ETV Bharat / bharat

অমরাবতীতে চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট, বিনা চিকিৎসায় মৃত্যু আদিবাসী মা ও শিশুর

Tribal Death Without Treatment in Maharashtra: মহারাষ্ট্রের অমরাবতী জেলায় স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ করছেন ৷ তাঁরা ন্যাশনাল হেলথ মিশনের আওতায় চুক্তিতে চাকরি করছেন ৷ এদিকে রাজ্যে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে ৷

ETV Bharat
অমরাবতীতে বিনা চিকিৎসায় মৃত মা ও শিশু
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 11:53 AM IST

অমরাবতী (মহারাষ্ট্র), 17 নভেম্বর: স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ কর্মসূচি করছেন ৷ তাই বন্ধ স্বাস্থ্যপরিষেবা ৷ আর তার ফলে বিনা চিকিৎসায় মৃত্যু হল দুই আদিবাসী শিশু এবং দুই আদিবাসী মায়ের ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মেলঘাট অমরাবতী জেলার মেলঘাটের ফুলোরি গ্রামে ৷

সূত্রের খবর, পুরো অমরাবতী জেলায় চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদে নেমেছেন ৷ 1 হাজার 350 জন কর্মী 24 দিনের জন্য ধর্মঘট ডেকেছেন ৷ তাঁরা গত 3-4 বছর ধরে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় কাজ করছেন ৷ কিন্তু অন্য স্থায়ী সরকারি কর্মীদের সমান সুযোগ-সুবিধে পাচ্ছেন না ৷ বিক্ষোভকারী কর্মীদের মধ্যে রয়েছেন মহিলা স্বাস্থ্যকর্মীরাও ৷

এই অবস্থায় জেলায় স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে ৷ জানা গিয়েছে, দীপাবলির দু'দিন আগে ফুলোরি গ্রামে আদিবাসী সম্প্রদায়ভুক্ত দুই মা লক্ষ্মী কমল সিং ভিলাবেকর এবং সঞ্জনা ধান্দের মৃত্যু হয়েছে ৷ তাঁরা কোনও চিকিৎসা পাননি ৷ অন্যদিকে ধরণী উপজেলা হাসপাতালে বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছেন দুই শিশু ৷

বিক্ষোভকারীদের দাবি, স্বাস্থ্য পরিষেবায় চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হোক ৷ কর্মীদের নিয়মিত নিয়োগ প্রক্রিয়ার আওতায় আনা হোক ৷ যতদিন না পর্যন্ত চুক্তিভিত্তিক কর্মীদের এই নিয়োগ প্রক্রিয়ায় আনা হচ্ছে, ততদিন ওই কর্মীদের 'সমান কাজ, সমান পারিশ্রমিক' নীতির অধীনে সুযোগ-সুবিধে দেওয়া হোক ৷ এনএইচএম-এর আওতায় চুক্তিভিত্তিক আধিকারিকদের ইএসআই-এ চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ দিক সংশ্লিষ্ট প্রশাসন ৷ রাজ্যের দুঃস্থদের স্বাস্থ্য সমস্যা সমাধানে মহারাষ্ট্র সরকার এগিয়ে আসুক ৷ এরকম একাধিক দাবিদাওয়া নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন স্বাস্থ্যকর্মীরা ৷

এদিকে করোনাকালে এই কর্মীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ এবার প্রতিবাদ-বিক্ষোভ চলাকালীন দীপাবলি উদযাপন করেন স্বাস্থ্য কর্মীরা ৷ তাঁরা রাস্তায় প্রতিবাদের মধ্যে দিয়েই আলোর উৎসবে মেতে ওঠেন ৷

আরও পড়ুন:

  1. মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে 2 দিনে 31 রোগীর মৃত্যু, কটাক্ষ অভিষেকের
  2. 12 ঘণ্টায় 17 রোগীর মৃত্যু! কাঠগড়ায় থানের ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতাল
  3. মেয়রের দ্বারস্থ হওয়ার পর এবার নবান্নে যাওয়ার হুঁশিয়ারি প্রসূতির পরিবারের

অমরাবতী (মহারাষ্ট্র), 17 নভেম্বর: স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ কর্মসূচি করছেন ৷ তাই বন্ধ স্বাস্থ্যপরিষেবা ৷ আর তার ফলে বিনা চিকিৎসায় মৃত্যু হল দুই আদিবাসী শিশু এবং দুই আদিবাসী মায়ের ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মেলঘাট অমরাবতী জেলার মেলঘাটের ফুলোরি গ্রামে ৷

সূত্রের খবর, পুরো অমরাবতী জেলায় চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদে নেমেছেন ৷ 1 হাজার 350 জন কর্মী 24 দিনের জন্য ধর্মঘট ডেকেছেন ৷ তাঁরা গত 3-4 বছর ধরে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় কাজ করছেন ৷ কিন্তু অন্য স্থায়ী সরকারি কর্মীদের সমান সুযোগ-সুবিধে পাচ্ছেন না ৷ বিক্ষোভকারী কর্মীদের মধ্যে রয়েছেন মহিলা স্বাস্থ্যকর্মীরাও ৷

এই অবস্থায় জেলায় স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে ৷ জানা গিয়েছে, দীপাবলির দু'দিন আগে ফুলোরি গ্রামে আদিবাসী সম্প্রদায়ভুক্ত দুই মা লক্ষ্মী কমল সিং ভিলাবেকর এবং সঞ্জনা ধান্দের মৃত্যু হয়েছে ৷ তাঁরা কোনও চিকিৎসা পাননি ৷ অন্যদিকে ধরণী উপজেলা হাসপাতালে বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছেন দুই শিশু ৷

বিক্ষোভকারীদের দাবি, স্বাস্থ্য পরিষেবায় চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হোক ৷ কর্মীদের নিয়মিত নিয়োগ প্রক্রিয়ার আওতায় আনা হোক ৷ যতদিন না পর্যন্ত চুক্তিভিত্তিক কর্মীদের এই নিয়োগ প্রক্রিয়ায় আনা হচ্ছে, ততদিন ওই কর্মীদের 'সমান কাজ, সমান পারিশ্রমিক' নীতির অধীনে সুযোগ-সুবিধে দেওয়া হোক ৷ এনএইচএম-এর আওতায় চুক্তিভিত্তিক আধিকারিকদের ইএসআই-এ চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ দিক সংশ্লিষ্ট প্রশাসন ৷ রাজ্যের দুঃস্থদের স্বাস্থ্য সমস্যা সমাধানে মহারাষ্ট্র সরকার এগিয়ে আসুক ৷ এরকম একাধিক দাবিদাওয়া নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন স্বাস্থ্যকর্মীরা ৷

এদিকে করোনাকালে এই কর্মীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ এবার প্রতিবাদ-বিক্ষোভ চলাকালীন দীপাবলি উদযাপন করেন স্বাস্থ্য কর্মীরা ৷ তাঁরা রাস্তায় প্রতিবাদের মধ্যে দিয়েই আলোর উৎসবে মেতে ওঠেন ৷

আরও পড়ুন:

  1. মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে 2 দিনে 31 রোগীর মৃত্যু, কটাক্ষ অভিষেকের
  2. 12 ঘণ্টায় 17 রোগীর মৃত্যু! কাঠগড়ায় থানের ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতাল
  3. মেয়রের দ্বারস্থ হওয়ার পর এবার নবান্নে যাওয়ার হুঁশিয়ারি প্রসূতির পরিবারের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.