ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 5 pm
টপ নিউজ় @ বিকেল 5টা
author img

By

Published : May 6, 2021, 5:18 PM IST

1. শীতলকুচির পরিবারগুলিকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচিতে মৃতদের পরিবারগুলিকে 5 লক্ষ টাকা করে এবং ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷

2. আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে আক্রান্ত খোদ বিদেশ প্রতিমন্ত্রী

পাঁচখুরিতে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে আজ কেন্দ্রীয় প্রতিনিধির দল আসে সেখানে । এই দিন তারা বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন ৷ ছিলেন বিদেশমন্ত্রী পি মুরলীধরনও ৷ ছিলেন রাহুল সিনহা ৷ অভিযোগ, সেইসময়ই মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে তৃণমূল কর্মীরা ইট-পাটকেল ছুড়তে থাকে ৷ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আক্রান্ত হন । কারও মাথায়, কারও পায়ে বাঁশ দিয়ে মারা হয় ।

3. রিপোর্টের পর এবার চার সদস্যের স্বরাষ্ট্রমন্ত্রকের কমিটি নবান্নে

ভোটের ফলাফল ঘোষণার পরই রাজ্য জুড়ে একাধিক হিংসার ঘটনা সামনে এসেছে ৷ বিভিন্ন সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শাসক এবং বিরোধী শিবিরের একাধিক কর্মী-সমর্থকরা ৷ বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসা এবং মূলত বিরোধীদের উপর আক্রমণ নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

4. নটী মন্তব্যের জেরে তথাগতকে দিল্লিতে তলব

বিজেপির হারের জন্য তিনি কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বেকে কড়া ভাষায় আক্রমণও করেন । বেশ কয়েকটি বিষয় সম্পর্কে বিজেপির পদক্ষেপকে কড়া ভাষায় আক্রমণও করতে দেখা যায় ।

5. লোকাল ট্রেন বন্ধের জের, শুনশান হাওড়া স্টেশন চত্ত্বর

গতকালই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লোকাল ট্রেন বন্ধের কথা ঘোষণা করেন । যার প্রভাব পড়েছে হাওড়া স্টেশন চত্বরে ৷ আজ সকাল থেকেই শুনশান হাওড়া স্টেশন চত্ত্বর । নেই চেনা সেই মাইকের ঘোষণা, নেই যাত্রীদের ব্যস্ততা । ফেরিঘাট সার্ভিসও কার্যত ফাঁকা । প্রিপেড ট্যাক্সি স্টান্ড সম্পূর্ণ খালি । সব মিলিয়ে এক অলসতার চিত্র স্টেশন চত্বর জুড়ে ।

6. ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি-ভাঙচুর

বুধবার ভাটপাড়ার সুকিয়া পাড়া এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে চলে বোমাবাজি, ভাঙচুরের ঘটনা ৷ শুধু তাই নয়, চলে লুঠপাঠও ৷ আক্রান্ত পরিবারের অভিযোগ, একদল দুষ্কৃতী প্রথমে বাড়ি ভাঙচুর করে । পরে লুঠপাট চালায় ৷

7. করোনা আক্রান্ত ধর্মগুরু আসারাম বাপু, ভর্তি হাসপাতালে

কিছুদিন আগে ধর্মগুরু আসারাম বাপুর শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছিল ৷ এরপরই তাঁর করোনা পরীক্ষা করানো হলে বুধবার সন্ধ্যায় রিপোর্ট পজ়িটিভ আসে । নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন ধরে তিনি যোধপুরের জেলে বন্দী ৷ বন্দী থাকা অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হন ৷

8. কল্যাণীতে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

গতকাল রাতে নবীন মান্ডির বাড়িতে কিছু দুষ্কৃতী প্রথমে তাদের দরজায় ইট ছুঁড়ে, লাঠিসোটা দিয়ে দরজা ভাঙ্গার চেষ্টা করে ৷ পরে ভেতর থেকে নবীন মান্ডির স্ত্রী চিৎকার করে উঠলে তখনই তারা নবীনের বাড়িতে বোমাবাজি করে ৷ এরপরে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

9. ইটাহারে পথ দুর্ঘটনায় মৃত দুই শিশুসহ 5

মোটরবাইক ও টোটোর সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ ৷ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ স্থানীয়দের তরফে জানা গিয়েছে, ওই টোটো ও মোটরবাইকে করে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তাঁরা ৷

10. ভোট পরবর্তী হিংসা অব্যাহত বীরভূমে, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার

ভোটের ফল প্রকাশ পর রাজনৈতিক হিংসায় তিনদিন ধরে উত্তপ্ত বীরভূম । অভিযোগ, কমপক্ষে 2 হাজার বিজেপি নেতা-কর্মীর বাড়ি, রিসর্ট, দোকান, ট্রাক্টর ভাঙচুর করেছে তৃণমূল সমর্থিত দুষ্কূতীরা । এদিন সাংবাদিক বৈঠক করে দলের কর্মীদের ক্ষয়ক্ষতির খতিয়ান দেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা । শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীও ।

