ETV Bharat / bharat

টপ নিউজ @ বিকাল 5 টা - দিনের সেরা খবর

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top 5
Top 5
author img

By

Published : Jun 1, 2021, 5:01 PM IST

1.প্রোটোকল ভেঙে আলাপন বিতর্কে বিভ্রান্তি ছড়াচ্ছেন মমতা, বলছে কেন্দ্র

প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রী বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মনে করছে কেন্দ্র ৷ সেখানকার একটি সূত্র থেকে এমনই জানা গিয়েছে ৷

2.আলাপনকে প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে ‘নন-এমএলএ’ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

চারটি টুইটে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি বারবার মমতাকে নন-এমএলএ সিএম (বিধায়ক না হয়েও মুখ্যমন্ত্রী) বলে কটাক্ষ করেছেন ৷

3.স্পেশ্যাল টিকিট কেটে স্টাফ স্পেশ্যালে যাতায়াতে অনুমতি ব্যাংক কর্মীদের

এ বার রেলের কর্মীদের জন্য চলা স্টাফ স্পেশ্য়াল ট্রেনে যাতায়াতের অনুমোদন মিলল ব্যাংক কর্মীদেরও ৷ তবে তাঁদের স্পেশ্যাল টিকিট কেটে ট্রেনে উঠতে হবে ৷

4.কলাইকুণ্ডায় মমতাকে বৈঠক ছাড়ার অনুমতি দেননি মোদি, দাবি কেন্দ্রের

কলাইকুণ্ডায় যশ পরবর্তী পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি ৷ শুভেন্দু অধিকারী থাকায় বৈঠক বয়কট করেন মুখ্যমন্ত্রী ৷

5.দেশে প্রথম বঙ্গতনয়ার নামে রেলস্টেশন, কে এই বেলা বসু ?

দেশে প্রথম মেয়েদের নামে রাখা রেলস্টেশনটির নাম রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি বেলা বসুর (Bela Bose) নামে ৷ নাম রাখা হয় বেলানগর (Belanagar) ৷ নিরলস সংগ্রামে মানুষের জন্য আজীবন কাজ করে গিয়েছে বেলা বসু ৷

6.কাল ঘোষণা হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন

আগামিকাল বেলা দু'টো নাগাদ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা হবে যথাক্রমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিস থেকে ।

7.লালার রক্ষাকবচের মেয়াদ বাড়ল প্রায় দেড় মাস

সুপ্রিম স্বস্তি অনুপ মাঝি ওরফে লালার ৷ কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্তের রক্ষাকবচের মেয়াদ বাড়ল প্রায় দেড় মাস ৷ শীর্ষ আদালতের নির্দেশ, এই সময়ের মধ্যে সিবিআই অনুপ মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেও তাঁকে গ্রেফতার করতে পারবে না ৷

8.আমি নিরামিষভোজী, ভেগান নই ; সমালোচকদের জবাব কোহলির

সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ ক্যাপ্টেন কোহলির যাবতীয় ফোকাস এখন সেদিকেই ৷ সোশাল মিডিয়ায় কী বিতর্ক চলছে সেদিকে নজর দেওয়ার তাঁর সময় কোথায় ৷

9.একজন শ্রেষ্ঠ বাঙালি আমলাকে অপমান করা হচ্ছে : সৌগত

ইস্তফা দেওয়ার পরও আলাপন বন্দ্যোপাধ্যায়কে ফের কেন্দ্রের চিঠি নিয়ে সৌগত রায় বললেন, "একজন শ্রেষ্ঠ বাঙালি আমলাতে অপমান করা হচ্ছে ৷ অবসরের পর তিনি কেন্দ্রের এক্তিয়ারের বাইরে চলে গিয়েছেন ৷ কেন্দ্রীয় সরকার তাঁর মেয়াদ বাড়ালেও তা তিনি নেননি ৷ এখনও তাঁকে চিঠি দেওয়া প্রতিশোধমূলক আচরণ ৷ আমরা এর তীব্র প্রতিবাদ করছি ৷"

10.নারদ মামলা রাজ্য থেকে সরানোর দাবিতে সওয়াল সলিসিটর জেনারেলের

আজ শুনানির শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, "কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে ৷ কিন্তু নারদ মামলা নিয়ে রাজনীতি করা হচ্ছে । সিবিআই শুধু মাত্র চার অভিযুক্তের জামিন খারিজের আবেদন করেনি । আমরা চাই গ্রেফতারের পর এখানে যা ঘটেছে সমস্তকেই কলুষিত বিকৃত বলে ঘোষণা করুক কলকাতা হাইকোর্ট ।’’

