ETV Bharat / bharat

টপ নিউজ @ সন্ধে 7 টা - জগতের বাছাই করা সেরা দশটি খবর

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ @ সন্ধে 7 টা
টপ নিউজ @ সন্ধে 7 টা
author img

By

Published : May 31, 2021, 7:08 PM IST

1. অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, নতুন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় । রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী । আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হিসেবে কাজ করবেন ।

2. নারদ মামলায় আগামিকাল সকালে ফের শুনানি হাইকোর্টে

সিবিআই কলকাতা হাইকোর্টে নারদ মামলায় দু’টি আবেদন করে ৷ তার একটি হল ধৃত চারজনের জামিনে খারিজের আবেদন ৷ দ্বিতীয়টি এই মামলা অন্য রাজ্যে সরানোর আবেদন ৷ অভিযুক্তরা অবশ্য জামিন পেয়েছেন ৷ আজ, শুনানি হল দ্বিতীয় আবেদেন ৷ আগামিকাল সকালে এই নিয়ে আবার শুনানি হবে ৷

3. ছেলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ ; পাল্টা অভিযোগ বৈশালীর

বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার ছেলের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, গাড়ি ভাঙচুরের অভিযোগ ৷ বৈশালীর ছেলে আদিত্য ডালমিয়ার বিরুদ্ধে এক মহিলাকে মারধরের অভিযোগও উঠেছে ৷ যদিও ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেত্রী ৷

4. খড়দা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শোভনদেব

খড়দা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন শোভনদেব চট্টোপাধ্যায় । জল্পনা আগে থেকেই ছিল । এবার তাতে সিলমোহর পড়ল ।

5. 5জি নেটওয়ার্কের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা জুহির

5জি নেটওয়ার্কের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন অভিনেত্রী জুহি চাওলা ৷ এই নেটওয়ার্ক পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকর হবে বলে তাঁর আশঙ্কা ৷

6. তিন সন্তান নীতি চালুর ভাবনায় চিনা কমিউনিস্ট পার্টি

1980 সাল থেকে চিনে জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত নীতি চালু আছে ৷ প্রথমে চিন এক সন্তান নীতি চালু করেছিল ৷ 2015 সালে চালু হয় দুই সন্তান নীতি ৷

7. মমতার কাছে ক্ষমা চেয়ে তৃণমূলে ফিরতে খোলা চিঠি দীপেন্দুর

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপি থেকে একটা উল্টো স্রোত চলছে । একের পর এক তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারা, তৃণমূলে ফিরতে চাইছেন । সোনালী গুহ, সরলা মুর্মু, অমল আচার্য ৷ এই তালিকায় এবার নাম লেখালেন প্রাক্তন বিধায়ক তথা ফুটবলার দীপেন্দু বিশ্বাস ।

8. তিন ঘণ্টা খুচরো দোকান খোলা, 1 জুন থেকে বিধিনিষেধ কিছুটা শিথিল

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত খোলা থাকবে খুচরো দোকান । বর্তমানে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকছে দোকান-বাজার ।

9. 5 বছরের জন্য এটিকে-মোহনবাগানে অমরিন্দর সিং

5 বছরের জন্য এটিকে-মোহনবাগানে চলে এলেন অমরিন্দর সিং ৷ তাঁর সঙ্গে চুক্তি হয়েছে আন্তেনিয়ো লোপেজ হাবাসের দলের ৷

10. করোনার টিকাকরণে রাজ্যে প্রথমস্থানে কালিম্পং

উত্তরবঙ্গে করোনায় প্রথম মৃত্যু হয়েছিল কালিম্পংয়ে ৷ মারা গিয়েছিলেন সেখানকার এক মহিলা । আর আজ সেই জেলাই রাজ্যে করোনা টিকাকরণে অন্যান্য জেলাকে পিছনে ফেলে দিয়েছে । স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, টিকাকরণের ক্ষেত্রে রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে কালিম্পং জেলা । কালিম্পং জেলার এই সাফল্যে সম্পূর্ণ কৃতিত্ব জেলার স্বাস্থ্যকর্মীদের দিলেন জেলাশাসক আর বিমলা ।

1. অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, নতুন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় । রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী । আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হিসেবে কাজ করবেন ।

2. নারদ মামলায় আগামিকাল সকালে ফের শুনানি হাইকোর্টে

সিবিআই কলকাতা হাইকোর্টে নারদ মামলায় দু’টি আবেদন করে ৷ তার একটি হল ধৃত চারজনের জামিনে খারিজের আবেদন ৷ দ্বিতীয়টি এই মামলা অন্য রাজ্যে সরানোর আবেদন ৷ অভিযুক্তরা অবশ্য জামিন পেয়েছেন ৷ আজ, শুনানি হল দ্বিতীয় আবেদেন ৷ আগামিকাল সকালে এই নিয়ে আবার শুনানি হবে ৷

3. ছেলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ ; পাল্টা অভিযোগ বৈশালীর

বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার ছেলের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, গাড়ি ভাঙচুরের অভিযোগ ৷ বৈশালীর ছেলে আদিত্য ডালমিয়ার বিরুদ্ধে এক মহিলাকে মারধরের অভিযোগও উঠেছে ৷ যদিও ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেত্রী ৷

4. খড়দা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শোভনদেব

খড়দা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন শোভনদেব চট্টোপাধ্যায় । জল্পনা আগে থেকেই ছিল । এবার তাতে সিলমোহর পড়ল ।

5. 5জি নেটওয়ার্কের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা জুহির

5জি নেটওয়ার্কের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন অভিনেত্রী জুহি চাওলা ৷ এই নেটওয়ার্ক পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকর হবে বলে তাঁর আশঙ্কা ৷

6. তিন সন্তান নীতি চালুর ভাবনায় চিনা কমিউনিস্ট পার্টি

1980 সাল থেকে চিনে জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত নীতি চালু আছে ৷ প্রথমে চিন এক সন্তান নীতি চালু করেছিল ৷ 2015 সালে চালু হয় দুই সন্তান নীতি ৷

7. মমতার কাছে ক্ষমা চেয়ে তৃণমূলে ফিরতে খোলা চিঠি দীপেন্দুর

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপি থেকে একটা উল্টো স্রোত চলছে । একের পর এক তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারা, তৃণমূলে ফিরতে চাইছেন । সোনালী গুহ, সরলা মুর্মু, অমল আচার্য ৷ এই তালিকায় এবার নাম লেখালেন প্রাক্তন বিধায়ক তথা ফুটবলার দীপেন্দু বিশ্বাস ।

8. তিন ঘণ্টা খুচরো দোকান খোলা, 1 জুন থেকে বিধিনিষেধ কিছুটা শিথিল

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত খোলা থাকবে খুচরো দোকান । বর্তমানে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকছে দোকান-বাজার ।

9. 5 বছরের জন্য এটিকে-মোহনবাগানে অমরিন্দর সিং

5 বছরের জন্য এটিকে-মোহনবাগানে চলে এলেন অমরিন্দর সিং ৷ তাঁর সঙ্গে চুক্তি হয়েছে আন্তেনিয়ো লোপেজ হাবাসের দলের ৷

10. করোনার টিকাকরণে রাজ্যে প্রথমস্থানে কালিম্পং

উত্তরবঙ্গে করোনায় প্রথম মৃত্যু হয়েছিল কালিম্পংয়ে ৷ মারা গিয়েছিলেন সেখানকার এক মহিলা । আর আজ সেই জেলাই রাজ্যে করোনা টিকাকরণে অন্যান্য জেলাকে পিছনে ফেলে দিয়েছে । স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, টিকাকরণের ক্ষেত্রে রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে কালিম্পং জেলা । কালিম্পং জেলার এই সাফল্যে সম্পূর্ণ কৃতিত্ব জেলার স্বাস্থ্যকর্মীদের দিলেন জেলাশাসক আর বিমলা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.