1. শীতলকুচির পরিবারগুলিকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচিতে মৃতদের পরিবারগুলিকে 5 লক্ষ টাকা করে এবং ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷

2. আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে আক্রান্ত খোদ বিদেশ প্রতিমন্ত্রী

পাঁচখুরিতে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে আজ কেন্দ্রীয় প্রতিনিধির দল আসে সেখানে । এই দিন তারা বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন ৷ ছিলেন বিদেশমন্ত্রী পি মুরলীধরনও ৷ ছিলেন রাহুল সিনহা ৷ অভিযোগ, সেইসময়ই মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে তৃণমূল কর্মীরা ইট-পাটকেল ছুড়তে থাকে ৷ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আক্রান্ত হন । কারও মাথায়, কারও পায়ে বাঁশ দিয়ে মারা হয় ।

3. রিপোর্টের পর এবার চার সদস্যের স্বরাষ্ট্রমন্ত্রকের কমিটি নবান্নে

ভোটের ফলাফল ঘোষণার পরই রাজ্য জুড়ে একাধিক হিংসার ঘটনা সামনে এসেছে ৷ বিভিন্ন সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শাসক এবং বিরোধী শিবিরের একাধিক কর্মী-সমর্থকরা ৷ বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসা এবং মূলত বিরোধীদের উপর আক্রমণ নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷

4. নটী মন্তব্যের জেরে তথাগতকে দিল্লিতে তলব

বিজেপির হারের জন্য তিনি কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বেকে কড়া ভাষায় আক্রমণও করেন । বেশ কয়েকটি বিষয় সম্পর্কে বিজেপির পদক্ষেপকে কড়া ভাষায় আক্রমণও করতে দেখা যায় ।

5. লোকাল ট্রেন বন্ধের জের, শুনশান হাওড়া স্টেশন চত্ত্বর

গতকালই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লোকাল ট্রেন বন্ধের কথা ঘোষণা করেন । যার প্রভাব পড়েছে হাওড়া স্টেশন চত্বরে ৷ আজ সকাল থেকেই শুনশান হাওড়া স্টেশন চত্ত্বর । নেই চেনা সেই মাইকের ঘোষণা, নেই যাত্রীদের ব্যস্ততা । ফেরিঘাট সার্ভিসও কার্যত ফাঁকা । প্রিপেড ট্যাক্সি স্টান্ড সম্পূর্ণ খালি । সব মিলিয়ে এক অলসতার চিত্র স্টেশন চত্বর জুড়ে ।

6. ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি-ভাঙচুর

বুধবার ভাটপাড়ার সুকিয়া পাড়া এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে চলে বোমাবাজি, ভাঙচুরের ঘটনা ৷ শুধু তাই নয়, চলে লুঠপাঠও ৷ আক্রান্ত পরিবারের অভিযোগ, একদল দুষ্কৃতী প্রথমে বাড়ি ভাঙচুর করে । পরে লুঠপাট চালায় ৷

7. করোনা আক্রান্ত ধর্মগুরু আসারাম বাপু, ভর্তি হাসপাতালে

কিছুদিন আগে ধর্মগুরু আসারাম বাপুর শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছিল ৷ এরপরই তাঁর করোনা পরীক্ষা করানো হলে বুধবার সন্ধ্যায় রিপোর্ট পজ়িটিভ আসে । নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন ধরে তিনি যোধপুরের জেলে বন্দী ৷ বন্দী থাকা অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হন ৷

8. কল্যাণীতে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

গতকাল রাতে নবীন মান্ডির বাড়িতে কিছু দুষ্কৃতী প্রথমে তাদের দরজায় ইট ছুঁড়ে, লাঠিসোটা দিয়ে দরজা ভাঙ্গার চেষ্টা করে ৷ পরে ভেতর থেকে নবীন মান্ডির স্ত্রী চিৎকার করে উঠলে তখনই তারা নবীনের বাড়িতে বোমাবাজি করে ৷ এরপরে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

9. ইটাহারে পথ দুর্ঘটনায় মৃত দুই শিশুসহ 5

মোটরবাইক ও টোটোর সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ ৷ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ স্থানীয়দের তরফে জানা গিয়েছে, ওই টোটো ও মোটরবাইকে করে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তাঁরা ৷

10. ভোট পরবর্তী হিংসা অব্যাহত বীরভূমে, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার

ভোটের ফল প্রকাশ পর রাজনৈতিক হিংসায় তিনদিন ধরে উত্তপ্ত বীরভূম । অভিযোগ, কমপক্ষে 2 হাজার বিজেপি নেতা-কর্মীর বাড়ি, রিসর্ট, দোকান, ট্রাক্টর ভাঙচুর করেছে তৃণমূল সমর্থিত দুষ্কূতীরা । এদিন সাংবাদিক বৈঠক করে দলের কর্মীদের ক্ষয়ক্ষতির খতিয়ান দেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা । শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.