1.প্রোটোকল ভেঙে আলাপন বিতর্কে বিভ্রান্তি ছড়াচ্ছেন মমতা, বলছে কেন্দ্র

প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রী বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মনে করছে কেন্দ্র ৷ সেখানকার একটি সূত্র থেকে এমনই জানা গিয়েছে ৷

2.আলাপনকে প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে ‘নন-এমএলএ’ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

চারটি টুইটে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি বারবার মমতাকে নন-এমএলএ সিএম (বিধায়ক না হয়েও মুখ্যমন্ত্রী) বলে কটাক্ষ করেছেন ৷

3.স্পেশ্যাল টিকিট কেটে স্টাফ স্পেশ্যালে যাতায়াতে অনুমতি ব্যাংক কর্মীদের

এ বার রেলের কর্মীদের জন্য চলা স্টাফ স্পেশ্য়াল ট্রেনে যাতায়াতের অনুমোদন মিলল ব্যাংক কর্মীদেরও ৷ তবে তাঁদের স্পেশ্যাল টিকিট কেটে ট্রেনে উঠতে হবে ৷

4.কলাইকুণ্ডায় মমতাকে বৈঠক ছাড়ার অনুমতি দেননি মোদি, দাবি কেন্দ্রের

কলাইকুণ্ডায় যশ পরবর্তী পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি ৷ শুভেন্দু অধিকারী থাকায় বৈঠক বয়কট করেন মুখ্যমন্ত্রী ৷

5.দেশে প্রথম বঙ্গতনয়ার নামে রেলস্টেশন, কে এই বেলা বসু ?

দেশে প্রথম মেয়েদের নামে রাখা রেলস্টেশনটির নাম রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি বেলা বসুর (Bela Bose) নামে ৷ নাম রাখা হয় বেলানগর (Belanagar) ৷ নিরলস সংগ্রামে মানুষের জন্য আজীবন কাজ করে গিয়েছে বেলা বসু ৷

6.কাল ঘোষণা হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন

আগামিকাল বেলা দু'টো নাগাদ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা হবে যথাক্রমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিস থেকে ।

7.লালার রক্ষাকবচের মেয়াদ বাড়ল প্রায় দেড় মাস

সুপ্রিম স্বস্তি অনুপ মাঝি ওরফে লালার ৷ কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্তের রক্ষাকবচের মেয়াদ বাড়ল প্রায় দেড় মাস ৷ শীর্ষ আদালতের নির্দেশ, এই সময়ের মধ্যে সিবিআই অনুপ মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেও তাঁকে গ্রেফতার করতে পারবে না ৷

8.আমি নিরামিষভোজী, ভেগান নই ; সমালোচকদের জবাব কোহলির

সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ ক্যাপ্টেন কোহলির যাবতীয় ফোকাস এখন সেদিকেই ৷ সোশাল মিডিয়ায় কী বিতর্ক চলছে সেদিকে নজর দেওয়ার তাঁর সময় কোথায় ৷

9.একজন শ্রেষ্ঠ বাঙালি আমলাকে অপমান করা হচ্ছে : সৌগত

ইস্তফা দেওয়ার পরও আলাপন বন্দ্যোপাধ্যায়কে ফের কেন্দ্রের চিঠি নিয়ে সৌগত রায় বললেন, "একজন শ্রেষ্ঠ বাঙালি আমলাতে অপমান করা হচ্ছে ৷ অবসরের পর তিনি কেন্দ্রের এক্তিয়ারের বাইরে চলে গিয়েছেন ৷ কেন্দ্রীয় সরকার তাঁর মেয়াদ বাড়ালেও তা তিনি নেননি ৷ এখনও তাঁকে চিঠি দেওয়া প্রতিশোধমূলক আচরণ ৷ আমরা এর তীব্র প্রতিবাদ করছি ৷"

10.নারদ মামলা রাজ্য থেকে সরানোর দাবিতে সওয়াল সলিসিটর জেনারেলের

আজ শুনানির শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, "কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে ৷ কিন্তু নারদ মামলা নিয়ে রাজনীতি করা হচ্ছে । সিবিআই শুধু মাত্র চার অভিযুক্তের জামিন খারিজের আবেদন করেনি । আমরা চাই গ্রেফতারের পর এখানে যা ঘটেছে সমস্তকেই কলুষিত বিকৃত বলে ঘোষণা করুক কলকাতা হাইকোর্ট ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.