ETV Bharat / bharat

Pijush Kanti Withdrawal : দলের তরফে আশ্বাস, ইস্তফা প্রত্যাহার পীযূষ কান্তির - ত্রিপুরা কংগ্রেস

গতকাল টুইটারে কংগ্রেস তো বটেই এমনকি রাজনীতিকে বিদায় জানানোর কথা জানিয়েছিলেন ত্রিপুরা কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস ৷

ইস্তফা প্রত্যাহার পীযূষকান্তির
ইস্তফা প্রত্যাহার পীযূষকান্তির
author img

By

Published : Aug 22, 2021, 9:43 AM IST

Updated : Aug 22, 2021, 10:10 AM IST

আগরতলা, 22 অগস্ট : কংগ্রেসের সঙ্গ ত্যাগ, একেবারে রাজনীতি থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছিলেন পীযূষ কান্তি বিশ্বাস (Pijush Kanti Biswas) ৷ কিন্তু গতকালের সেই সিদ্ধান্তের পরও ত্রিপুরার কংগ্রেস সভাপতি (Tripura unit acting president) পীযূষকান্তি তাঁর ইস্তফাপত্র ফিরিয়ে নিলেন ৷ তাঁর ক্ষোভের কারণগুলি খতিয়ে দেখার নাকি আশ্বাস মিলেছে দলের তরফে ৷ তাই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কংগ্রেস নেতা ৷ ত্রিপুরা কংগ্রেসের কর্মকর্তা অজয় কুমারও তাঁর দলে ফেরার কথা জানিয়ে টুইট করেছেন ৷

প্রাথমিকভাবে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে জানিয়েছিলেন ৷ কিন্তু দিনের শেষে পুরোপুরি উল্টো সুরে বললেন, "ত্রিপুরা কংগ্রেসের কর্মকর্তা (Tripura in-charge of the Congress) অজয় কুমার (Ajoy Kumar) আমার সঙ্গে কথা বলেছেন ৷ আমি এখানে যে সমস্যাগুলির সম্মুখীন হচ্ছি, আমার সঙ্গে দেখা করে তা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি ৷ যদি তিনি সেগুলো মিটিয়ে দিতে পারেন, তাহলে আমার আর টিপিসিসি প্রধান হিসেবে কাজ করতে কোনও অসুবিধে থাকবে না ৷"

  • श्री @sradvbiswas जी के साथ मेरी चर्चा के बाद, उन्होंने @INCTripura के अध्यक्ष के रूप में अपना इस्तीफा वापस ले लिया है और वे त्रिपुरा कांग्रेस के लिए अपनी सेवाएं देना जारी रखेंगे। पार्टी को अपने निजी मुद्दों से ऊपर रखने के लिए मैं उनके इस कदम की सराहना करता हूं।

    (1/2) https://t.co/0NFTcKEeMa

    — Dr. Ajoy Kumar (@drajoykumar) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Pijush Kanti Biswas : দল ছাড়লেন ত্রিপুরার কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি, তৃণমূলে যোগের জল্পনা

কংগ্রেসের কর্মকর্তা অজয় কুমার জানিয়েছেন, বর্ষীয়ান নেতা পীযূষ কান্তি যে বিষয়গুলির কথা তুলেছেন, সেগুলো মিটমাট করে নেওয়া হবে ৷ 29 অগস্ট সত্তরোর্ধ্ব এই নেতার সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন তিনি ৷

গতকাল টুইটারে পীযূষ কান্তি বিশ্বাস লেখেন, "আজ আমি সভাপতির পদ থেকে ইস্তফা দিলাম আর একই সঙ্গে রাজনীতি থেকে অবসর গ্রহণ করলাম ৷ কংগ্রেস নেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধিকে আমার শ্রদ্ধা জানাই ৷" এরপর তিনি সাংবাদিকদের বলেন, "কেন এই সিদ্ধান্ত নিলাম, তা বলা যাবে না ৷ শুধু এটুকু বলতে পারি যে আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি ৷ অন্য কোনও দলে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই ৷"

আগরতলা, 22 অগস্ট : কংগ্রেসের সঙ্গ ত্যাগ, একেবারে রাজনীতি থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছিলেন পীযূষ কান্তি বিশ্বাস (Pijush Kanti Biswas) ৷ কিন্তু গতকালের সেই সিদ্ধান্তের পরও ত্রিপুরার কংগ্রেস সভাপতি (Tripura unit acting president) পীযূষকান্তি তাঁর ইস্তফাপত্র ফিরিয়ে নিলেন ৷ তাঁর ক্ষোভের কারণগুলি খতিয়ে দেখার নাকি আশ্বাস মিলেছে দলের তরফে ৷ তাই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কংগ্রেস নেতা ৷ ত্রিপুরা কংগ্রেসের কর্মকর্তা অজয় কুমারও তাঁর দলে ফেরার কথা জানিয়ে টুইট করেছেন ৷

প্রাথমিকভাবে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে জানিয়েছিলেন ৷ কিন্তু দিনের শেষে পুরোপুরি উল্টো সুরে বললেন, "ত্রিপুরা কংগ্রেসের কর্মকর্তা (Tripura in-charge of the Congress) অজয় কুমার (Ajoy Kumar) আমার সঙ্গে কথা বলেছেন ৷ আমি এখানে যে সমস্যাগুলির সম্মুখীন হচ্ছি, আমার সঙ্গে দেখা করে তা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি ৷ যদি তিনি সেগুলো মিটিয়ে দিতে পারেন, তাহলে আমার আর টিপিসিসি প্রধান হিসেবে কাজ করতে কোনও অসুবিধে থাকবে না ৷"

  • श्री @sradvbiswas जी के साथ मेरी चर्चा के बाद, उन्होंने @INCTripura के अध्यक्ष के रूप में अपना इस्तीफा वापस ले लिया है और वे त्रिपुरा कांग्रेस के लिए अपनी सेवाएं देना जारी रखेंगे। पार्टी को अपने निजी मुद्दों से ऊपर रखने के लिए मैं उनके इस कदम की सराहना करता हूं।

    (1/2) https://t.co/0NFTcKEeMa

    — Dr. Ajoy Kumar (@drajoykumar) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Pijush Kanti Biswas : দল ছাড়লেন ত্রিপুরার কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি, তৃণমূলে যোগের জল্পনা

কংগ্রেসের কর্মকর্তা অজয় কুমার জানিয়েছেন, বর্ষীয়ান নেতা পীযূষ কান্তি যে বিষয়গুলির কথা তুলেছেন, সেগুলো মিটমাট করে নেওয়া হবে ৷ 29 অগস্ট সত্তরোর্ধ্ব এই নেতার সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন তিনি ৷

গতকাল টুইটারে পীযূষ কান্তি বিশ্বাস লেখেন, "আজ আমি সভাপতির পদ থেকে ইস্তফা দিলাম আর একই সঙ্গে রাজনীতি থেকে অবসর গ্রহণ করলাম ৷ কংগ্রেস নেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধিকে আমার শ্রদ্ধা জানাই ৷" এরপর তিনি সাংবাদিকদের বলেন, "কেন এই সিদ্ধান্ত নিলাম, তা বলা যাবে না ৷ শুধু এটুকু বলতে পারি যে আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি ৷ অন্য কোনও দলে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই ৷"

Last Updated : Aug 22, 2021, 10:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.