়ে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রধান বিরোধী দল হলেও প্রথমবার ষাট আসনেই লড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ময়দানে নেমেছে ঘাসফুল শিবির । আর তাই এই সফর থেকে মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়েও এক প্রস্থ আলোচনা হতে পারে ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন শিলংয়ের পা রেখেছেন, সেই সময় আরও একটি বিষয় ভীষণভাবে রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে । তা হল গত অক্টোবর মাসে অসম ও মেঘালয়ের সীমান্তবর্তী গ্রাম মুখরোতে অসম-মেঘালয় সীমান্তে চলে গুলি । এবং এই ঘটনায় মেঘালয়ের পাঁচজন বাসিন্দার মৃত্যু হয় । এই মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল । মৃত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস । মনে করা হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী এই সফরকালে মুখরো গুলি কাণ্ডে মৃত পরিবারগুলির সদস্যদের সঙ্গে দেখা করতে পারেন ৷

আরও পড়ুন: তিন দিনের সফরে আজ মেঘালয়ে যাচ্ছেন মমতা ও অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.