অমরাবতী (মহারাষ্ট্র), 17 নভেম্বর: স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ কর্মসূচি করছেন ৷ তাই বন্ধ স্বাস্থ্যপরিষেবা ৷ আর তার ফলে বিনা চিকিৎসায় মৃত্যু হল দুই আদিবাসী শিশু এবং দুই আদিবাসী মায়ের ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মেলঘাট অমরাবতী জেলার মেলঘাটের ফুলোরি গ্রামে ৷
সূত্রের খবর, পুরো অমরাবতী জেলায় চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদে নেমেছেন ৷ 1 হাজার 350 জন কর্মী 24 দিনের জন্য ধর্মঘট ডেকেছেন ৷ তাঁরা গত 3-4 বছর ধরে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় কাজ করছেন ৷ কিন্তু অন্য স্থায়ী সরকারি কর্মীদের সমান সুযোগ-সুবিধে পাচ্ছেন না ৷ বিক্ষোভকারী কর্মীদের মধ্যে রয়েছেন মহিলা স্বাস্থ্যকর্মীরাও ৷
এই অবস্থায় জেলায় স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে ৷ জানা গিয়েছে, দীপাবলির দু'দিন আগে ফুলোরি গ্রামে আদিবাসী সম্প্রদায়ভুক্ত দুই মা লক্ষ্মী কমল সিং ভিলাবেকর এবং সঞ্জনা ধান্দের মৃত্যু হয়েছে ৷ তাঁরা কোনও চিকিৎসা পাননি ৷ অন্যদিকে ধরণী উপজেলা হাসপাতালে বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছেন দুই শিশু ৷
বিক্ষোভকারীদের দাবি, স্বাস্থ্য পরিষেবায় চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হোক ৷ কর্মীদের নিয়মিত নিয়োগ প্রক্রিয়ার আওতায় আনা হোক ৷ যতদিন না পর্যন্ত চুক্তিভিত্তিক কর্মীদের এই নিয়োগ প্রক্রিয়ায় আনা হচ্ছে, ততদিন ওই কর্মীদের 'সমান কাজ, সমান পারিশ্রমিক' নীতির অধীনে সুযোগ-সুবিধে দেওয়া হোক ৷ এনএইচএম-এর আওতায় চুক্তিভিত্তিক আধিকারিকদের ইএসআই-এ চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ দিক সংশ্লিষ্ট প্রশাসন ৷ রাজ্যের দুঃস্থদের স্বাস্থ্য সমস্যা সমাধানে মহারাষ্ট্র সরকার এগিয়ে আসুক ৷ এরকম একাধিক দাবিদাওয়া নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন স্বাস্থ্যকর্মীরা ৷
এদিকে করোনাকালে এই কর্মীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ এবার প্রতিবাদ-বিক্ষোভ চলাকালীন দীপাবলি উদযাপন করেন স্বাস্থ্য কর্মীরা ৷ তাঁরা রাস্তায় প্রতিবাদের মধ্যে দিয়েই আলোর উৎসবে মেতে ওঠেন ৷
আরও পড়ুন: