ETV Bharat / bharat

Election Result Track with ETV Bharat : সবার আগে 5 রাজ্যের ভোটের ফল জানতে চোখ রাখুন ইটিভি ভারতে

author img

By

Published : Mar 10, 2022, 12:14 PM IST

Updated : Mar 10, 2022, 12:50 PM IST

পাঁচ রাজ্যের 690টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফলের প্রতি মুহূর্তের আপডেট জানতে চোখ রাখুন ইটিভি ভারতের পর্দায় ৷ এটিই একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে কর্মরত সাংবাদিকরা পাঁচটি রাজ্যের বিধানসভা কেন্দ্রে উপস্থিত থেকে প্রতি মুহূর্তে নির্বাচনের ফলাফলের আপডেট উপস্থাপন করছেন (Election Result Track with ETV Bharat) ৷

Election Result Track with ETV Bharat
ভোটের ফল জানতে চোখ রাখুন ইটিভি ভারতে

হায়দরাবাদ, 10 মার্চ : ইটিভি ভারত তার কর্মরত সাংবাদিকদের মাধ্যমে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের আপডেট দিচ্ছে প্রতি মুহূর্তে ৷ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুর থেকে সেই আপডেট সরাসরি দেখুন শুধুমাত্র ইটিভি ভারতের পর্দায় ৷ সম্ভবত, ইটিভি ভারতই একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম, যার উপস্থিতি রয়েছে দেশের এই নির্বাচনী পাঁচ রাজ্যের 690টি বিধানসভা কেন্দ্রে ৷ এখানে 6 হাজার 944 জন প্রার্থী রয়েছেন, যার মাধ্যমে আমরাই আপনার একমাত্র বিশ্বস্ত নিউজ নেটওয়ার্ক হতে পারি (ETV Bharat News Network) ৷

সঠিক সময়ে দ্রুততার সঙ্গে আপনাদের নির্বাচনী ফলাফলের আপডেট দিচ্ছে আমাদের প্রতিনিধিরা ৷ রামোজি ফিল্ম সিটিতে (Ramoji Film City) আমাদের সদর দফতরের নিউজরুমের বিশেষ প্রতিনিধিরা প্রতি মুহূর্তে আপনাদের কাছে সহজেই সাংবাদিকদের পাঠানো নির্বাচনী আপডেট বিশ্লেষণ করে দিচ্ছেন ৷ যা আপনার কাছে পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফলের অঞ্চলভিত্তিক বিভাজন স্পষ্ট করে দেবে এবং আগের নির্বাচনী ফলাফলের সঙ্গে রাজনৈতিক দলগুলির পারফরম্যান্সের তুলনা করবে ৷ গণনার শেষ মিনিট পর্যন্ত আমাদের অভিজ্ঞ প্রতিনিধিরা লাইভ কভারেজের মাধ্যমে আপনাদের সঙ্গে থাকবেন ৷

আরও পড়ুন : Assembly Election Result 2022 News Room LIVE : 5 রাজ্যের বিধানসভার ফলাফল লাইভ দেখুন ইটিভি ভারতের পর্দায়

আমরা আপনাকে সমস্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকার প্রতিটি রাজনৈতিক দলের পারফরম্যান্সের সঙ্গে সেখানকার নির্বাচনী ফলাফলের তুলনামূলক দৃষ্টিভঙ্গিও আলোচনা করব (Track Election Results With the Ground Coverage of ETV Bharat) ৷ আলোকপাত করব হেভিওয়েট প্রার্থী ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের কেন্দ্রগুলি নিয়েও ৷ ইটিভি ভারতের এই বিশ্লেষণ মূলত 2017 সালের ফলাফলের তুলনায় 2022 সালে ভোটারদের আচরণ এবং 2019 সালের সাধারণ নির্বাচনের সময় দলীয় শক্ত ঘাঁটিগুলির আচরণের উপর ফোকাস করবে ৷

ফলাফলের উপর ভিত্তি করে কেমন হবে পরবর্তী দিনগুলি ? জাতীয় রাজনীতির উপর এই ফলাফল কী প্রভাব ফেলতে পারে আমাদের সাংবাদিক বন্ধুরা তার সবটাই তুলে ধরবেন আপনার কাছে ৷

দক্ষ নির্বাচনী বিশ্লেষকরা উত্তরপ্রদেশের এই বিধানসভা নির্বাচনকে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে 'লিটমাস টেস্ট' হিসেবে দেখছেন ৷ ভারতীয় ভোটাররা এই বিষয়ে কী ভাবছেন, তাঁদের মতামতই বা কী সব জানতে সঙ্গে রাখুন ইটিভি ভারতের পর্দায় ৷ এক দেশ এক অ্যাপ - ইটিভি ভারত ৷

আরও পড়ুন : Elections 2022 Result LIVE : চার রাজ্যে এগিয়ে বিজেপি, পঞ্জাবে আপ-ঝড়

হায়দরাবাদ, 10 মার্চ : ইটিভি ভারত তার কর্মরত সাংবাদিকদের মাধ্যমে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের আপডেট দিচ্ছে প্রতি মুহূর্তে ৷ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুর থেকে সেই আপডেট সরাসরি দেখুন শুধুমাত্র ইটিভি ভারতের পর্দায় ৷ সম্ভবত, ইটিভি ভারতই একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম, যার উপস্থিতি রয়েছে দেশের এই নির্বাচনী পাঁচ রাজ্যের 690টি বিধানসভা কেন্দ্রে ৷ এখানে 6 হাজার 944 জন প্রার্থী রয়েছেন, যার মাধ্যমে আমরাই আপনার একমাত্র বিশ্বস্ত নিউজ নেটওয়ার্ক হতে পারি (ETV Bharat News Network) ৷

সঠিক সময়ে দ্রুততার সঙ্গে আপনাদের নির্বাচনী ফলাফলের আপডেট দিচ্ছে আমাদের প্রতিনিধিরা ৷ রামোজি ফিল্ম সিটিতে (Ramoji Film City) আমাদের সদর দফতরের নিউজরুমের বিশেষ প্রতিনিধিরা প্রতি মুহূর্তে আপনাদের কাছে সহজেই সাংবাদিকদের পাঠানো নির্বাচনী আপডেট বিশ্লেষণ করে দিচ্ছেন ৷ যা আপনার কাছে পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফলের অঞ্চলভিত্তিক বিভাজন স্পষ্ট করে দেবে এবং আগের নির্বাচনী ফলাফলের সঙ্গে রাজনৈতিক দলগুলির পারফরম্যান্সের তুলনা করবে ৷ গণনার শেষ মিনিট পর্যন্ত আমাদের অভিজ্ঞ প্রতিনিধিরা লাইভ কভারেজের মাধ্যমে আপনাদের সঙ্গে থাকবেন ৷

আরও পড়ুন : Assembly Election Result 2022 News Room LIVE : 5 রাজ্যের বিধানসভার ফলাফল লাইভ দেখুন ইটিভি ভারতের পর্দায়

আমরা আপনাকে সমস্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকার প্রতিটি রাজনৈতিক দলের পারফরম্যান্সের সঙ্গে সেখানকার নির্বাচনী ফলাফলের তুলনামূলক দৃষ্টিভঙ্গিও আলোচনা করব (Track Election Results With the Ground Coverage of ETV Bharat) ৷ আলোকপাত করব হেভিওয়েট প্রার্থী ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের কেন্দ্রগুলি নিয়েও ৷ ইটিভি ভারতের এই বিশ্লেষণ মূলত 2017 সালের ফলাফলের তুলনায় 2022 সালে ভোটারদের আচরণ এবং 2019 সালের সাধারণ নির্বাচনের সময় দলীয় শক্ত ঘাঁটিগুলির আচরণের উপর ফোকাস করবে ৷

ফলাফলের উপর ভিত্তি করে কেমন হবে পরবর্তী দিনগুলি ? জাতীয় রাজনীতির উপর এই ফলাফল কী প্রভাব ফেলতে পারে আমাদের সাংবাদিক বন্ধুরা তার সবটাই তুলে ধরবেন আপনার কাছে ৷

দক্ষ নির্বাচনী বিশ্লেষকরা উত্তরপ্রদেশের এই বিধানসভা নির্বাচনকে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে 'লিটমাস টেস্ট' হিসেবে দেখছেন ৷ ভারতীয় ভোটাররা এই বিষয়ে কী ভাবছেন, তাঁদের মতামতই বা কী সব জানতে সঙ্গে রাখুন ইটিভি ভারতের পর্দায় ৷ এক দেশ এক অ্যাপ - ইটিভি ভারত ৷

আরও পড়ুন : Elections 2022 Result LIVE : চার রাজ্যে এগিয়ে বিজেপি, পঞ্জাবে আপ-ঝড়

Last Updated : Mar 10, 2022, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.