ETV Bharat / bharat

Half Naked Protest: শৌচালয়ের দাবিতে অর্ধনগ্ন হয়ে পৌর কার্যালয়ে হাজির ব্যবসায়ী - ঔরঙ্গাবাদ

বাজারে শৌচালয়ের (Toilet) দাবি দীর্ঘদিনের ৷ সেই দাবি পূরণ না হওয়ায় এক ব্যবসায়ী ঔরঙ্গাবাদ পৌরনিগমের Aurangabad Municipal Corporation) কার্যালয়ে অর্ধনগ্ন অবস্থায় হাজির হন (Half Naked Protest) ৷ সোমবার ঘটনাটি ঘটে ৷

Trader goes half naked to demand toilets in Aurangabad Gulmandi market
Half Naked Protest: শৌচালয়ের দাবিতে অর্ধনগ্ন হয়ে পৌর কার্যালয়ে হাজির ব্যবসায়ী
author img

By

Published : Nov 22, 2022, 3:27 PM IST

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 22 নভেম্বর: শৌচালয়ের (Toilet) দাবিতে অর্ধনগ্ন হয়ে ঔরঙ্গাবাদ পৌরনিগমের (Aurangabad Municipal Corporation) কার্যালয়ে হাজির হলেন এক ব্যক্তি ৷ তাঁর নাম রমেশ পাটিল ৷ সোমবার তিনি হাজির হন সেখানে হাজির হন ৷ পরনে ছিল অন্তর্বাস ও সানগ্লাস ৷

রমেশের বক্তব্য, ঔরঙ্গাবাদের (Aurangabad) প্রধান বাজার গুলমান্ডি মার্কেটে কোনও শৌচালয় নেই ৷ সেই কারণে ব্যবসায়ী ও ক্রেতাদের গত কয়েকমাস ধরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷ বারবার পৌরনিগমকে বলে কোনও কাজ হয়নি ৷ তাই তিনি প্রতিবাদের জন্য অর্ধনগ্ন হয়েই পৌর কার্যালয়ে হাজির হন (Half Naked Protest) ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁকে এভাবে দেখে সেখানে লোকের ভিড় হয়ে যায় ৷ অনেককে ভিডিয়োও করতে দেখা যায়৷ খবর যায় পুলিশের কাছে ৷ পুলিশ এসে রমেশকে ধরতে গেলে তিনি দৌড় শুরু করেন ৷ যা দেখতে ভিড় আরও বাড়তে শুরু করে ওই পৌর কার্যালয়ের সামনে ৷

Trader goes half naked to demand toilets in Aurangabad Gulmandi market
অর্ধনগ্ন ওই ব্যবসায়ীকে ধরার চেষ্টায় পুলিশ

কিছুক্ষণ পর অবশ্য তাঁকে বাগে পায় পুলিশ ৷ তাঁকে ধরে প্রিজন ভ্যানে তোলা হয় ৷ কিন্তু তাতেও তাঁর কণ্ঠরোধ করা যায়নি ৷ তিনি চিৎকার করে নিজের দাবি জানাতে থাকেন ৷ পৌরনিগমের বিরুদ্ধেও তাঁকে স্লোগান দিতে দেখা যায় ৷

এদিকে বাজারের অন্য ব্যবসায়ীদের থেকে জানা গিয়েছে, রমেশও ব্যবসায়ী ৷ তিনি প্রায়ই গুলমান্ডি মার্কেটে আসেন ৷ সেখানে শৌচালয়ের দাবিতে তিনি দীর্ঘ সময় ধরে সরব ৷ কারণ, আগে সেখানে শৌচালয় থাকলেও পরে তা সরিয়ে ফেলা হয় ৷ এর আগে পৌর কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে দাবি মানা না হলে তিনি নগ্ন হয়ে কার্যালয়ে হাজির হবেন ৷ সোমবার কার্যত তিনি সেটাই করে দেখালেন ৷

আরও পড়ুন: নেই বৈধ কাগজপত্র, আস্ত গ্রাম বিক্রি করে দিল ঝাড়খণ্ড সরকার !

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 22 নভেম্বর: শৌচালয়ের (Toilet) দাবিতে অর্ধনগ্ন হয়ে ঔরঙ্গাবাদ পৌরনিগমের (Aurangabad Municipal Corporation) কার্যালয়ে হাজির হলেন এক ব্যক্তি ৷ তাঁর নাম রমেশ পাটিল ৷ সোমবার তিনি হাজির হন সেখানে হাজির হন ৷ পরনে ছিল অন্তর্বাস ও সানগ্লাস ৷

রমেশের বক্তব্য, ঔরঙ্গাবাদের (Aurangabad) প্রধান বাজার গুলমান্ডি মার্কেটে কোনও শৌচালয় নেই ৷ সেই কারণে ব্যবসায়ী ও ক্রেতাদের গত কয়েকমাস ধরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷ বারবার পৌরনিগমকে বলে কোনও কাজ হয়নি ৷ তাই তিনি প্রতিবাদের জন্য অর্ধনগ্ন হয়েই পৌর কার্যালয়ে হাজির হন (Half Naked Protest) ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁকে এভাবে দেখে সেখানে লোকের ভিড় হয়ে যায় ৷ অনেককে ভিডিয়োও করতে দেখা যায়৷ খবর যায় পুলিশের কাছে ৷ পুলিশ এসে রমেশকে ধরতে গেলে তিনি দৌড় শুরু করেন ৷ যা দেখতে ভিড় আরও বাড়তে শুরু করে ওই পৌর কার্যালয়ের সামনে ৷

Trader goes half naked to demand toilets in Aurangabad Gulmandi market
অর্ধনগ্ন ওই ব্যবসায়ীকে ধরার চেষ্টায় পুলিশ

কিছুক্ষণ পর অবশ্য তাঁকে বাগে পায় পুলিশ ৷ তাঁকে ধরে প্রিজন ভ্যানে তোলা হয় ৷ কিন্তু তাতেও তাঁর কণ্ঠরোধ করা যায়নি ৷ তিনি চিৎকার করে নিজের দাবি জানাতে থাকেন ৷ পৌরনিগমের বিরুদ্ধেও তাঁকে স্লোগান দিতে দেখা যায় ৷

এদিকে বাজারের অন্য ব্যবসায়ীদের থেকে জানা গিয়েছে, রমেশও ব্যবসায়ী ৷ তিনি প্রায়ই গুলমান্ডি মার্কেটে আসেন ৷ সেখানে শৌচালয়ের দাবিতে তিনি দীর্ঘ সময় ধরে সরব ৷ কারণ, আগে সেখানে শৌচালয় থাকলেও পরে তা সরিয়ে ফেলা হয় ৷ এর আগে পৌর কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে দাবি মানা না হলে তিনি নগ্ন হয়ে কার্যালয়ে হাজির হবেন ৷ সোমবার কার্যত তিনি সেটাই করে দেখালেন ৷

আরও পড়ুন: নেই বৈধ কাগজপত্র, আস্ত গ্রাম বিক্রি করে দিল ঝাড়খণ্ড সরকার !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.